ETV Bharat / sports

ফাইনালে মুম্বইয়ের পরিসংখ্যান - আইপিএল 2020 আপডেট

থমবার 2010 সালে ফাইনাল খেলে মুম্বই ৷ সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ট্রফি ছোঁয়া হয়নি তাঁদের ৷ প্রথমবার ট্রফি খরা কাটে 2013 সালে ৷ সেবারও তাঁদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস দলে ছিলেন ধোনি ৷

Mumbai Indians
Mumbai Indians
author img

By

Published : Nov 9, 2020, 10:59 PM IST

দুবাই, 9 নভেম্বর : এই নিয়ে 6 বার ৷ ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আগের পাঁচটি ফাইনালের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে তাঁরা ৷ IPL 2020-র ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷

প্রথমবার 2010 সালে ফাইনাল খেলে মুম্বই ৷ সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ট্রফি ছৌঁয়া হয়নি তাঁদের ৷ প্রথমবার ট্রফি খরা কাটে 2013 সালে ৷ সেবারও তাঁদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস দলে ছিলেন ধোনি ৷

তারপর তিনবার খেতাব ঘরে তুলেছে তাঁরা ৷ এবার জিততে পারলে পঞ্চম খেতাব জয় করা হবে রোহিতের দলের ৷ তবে মাঠের লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান ৷

ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং পরিসংখ্যান

  • সর্বোচ্চ দলগত রান :- 2015 সালের ফাইনাল, মুম্বই ইন্ডিয়ান্স 202/5, প্রতিপক্ষ- চেন্নাই সুপার কিংস ৷
  • সর্বনিম্ন দলগত রান :- 2017 সালের ফাইনাল, মুম্বই ইন্ডিয়ান্স 129/8, প্রতিপক্ষ - রাইজিং পুনে সুপারজায়েন্ট ৷
  • সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:- 2015 সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লেন্ডল সিমনসের 68 রান ৷
  • সর্বোচ্চ রান :- পাঁচটি ফাইনাল মিলিয়ে কাইরন পোলার্ডের 177 রান ৷
  • সর্বোচ্চ 30-র বেশি রান :- পাঁচটি ফাইনালে 3 বার 30-এর বেশি রান করেছেন কাইরন পোলার্ড ৷
  • সর্বোচ্চ ছক্কা :- পাঁচটি ফাইনালে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 12 টি ছাক্কা হাঁকিয়েছেন পোলার্ড ৷
  • ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং পরিসংখ্যান
  • সর্বোচ্চ উইকেট :- লসিথ মালিঙ্গা ও মিচেল জনসন দু’জনেই 5টি করে উইকেট তুলে নিয়েছেন ৷
  • এক ইনিংসে সর্বোচ্চ উইকেট :- 2017 সালের ফাইনালে মিচেল জনসনের 3টি উইকেট ৷ তবে 2015 সালের ফাইনালেও 3টি উইকেট নিয়েছিলেন মিচেল ম্যাকক্লেনঘ্লান ৷
  • সর্বোচ্চ ইকোনমি বোলিং :- এক্ষেত্রেও আছেন দুইজন ৷ জসপ্রীত বুমরা ও রাহুল চাহার ৷ 2019 সালের ফাইনালে দু’জনেই 4 ওভার বোলিং করে 14 রান দিয়ে 2টি করে উইকেট তুলে নেন ৷

দুবাই, 9 নভেম্বর : এই নিয়ে 6 বার ৷ ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ৷ আগের পাঁচটি ফাইনালের মধ্যে চারটিতেই জয় তুলে নিয়েছে তাঁরা ৷ IPL 2020-র ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷

প্রথমবার 2010 সালে ফাইনাল খেলে মুম্বই ৷ সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ট্রফি ছৌঁয়া হয়নি তাঁদের ৷ প্রথমবার ট্রফি খরা কাটে 2013 সালে ৷ সেবারও তাঁদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস দলে ছিলেন ধোনি ৷

তারপর তিনবার খেতাব ঘরে তুলেছে তাঁরা ৷ এবার জিততে পারলে পঞ্চম খেতাব জয় করা হবে রোহিতের দলের ৷ তবে মাঠের লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান ৷

ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং পরিসংখ্যান

  • সর্বোচ্চ দলগত রান :- 2015 সালের ফাইনাল, মুম্বই ইন্ডিয়ান্স 202/5, প্রতিপক্ষ- চেন্নাই সুপার কিংস ৷
  • সর্বনিম্ন দলগত রান :- 2017 সালের ফাইনাল, মুম্বই ইন্ডিয়ান্স 129/8, প্রতিপক্ষ - রাইজিং পুনে সুপারজায়েন্ট ৷
  • সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর:- 2015 সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লেন্ডল সিমনসের 68 রান ৷
  • সর্বোচ্চ রান :- পাঁচটি ফাইনাল মিলিয়ে কাইরন পোলার্ডের 177 রান ৷
  • সর্বোচ্চ 30-র বেশি রান :- পাঁচটি ফাইনালে 3 বার 30-এর বেশি রান করেছেন কাইরন পোলার্ড ৷
  • সর্বোচ্চ ছক্কা :- পাঁচটি ফাইনালে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 12 টি ছাক্কা হাঁকিয়েছেন পোলার্ড ৷
  • ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং পরিসংখ্যান
  • সর্বোচ্চ উইকেট :- লসিথ মালিঙ্গা ও মিচেল জনসন দু’জনেই 5টি করে উইকেট তুলে নিয়েছেন ৷
  • এক ইনিংসে সর্বোচ্চ উইকেট :- 2017 সালের ফাইনালে মিচেল জনসনের 3টি উইকেট ৷ তবে 2015 সালের ফাইনালেও 3টি উইকেট নিয়েছিলেন মিচেল ম্যাকক্লেনঘ্লান ৷
  • সর্বোচ্চ ইকোনমি বোলিং :- এক্ষেত্রেও আছেন দুইজন ৷ জসপ্রীত বুমরা ও রাহুল চাহার ৷ 2019 সালের ফাইনালে দু’জনেই 4 ওভার বোলিং করে 14 রান দিয়ে 2টি করে উইকেট তুলে নেন ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.