ETV Bharat / sports

অর্ধশতরানের পর মাঠেই সদ্য প্রয়াত শ্বশুরকে শ্রদ্ধাজ্ঞাপন রাণার - সুরিন্দর

আসলে সুরিন্দর হলেন নীতীশ রাণার শ্বশুর ৷ তাঁর স্ত্রী সাচী মারওয়ার পিতা ৷ 22 অক্টোবর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন ৷ পরিবারের এমন দুঃসময়ে সুদূর আবু ধাবিতে দুরন্ত ইনিংস খেললেন নীতীশ ৷

নীতীশ রাণা
নীতীশ রাণা
author img

By

Published : Oct 24, 2020, 10:53 PM IST

আবু ধাবি, 24 অক্টোবর : চলতি টুর্নামেন্টে প্রথম বার KKR -র হয়ে ওপেন করতে নামেন নীতীশ রাণা ৷ আর ওপেনিংয়ে সুযোগ পেয়েই বাজিমাত ৷ 53 বলে খেললেন 81 রানের ইনিংস ৷ অর্ধশতরান করেন মাত্র 35 বলে ৷ আর অর্ধশতরানের পর ব্যাট না তুলে সহ খেলোয়াড়ের আনা জার্সি তুলে ধরলেন তিনি ৷ KKR -র সেই জার্সির মধ্যে লেখা ছিল ‘‘সুরিন্দর’’ ৷

আসলে সুরিন্দর হলেন নীতীশ রাণার শ্বশুর ৷ তাঁর স্ত্রী সাচী মারওয়ার পিতা ৷ 22 অক্টোবর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন ৷ পরিবারের এমন দুঃসময়ে সুদূর আবু ধাবিতে দুরন্ত ইনিংস খেললেন নীতীশ ৷ অর্ধশতরান করার পরই প্রয়াত শ্বশুরের নাম লেখা জার্সি তুলে ধরে তাঁকে শ্রদ্ধা জানালেন তিনি ৷

নীতীশ রাণা
প্রয়াত শ্বশুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

22 অক্টোবর সাচী ইনস্টাগ্রামে তাঁর পিতার মৃত্যুর কথা জানান ৷ এর আগে 7 অক্টোবর পিতার ক্যানসারের কথা জানান সাচী ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷

ইনিংসের শুরুতে পর পর উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স ৷ তারপর ইনিংসের হাল ধরেন নীতীশ রাণা ও সুনীল নারাইন ৷ 64 রান করে ফেরেন সুনীল ৷ 20 তম ওভারে নীতীশ আউট হন ৷ এরপর বোলারদের দুরন্ত পারফরমেন্সে দিল্লি ক্যাপিটালসকে 59 রানে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷

আবু ধাবি, 24 অক্টোবর : চলতি টুর্নামেন্টে প্রথম বার KKR -র হয়ে ওপেন করতে নামেন নীতীশ রাণা ৷ আর ওপেনিংয়ে সুযোগ পেয়েই বাজিমাত ৷ 53 বলে খেললেন 81 রানের ইনিংস ৷ অর্ধশতরান করেন মাত্র 35 বলে ৷ আর অর্ধশতরানের পর ব্যাট না তুলে সহ খেলোয়াড়ের আনা জার্সি তুলে ধরলেন তিনি ৷ KKR -র সেই জার্সির মধ্যে লেখা ছিল ‘‘সুরিন্দর’’ ৷

আসলে সুরিন্দর হলেন নীতীশ রাণার শ্বশুর ৷ তাঁর স্ত্রী সাচী মারওয়ার পিতা ৷ 22 অক্টোবর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন ৷ পরিবারের এমন দুঃসময়ে সুদূর আবু ধাবিতে দুরন্ত ইনিংস খেললেন নীতীশ ৷ অর্ধশতরান করার পরই প্রয়াত শ্বশুরের নাম লেখা জার্সি তুলে ধরে তাঁকে শ্রদ্ধা জানালেন তিনি ৷

নীতীশ রাণা
প্রয়াত শ্বশুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

22 অক্টোবর সাচী ইনস্টাগ্রামে তাঁর পিতার মৃত্যুর কথা জানান ৷ এর আগে 7 অক্টোবর পিতার ক্যানসারের কথা জানান সাচী ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷

ইনিংসের শুরুতে পর পর উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স ৷ তারপর ইনিংসের হাল ধরেন নীতীশ রাণা ও সুনীল নারাইন ৷ 64 রান করে ফেরেন সুনীল ৷ 20 তম ওভারে নীতীশ আউট হন ৷ এরপর বোলারদের দুরন্ত পারফরমেন্সে দিল্লি ক্যাপিটালসকে 59 রানে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.