ETV Bharat / sports

কিংস ইলেভেনের বিরুদ্ধে ঋষভের প্রত্য়াবর্তনের সম্ভাবনা

বাঁহাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান তাঁর হ্য়ামস্ট্রিংয়ের চোট সারাতে ফিজিও-র সঙ্গে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ তিনি পঞ্জাবের সঙ্গে ম্য়াচে নামবেন, না কি ম্য়ানেজমেন্ট তাঁকে আরও একটি ম্য়াচ বিশ্রাম দেবে তা টসের সময়ই জানা যাবে ৷

ipl-2020-pant-fit-to-go-may-play-against-kings-xi-punjab
কিংস ইলেভেনের বিরুদ্ধে ঋষভের প্রত্য়াবর্তনের সম্ভাবনা
author img

By

Published : Oct 20, 2020, 3:20 PM IST

দুবাই, 20 অক্টোবর: নয় ম্য়াচ খেলে 14 পয়েন্ট নিয়ে IPL-র লিগ টেবিলে এক নম্বরে রয়েছে দিল্লি ক্য়াপিটালস ৷ এরই মাঝে এবার দিল্লি শিবিরের জন্য় আরও একটি খুশির খবর ৷ ফিট হয়ে দলে ফিরতে চলেছেন টুর্নামেন্টে ফর্মে থাকা উইকেট কিপার ব্যাটসম্য়ান ঋষভ পন্থ ৷ রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন দিল্লির এই তরুণ ব্য়াটসম্য়ান ৷ যা দিল্লির কাছে বড় ধাক্কা ছিল ৷ তবে, এবার দিল্লি শিবির থেকে পাওয়া খবর অনুযায়ী, হ্য়ামস্ট্রিংয়ের চোট সেরে গিয়েছে ঋষভের ৷ মঙ্গলবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারেন ৷

সংবাদ সংস্থার সঙ্গে কথা বলে দিল্লি ক্য়াপিটালসের সূত্র জানিয়েছে, বাঁহাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান তাঁর হ্য়ামস্ট্রিংয়ের চোট সারাতে ফিজিও-র সঙ্গে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ তিনি পঞ্জাবের সঙ্গে ম্য়াচে নামবেন, না কি ম্য়ানেজমেন্ট তাঁকে আরও একটি ম্য়াচ বিশ্রাম দেবে তা টসের সময়ই জানা যাবে ৷ রাজস্থান ম্য়াচের পর পন্থের চোট নিয়ে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, অবশ্য়ই পন্থের ব্য়াটিং ও উইকেট কিপিং দলের জন্য় খুবই গুরুত্বপূর্ণ ৷ তবে, তাঁর অনুপস্থিতিতে সেই কাজ করার দক্ষ খেলোয়াড় দিল্লি দলে রয়েছে ৷ তবে, দুবাইতে কিংস ইলেভেনের সঙ্গে ম্য়াচের আগেরদিন দুবাইতে পন্থকে ফিটনেস টেস্ট দিতে দেখা গিয়েছে ৷

এর আগে গত 13 অক্টোবর দিল্লি ক্য়াপিটালস সূত্রে জানা গিয়েছিল, পন্থের হ্য়ামস্ট্রিং চোট গ্রেড ওয়ান লেভেলের ৷ সেই অর্থে হ্য়ামস্ট্রিংয়ের বড় কোনও চোট পন্থের লাগেনি বলে জানায় দিল্লি দলের সেই সূত্র ৷ তখনই বলা হয়েছিল, বাঁ হাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে ৷ গত 9 অক্টোবর শারজা স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের সঙ্গে ম্য়াচে বরুণ অ্য়ারনের ক্য়াচ নিয়ে দিল্লি ক্য়াপিটালসকে জিততে সাহায্য় করেছিলেন ঋষভ ৷ তবে, তার বহু আগে থেকেই ঋষভকে মাঠের মধ্য়ে খোঁড়াতে দেখা গিয়েছিল ৷ তবে, বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, যখন মিড উইকেটের দিকে লম্বা দৌড়ে সিঙ্গল বাঁচাতে যান তিনি ৷ তবে, অবশেষে তাঁর প্রত্য়াবর্তনের সম্ভাবনা দিল্লি শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে ৷

দুবাই, 20 অক্টোবর: নয় ম্য়াচ খেলে 14 পয়েন্ট নিয়ে IPL-র লিগ টেবিলে এক নম্বরে রয়েছে দিল্লি ক্য়াপিটালস ৷ এরই মাঝে এবার দিল্লি শিবিরের জন্য় আরও একটি খুশির খবর ৷ ফিট হয়ে দলে ফিরতে চলেছেন টুর্নামেন্টে ফর্মে থাকা উইকেট কিপার ব্যাটসম্য়ান ঋষভ পন্থ ৷ রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন দিল্লির এই তরুণ ব্য়াটসম্য়ান ৷ যা দিল্লির কাছে বড় ধাক্কা ছিল ৷ তবে, এবার দিল্লি শিবির থেকে পাওয়া খবর অনুযায়ী, হ্য়ামস্ট্রিংয়ের চোট সেরে গিয়েছে ঋষভের ৷ মঙ্গলবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারেন ৷

সংবাদ সংস্থার সঙ্গে কথা বলে দিল্লি ক্য়াপিটালসের সূত্র জানিয়েছে, বাঁহাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান তাঁর হ্য়ামস্ট্রিংয়ের চোট সারাতে ফিজিও-র সঙ্গে কাজ করে গিয়েছেন ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ তিনি পঞ্জাবের সঙ্গে ম্য়াচে নামবেন, না কি ম্য়ানেজমেন্ট তাঁকে আরও একটি ম্য়াচ বিশ্রাম দেবে তা টসের সময়ই জানা যাবে ৷ রাজস্থান ম্য়াচের পর পন্থের চোট নিয়ে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, অবশ্য়ই পন্থের ব্য়াটিং ও উইকেট কিপিং দলের জন্য় খুবই গুরুত্বপূর্ণ ৷ তবে, তাঁর অনুপস্থিতিতে সেই কাজ করার দক্ষ খেলোয়াড় দিল্লি দলে রয়েছে ৷ তবে, দুবাইতে কিংস ইলেভেনের সঙ্গে ম্য়াচের আগেরদিন দুবাইতে পন্থকে ফিটনেস টেস্ট দিতে দেখা গিয়েছে ৷

এর আগে গত 13 অক্টোবর দিল্লি ক্য়াপিটালস সূত্রে জানা গিয়েছিল, পন্থের হ্য়ামস্ট্রিং চোট গ্রেড ওয়ান লেভেলের ৷ সেই অর্থে হ্য়ামস্ট্রিংয়ের বড় কোনও চোট পন্থের লাগেনি বলে জানায় দিল্লি দলের সেই সূত্র ৷ তখনই বলা হয়েছিল, বাঁ হাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে ৷ গত 9 অক্টোবর শারজা স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের সঙ্গে ম্য়াচে বরুণ অ্য়ারনের ক্য়াচ নিয়ে দিল্লি ক্য়াপিটালসকে জিততে সাহায্য় করেছিলেন ঋষভ ৷ তবে, তার বহু আগে থেকেই ঋষভকে মাঠের মধ্য়ে খোঁড়াতে দেখা গিয়েছিল ৷ তবে, বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, যখন মিড উইকেটের দিকে লম্বা দৌড়ে সিঙ্গল বাঁচাতে যান তিনি ৷ তবে, অবশেষে তাঁর প্রত্য়াবর্তনের সম্ভাবনা দিল্লি শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.