শারজা, 3 অক্টোবর : শারজার ময়দানে রানের ফুলঝুরি ফোটালেন দিল্লি ব্যাটসম্যানরা ৷ শ্রেয়স, পৃথ্বী, ঋষভদের ঝোড়ো ব্যাটিংয়ে 20 ওভারে দিল্লি করল 4 উইকেটে 228 রান ৷ জয়ের জন্য কলকাতার প্রয়োজন 229 রান ৷ ম্যাচ জিততে গেলে রেকর্ড গড়তে হবে কলকাতাকে ৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷
অন্যদিকে আক্রমণাত্মক ফর্মে দেখা গেল দিল্লির ব্যাটসম্যানদের ৷ শুরু থেকেই জাঁকিয়ে বসলেন দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। পৃথ্বী করলেন 41 বলে 66 রান ৷ 26 রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরেলেন শিখর ৷ তারপরই রানের বন্যা শারজা জুড়ে ৷ সৌজন্যে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৷ 17 বলে 38 রান করে ফিরলেন ঋষভ ৷ আর অধিনায়কের মতোই ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার ৷ মাত্র 38 বলে করলেন 88 রান ৷ টুর্নামেন্টের শুরু থেকেই ফর্মে ছিলেন দিল্লি অধিনায়ক ৷
দুরন্ত ছন্দে ছিলেন কলকাতা নাইট রাইডার্স বোলাররা ৷ প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, শিবম মাভিদের দারুণ বোলিংয়ে রাজস্থানকে আগের ম্য়াচেই উড়িয়ে দিয়েছে কলকাতা ৷ কিন্তু আজকের ম্যাচে সেসবের ব্যতিক্রম হল ৷ পেস আক্রমণে আগুন ঝরাতে পারলেন না প্যাট ক্যামিন্স ৷ শান্ত থাকলেন শিভম মাভিও ৷ একমাত্র রাসেল তুলে নিলেন 2টি উইকেট ৷
শারজার মাঠ আকারে ছোটো। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শারজাতে চার-ছক্কার বন্যা বয়েছে। ছোটো মাঠের কথা ভেবে কুলদীপ যাদবকে আজ বিশ্রাম দিয়েছে কলকাতা। তাঁর পরিবর্তে ব্যাটিং শক্তিশালী করার জন্য রাহুল ত্রিপাঠীকে প্রথম একাদশে আনা হয়েছে। প্রথম ম্যাচে মাত্র এক ওভার বোলিং করে 2 উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন চোট সারিয়ে ফিরলেন দিল্লি ক্যাপিট্যালসের প্রথম একাদশে ৷