ETV Bharat / sports

মুম্বইয়ের প্লে অফে যাওয়া নিশ্চিত, হাড্ডাহাড্ডি লড়াই বাকি 6টি দলের মধ্যে - প্লে অফ

পরিবর্তিত পরিস্থিতিতে মুম্বই বাদে কারও প্লে অফে যাওয়া নিশ্চিত নয় ৷ 6টি দলের কাছেই প্লে অফে যাওয়ার সুযোগ আছে ৷

IPL 2020
IPL 2020
author img

By

Published : Oct 30, 2020, 8:47 PM IST

দুবাই, 30 অক্টোবর : গ্রুপ স্টেজের খেলা যত শেষের দিকে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তত উত্তেজক হয়ে উঠছে ৷ এখনও পর্যন্ত প্লে অফের দৌড় শেষ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ৷ এক সপ্তাহ আগে পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসকে ফেভারহিট ধরা হচ্ছিল ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্লে অফে যাওয়া কারও নিশ্চিত হয়নি । বাকি 6টি দলের কাছেই প্লে অফে যাওয়ার রাস্তা আছে ৷ একনজরে দেখে নেওয়া যাক কীভাবে প্লে অফের বাকি তিনটি স্থান নির্দিষ্ট হবে ৷

1) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি ব্রিগেডকে দেখে মনে হচ্ছে তারা সহজেই প্লে অফে পৌঁছে যাবে ৷ বর্তমানে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে RCB ৷ আর একটি মাত্র জয় তাদের প্লে অফে পৌঁছে দেবে ৷

2) দিল্লি ক্যাপিটালস

ব্যাঙ্গালোরের মতো দিল্লিও এক সপ্তাহ আগে পর্যন্ত প্লে অফে যাবে বলে কার্যত নিশ্চিত ছিল ৷ কিন্তু পরপর তিনটি ম্যাচে হার তাদের প্লে অফের দৌড় কঠিন করে দিয়েছে ৷ তাদেরও এখনও দুটি ম্যাচ বাকি আছে ৷ কিন্তু তাদের দুটি ম্যাচই টেবিলের প্রথম দুটি দলের সঙ্গে ৷ যদি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি হেরে যায় এবং SRH এর কাছে RCB হেরে যায়, তাহলে দুই দলের লড়াই ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে ৷

3) কিংস ইলেভেন পঞ্জাব

টেবিলের শেষ থেকে উঠে এসে বর্তমানে IPL এর সবথেকে ধারাবাহিক দল কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাদের প্রত্যাবর্তন রূপকথার থেকে কম নয় ৷ তারা পরপর পাঁচটি ম্যাচে জয় তুলে নিয়েছে ৷ বর্তমানে টেবিলের চার নম্বরে লোকেশ রাহুলের দল ৷ যদি তাদের বাকি দুটি ম্যাচেই জয় তুলে নিতে পারে পঞ্জাব, তাহলে তারা সরাসরি প্লে অফে চলে যাবে ৷ তাদের বাকি দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে ৷

4) কলকাতা নাইট রাইডার্স

শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়ে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ বর্তমানে তাদের পয়েন্ট 12 ৷ টেবিলের পঞ্চম স্থানে আছে ইয়ন মরগ্যানের দল ৷ তবে আজ রাজস্থান যদি পঞ্জাবকে হারাতে পারে তাহলে বড় সুযোগ আসবে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে শুধু রাজস্থানকে হারালে চলবে না অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের ৷

5) সানরাইজ়ার্স হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের মতো সানরাইজ়ার্স হায়দরাবাদেরও প্লে অফে যাওয়া নিজেদের হাতে নেই ৷ বাকি দলগুলির ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে ৷ তবে একটি জায়গায় তারা এগিয়ে আছে ৷ সেটা হল নেট রানরেট ৷ বাকি অন্য দলগুলির তুলনায় হায়দরাবাদের রানরেট যথেষ্ট ভালো ৷ যদি তারা তাদের বাকি দুটি ম্যাচে জয় তুলে নিতে পারে তাহলে শেষ স্থানে তাদের একটা সুযোগ থাকছেই ৷ কিন্তু কাজটা মোটেও সহজ নয় ৷ কারণ পরবর্তী দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স ৷

6) রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের জন্য আজকের ম্যাচ ডু অর ডাই ৷ আজকের ম্যাচ হারলেই প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে স্টিভ স্মিথের দলের ৷ কিন্তু আজ যদি তারা বড় ব্যবধানে জিততে পারে তাহলে শেষ স্থানে তাদের একটা সুযোগ থাকছে ৷ তাদের শেষ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷

দুবাই, 30 অক্টোবর : গ্রুপ স্টেজের খেলা যত শেষের দিকে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তত উত্তেজক হয়ে উঠছে ৷ এখনও পর্যন্ত প্লে অফের দৌড় শেষ হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ৷ এক সপ্তাহ আগে পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসকে ফেভারহিট ধরা হচ্ছিল ৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্লে অফে যাওয়া কারও নিশ্চিত হয়নি । বাকি 6টি দলের কাছেই প্লে অফে যাওয়ার রাস্তা আছে ৷ একনজরে দেখে নেওয়া যাক কীভাবে প্লে অফের বাকি তিনটি স্থান নির্দিষ্ট হবে ৷

1) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি ব্রিগেডকে দেখে মনে হচ্ছে তারা সহজেই প্লে অফে পৌঁছে যাবে ৷ বর্তমানে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে RCB ৷ আর একটি মাত্র জয় তাদের প্লে অফে পৌঁছে দেবে ৷

2) দিল্লি ক্যাপিটালস

ব্যাঙ্গালোরের মতো দিল্লিও এক সপ্তাহ আগে পর্যন্ত প্লে অফে যাবে বলে কার্যত নিশ্চিত ছিল ৷ কিন্তু পরপর তিনটি ম্যাচে হার তাদের প্লে অফের দৌড় কঠিন করে দিয়েছে ৷ তাদেরও এখনও দুটি ম্যাচ বাকি আছে ৷ কিন্তু তাদের দুটি ম্যাচই টেবিলের প্রথম দুটি দলের সঙ্গে ৷ যদি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি হেরে যায় এবং SRH এর কাছে RCB হেরে যায়, তাহলে দুই দলের লড়াই ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে ৷

3) কিংস ইলেভেন পঞ্জাব

টেবিলের শেষ থেকে উঠে এসে বর্তমানে IPL এর সবথেকে ধারাবাহিক দল কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাদের প্রত্যাবর্তন রূপকথার থেকে কম নয় ৷ তারা পরপর পাঁচটি ম্যাচে জয় তুলে নিয়েছে ৷ বর্তমানে টেবিলের চার নম্বরে লোকেশ রাহুলের দল ৷ যদি তাদের বাকি দুটি ম্যাচেই জয় তুলে নিতে পারে পঞ্জাব, তাহলে তারা সরাসরি প্লে অফে চলে যাবে ৷ তাদের বাকি দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে ৷

4) কলকাতা নাইট রাইডার্স

শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়ে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ বর্তমানে তাদের পয়েন্ট 12 ৷ টেবিলের পঞ্চম স্থানে আছে ইয়ন মরগ্যানের দল ৷ তবে আজ রাজস্থান যদি পঞ্জাবকে হারাতে পারে তাহলে বড় সুযোগ আসবে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে শুধু রাজস্থানকে হারালে চলবে না অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের ৷

5) সানরাইজ়ার্স হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের মতো সানরাইজ়ার্স হায়দরাবাদেরও প্লে অফে যাওয়া নিজেদের হাতে নেই ৷ বাকি দলগুলির ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে ৷ তবে একটি জায়গায় তারা এগিয়ে আছে ৷ সেটা হল নেট রানরেট ৷ বাকি অন্য দলগুলির তুলনায় হায়দরাবাদের রানরেট যথেষ্ট ভালো ৷ যদি তারা তাদের বাকি দুটি ম্যাচে জয় তুলে নিতে পারে তাহলে শেষ স্থানে তাদের একটা সুযোগ থাকছেই ৷ কিন্তু কাজটা মোটেও সহজ নয় ৷ কারণ পরবর্তী দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স ৷

6) রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের জন্য আজকের ম্যাচ ডু অর ডাই ৷ আজকের ম্যাচ হারলেই প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে স্টিভ স্মিথের দলের ৷ কিন্তু আজ যদি তারা বড় ব্যবধানে জিততে পারে তাহলে শেষ স্থানে তাদের একটা সুযোগ থাকছে ৷ তাদের শেষ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.