ETV Bharat / sports

নটরাজন, চলতি IPL-এর "ইয়র্কার কিং" - আইপিএল 2020

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে 345 কিলোমিটার দূরে সালেমের 29 বছরের নটরাজন খুব অল্প পরিসরেই ক্রিকেট অনুশীলনের সুযোগ পেয়েছেন ৷ যেহেতু কোনও আধুনিক প্রযুক্তি ছাড়াই নিজে একজন বোলার হিসেবে উঠে এসেছেন তাই গ্রামে একটি ক্রিকেট অ্যাকাডেমি বানিয়েছেন তিনি ৷

থাঙ্গারাসু নটরাজন
থাঙ্গারাসু নটরাজন
author img

By

Published : Oct 5, 2020, 8:53 PM IST

সালেম (তামিলনাড়ু), 5 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইয়র্কার হিরো বলা হচ্ছে থাঙ্গারাসু নটরাজনকে ৷ তাঁর প্রশংসায় পঞ্চমুখ সানরাইজ়ার্স হায়দরাবাদের সতীর্থরা ৷ এছাড়া তাঁর গ্রামবাসীরাও নটরাজনকে নিয়ে গর্ববোধ করছেন এবং তাঁর প্রশংসা করছেন ৷ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে এক ওভারে পরপর 5টি ইয়র্কার করেন নটরাজন ৷ তারপর থেকেই তাঁকে ইয়র্কার কিং বলা হচ্ছে ৷ প্রশংসা কুড়িয়েছেন সচিন তেন্ডুলকর ও ব্রেট লিরও ৷

নটরাজন হলেন তামিলনাড়ুর প্রথম বোলার যিনি সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে আরব আমিরশাহিতে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছেন ৷

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে 345 কিলোমিটার দূরে সালেমের 29 বছরের নটরাজন খুব অল্প পরিসরেই ক্রিকেট অনুশীলনের সুযোগ পেয়েছেন ৷ যেহেতু কোনও আধুনিক প্রযুক্তি ছাড়াই নিজে একজন বোলার হিসেবে উঠে এসেছেন তাই নিজের গ্রামে একটি ক্রিকেট অ্যাকাডেমি বানিয়েছেন তিনি ৷ অ্যাকাডেমির নাম ‘‘নটরাজন ক্রিকেট অ্যাকাডেমি’’ ৷ তাঁর নিজের গ্রাম চিন্নাপ্পামপাত্তির তরুণ ক্রিকেটারদের সাহায্য করতেই তাঁর এই ভাবনা ৷

চিন্নাপ্পামপাত্তি ও তার আশপাশের এলাকা থেকে প্রায় 30 জনের বেশি তরুণ ক্রিকেটার এই অ্যাকাডেমিতে ট্রেনিং নেন ৷ অ্যাকাডেমির কোচের কথায় এখানকার ক্রিকেটারা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে সক্ষম ৷

তাঁর ইয়র্কার বোলিং করার টেকনিক নিয়ে কথা বলতে গিয়ে অ্যাকাডেমির এক কোচ বলেন, ‘‘ নটরাজন এখান থেকেই ইয়র্কার বোলিং করতে শিখেছেন ৷ 2009 সাল থেকে চিন্নাপ্পামপাত্তিতে টেনিস বলে ক্রিকেট খেলছি ৷ যেহতু ব্যাটসম্যান সহজেই একটি লেন্থ বল মারতে পারে, তাই নটরাজন ইয়র্কার বোলিং করতে শিখেছে ৷ এবং এখানে অনুশীলন করেছে ৷ বর্তমানে ইয়র্কার বোলিং বোলারদের শক্তি ও স্টাইল হয়ে দাঁড়িয়েছে ৷ আশা করি, ওর কঠিন পরিশ্রমে জাতীয় দলে জায়গা করে নেবে ৷ তিন বছর ধরে এই অ্যাকাডেমি চালাচ্ছে নটরাজন ৷ এই অ্যাকাডেমির ক্রিকেটার পিরিয়াস্বামী, অরবিন্দ এবং গৌতম TNPL লিগে খেলছেন ৷ আরও অনেক ক্রিকেটার চেন্নাইয়ের বিভিন্ন দলে খেলছেন ৷ নটরাজন শুধু আমাদের গ্রামে নয়, সমগ্র সালেমের গর্ব ৷

নটরাজনের খেলা নিয়ে তাঁর বাবা-মায়ের মন্তব্য, ‘‘আমরা 18 বছর ধরে চিন্নাপ্পামপাত্তিতে একটি টিফিন সেন্টার চালাচ্ছি ৷ ছোটোবেলা থেকেই নটরাজন ক্রিকেটের সঙ্গে যুক্ত ৷ আমরা কখনও আশা করিনি ক্রিকেটে ও এই উচ্চতায় পৌঁছাবে ৷ আমরা খুশি ও পরিবারের দায়িত্ব নিচ্ছে ৷ আমরা প্রার্থনা করি ও জাতীয় দলে সুযোগ পাক ৷ টিভিতে আমাদের ছেলেকে খেলতে দেখা এক অদ্ভুত অনুভূতি ৷ আমাদের গ্রামের সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ৷’’

সালেম (তামিলনাড়ু), 5 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইয়র্কার হিরো বলা হচ্ছে থাঙ্গারাসু নটরাজনকে ৷ তাঁর প্রশংসায় পঞ্চমুখ সানরাইজ়ার্স হায়দরাবাদের সতীর্থরা ৷ এছাড়া তাঁর গ্রামবাসীরাও নটরাজনকে নিয়ে গর্ববোধ করছেন এবং তাঁর প্রশংসা করছেন ৷ দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে এক ওভারে পরপর 5টি ইয়র্কার করেন নটরাজন ৷ তারপর থেকেই তাঁকে ইয়র্কার কিং বলা হচ্ছে ৷ প্রশংসা কুড়িয়েছেন সচিন তেন্ডুলকর ও ব্রেট লিরও ৷

নটরাজন হলেন তামিলনাড়ুর প্রথম বোলার যিনি সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে আরব আমিরশাহিতে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছেন ৷

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে 345 কিলোমিটার দূরে সালেমের 29 বছরের নটরাজন খুব অল্প পরিসরেই ক্রিকেট অনুশীলনের সুযোগ পেয়েছেন ৷ যেহেতু কোনও আধুনিক প্রযুক্তি ছাড়াই নিজে একজন বোলার হিসেবে উঠে এসেছেন তাই নিজের গ্রামে একটি ক্রিকেট অ্যাকাডেমি বানিয়েছেন তিনি ৷ অ্যাকাডেমির নাম ‘‘নটরাজন ক্রিকেট অ্যাকাডেমি’’ ৷ তাঁর নিজের গ্রাম চিন্নাপ্পামপাত্তির তরুণ ক্রিকেটারদের সাহায্য করতেই তাঁর এই ভাবনা ৷

চিন্নাপ্পামপাত্তি ও তার আশপাশের এলাকা থেকে প্রায় 30 জনের বেশি তরুণ ক্রিকেটার এই অ্যাকাডেমিতে ট্রেনিং নেন ৷ অ্যাকাডেমির কোচের কথায় এখানকার ক্রিকেটারা আন্তর্জাতিক পর্যায়ে খেলতে সক্ষম ৷

তাঁর ইয়র্কার বোলিং করার টেকনিক নিয়ে কথা বলতে গিয়ে অ্যাকাডেমির এক কোচ বলেন, ‘‘ নটরাজন এখান থেকেই ইয়র্কার বোলিং করতে শিখেছেন ৷ 2009 সাল থেকে চিন্নাপ্পামপাত্তিতে টেনিস বলে ক্রিকেট খেলছি ৷ যেহতু ব্যাটসম্যান সহজেই একটি লেন্থ বল মারতে পারে, তাই নটরাজন ইয়র্কার বোলিং করতে শিখেছে ৷ এবং এখানে অনুশীলন করেছে ৷ বর্তমানে ইয়র্কার বোলিং বোলারদের শক্তি ও স্টাইল হয়ে দাঁড়িয়েছে ৷ আশা করি, ওর কঠিন পরিশ্রমে জাতীয় দলে জায়গা করে নেবে ৷ তিন বছর ধরে এই অ্যাকাডেমি চালাচ্ছে নটরাজন ৷ এই অ্যাকাডেমির ক্রিকেটার পিরিয়াস্বামী, অরবিন্দ এবং গৌতম TNPL লিগে খেলছেন ৷ আরও অনেক ক্রিকেটার চেন্নাইয়ের বিভিন্ন দলে খেলছেন ৷ নটরাজন শুধু আমাদের গ্রামে নয়, সমগ্র সালেমের গর্ব ৷

নটরাজনের খেলা নিয়ে তাঁর বাবা-মায়ের মন্তব্য, ‘‘আমরা 18 বছর ধরে চিন্নাপ্পামপাত্তিতে একটি টিফিন সেন্টার চালাচ্ছি ৷ ছোটোবেলা থেকেই নটরাজন ক্রিকেটের সঙ্গে যুক্ত ৷ আমরা কখনও আশা করিনি ক্রিকেটে ও এই উচ্চতায় পৌঁছাবে ৷ আমরা খুশি ও পরিবারের দায়িত্ব নিচ্ছে ৷ আমরা প্রার্থনা করি ও জাতীয় দলে সুযোগ পাক ৷ টিভিতে আমাদের ছেলেকে খেলতে দেখা এক অদ্ভুত অনুভূতি ৷ আমাদের গ্রামের সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.