ETV Bharat / sports

শারজায় দাপট দেখাল RCB, কলকাতাকে হারাল 82 রানে - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

KKR vs RCB
KKR vs RCB
author img

By

Published : Oct 12, 2020, 7:13 PM IST

Updated : Oct 13, 2020, 12:24 AM IST

18:17 October 12

শারজাতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

শারজা, 12 অক্টোবর : ব্যাট হাতে দুরন্ত এবি ডেভিলিয়ার্স ৷ বোলারদেরও দুরন্ত পারফরমেন্স ৷ শারজায় কলকাতা নাইট রাইডার্সকে   রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ম্যাচের শুরু থেকেই কলকাতার উপর কার্যত ছরি ঘোরাল RCB ৷  প্রথমে ব্যাটিং করে কলকাতার সামনে 195 রানের টার্গেট রাখে বিরাটের ব্যাঙ্গালোর ৷  কিন্তু, কুড়ি ওভারে মাত্র 112 রান তুলতে পারে কলকাতা ৷

ব্যাট করতে নেমে প্রথম 10 ওভারেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা নাইট রাইডার্স ৷ একে একে ফিরে যান টম ব্যান্টন, নীতিশ রানা, ইয়ন মরগ্যানরা৷ কিছুটা চেষ্টা করলেন শুভমন গিল৷ কিন্তু ইয়ন মরগ্যানের সঙ্গে ভুল বোঝুবুঝিতে রান আউট হয়ে ফিরতে হল তাঁকে ৷  

অভিষেক সুখের হল না টম ব্যান্টনের ৷ ওপেন করতে নেমে 12 বল খেলে করলেন মাত্র 8 রান ৷ তারপরই নভদীপ সাইনির বলে বোল্ড হলেন এই ইংলিশ ব্যাটসম্যান ৷ ক্রিজ়ে নামেন নীতিশ রাণা ৷ কিন্তু এদিন ব্যর্থ হন কলকাতার তিন নম্বর ব্যটসম্যান ৷ 14 বলে তাঁর সংগ্রহ 9 রান ৷ ইয়ন মরগ্যান ফিরলেন 8 রান করে ৷ আগের দিনে কলকাতার ত্রাতা ছিলেন অদিনায়ক দীনেশ কার্তিক ৷ কিন্তু এদিন তিনিও ফ্লপ ৷ মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরলেন কার্তিক ৷ আন্দ্রে রাসেল একটি ক্যামিও খেললেন ঠিকই, কিন্তু তাঁকে আগের ছন্দে পাওয়া গেল না ৷ মাত্র 1 রানে ফিরতে হল প্যাট ক্যামিন্সকেও ৷ দলের হয়ে সর্বোচ্চ রান করলেন শুভমন গিল ৷  তাঁর সংগ্রহ 34 রান ৷  

অলরাউন্ড বোলিং পারফরমেন্স পাওয়া গেল ব্যাঙ্গালোর বোলারদের থেকে ৷ 4 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট নিলেন ওয়াশিনটন সুন্দর ৷ 4 ওভারে 12 রান দিয়ে একটি উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চহাল ৷ অনান্য বোলাররাও দুরন্ত বোলিং করলেন ৷  

এদিকে ব্যাঙ্গালোরের ইনিংসে ব্যাটে ঝড় তোলেন এবি ডেভিলিয়ার্স ৷ 33 বলে তাঁর অবদান অপরাজিত 73 রান ৷ তাঁকে যোগ্য সংগত দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি করতলেন অপরাজিত 33 রান ৷ টস জেতার পর দুই ওপেনার দেবদূত পাড়িক্কল ও অ্যারোন ফিঞ্চ ইনিংসের দুরন্ত শুরু করেন ৷ ব্যক্তিগত 32 রানে রাসেলের দুরন্ত বলে ক্লিন বোল্ড হন পাড়িক্কল ৷ অন্যদিকে বড় রান গড়ার পথে 47 রানে ফিরতে হয় অ্যারোন ফিঞ্চকে ৷ এক্ষেত্রে নাইটদের ত্রাতা প্রসিদ্ধ কৃষ্ণা ৷ এদিন দুরন্ত রোকর্ড গড়লেন বিরাট ও এবি ডেভিলিয়ার্স ৷ জুটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 3000 রানের পার্টনারশিপ গড়ে ফেললেন ৷  

কলকাতার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিলেন রাসেল ও প্রসিদ্ধ কৃষ্ণ ৷ বাকি আর কেউ দাগ কাটতে পারলেন না ৷ প্যাট ক্যামিন্স 4 ওভারে খরচ করলেন 38 রান ৷ তবে উইকেট না পেলেও RCB-র রান কিছুটা আটকে রাখলেন বরুন চক্রবর্তী ৷ 4 ওভারে তিনি দিলেন 25 রান ৷ জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন 195 রান ৷ 

18:17 October 12

শারজাতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

শারজা, 12 অক্টোবর : ব্যাট হাতে দুরন্ত এবি ডেভিলিয়ার্স ৷ বোলারদেরও দুরন্ত পারফরমেন্স ৷ শারজায় কলকাতা নাইট রাইডার্সকে   রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ ম্যাচের শুরু থেকেই কলকাতার উপর কার্যত ছরি ঘোরাল RCB ৷  প্রথমে ব্যাটিং করে কলকাতার সামনে 195 রানের টার্গেট রাখে বিরাটের ব্যাঙ্গালোর ৷  কিন্তু, কুড়ি ওভারে মাত্র 112 রান তুলতে পারে কলকাতা ৷

ব্যাট করতে নেমে প্রথম 10 ওভারেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা নাইট রাইডার্স ৷ একে একে ফিরে যান টম ব্যান্টন, নীতিশ রানা, ইয়ন মরগ্যানরা৷ কিছুটা চেষ্টা করলেন শুভমন গিল৷ কিন্তু ইয়ন মরগ্যানের সঙ্গে ভুল বোঝুবুঝিতে রান আউট হয়ে ফিরতে হল তাঁকে ৷  

অভিষেক সুখের হল না টম ব্যান্টনের ৷ ওপেন করতে নেমে 12 বল খেলে করলেন মাত্র 8 রান ৷ তারপরই নভদীপ সাইনির বলে বোল্ড হলেন এই ইংলিশ ব্যাটসম্যান ৷ ক্রিজ়ে নামেন নীতিশ রাণা ৷ কিন্তু এদিন ব্যর্থ হন কলকাতার তিন নম্বর ব্যটসম্যান ৷ 14 বলে তাঁর সংগ্রহ 9 রান ৷ ইয়ন মরগ্যান ফিরলেন 8 রান করে ৷ আগের দিনে কলকাতার ত্রাতা ছিলেন অদিনায়ক দীনেশ কার্তিক ৷ কিন্তু এদিন তিনিও ফ্লপ ৷ মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরলেন কার্তিক ৷ আন্দ্রে রাসেল একটি ক্যামিও খেললেন ঠিকই, কিন্তু তাঁকে আগের ছন্দে পাওয়া গেল না ৷ মাত্র 1 রানে ফিরতে হল প্যাট ক্যামিন্সকেও ৷ দলের হয়ে সর্বোচ্চ রান করলেন শুভমন গিল ৷  তাঁর সংগ্রহ 34 রান ৷  

অলরাউন্ড বোলিং পারফরমেন্স পাওয়া গেল ব্যাঙ্গালোর বোলারদের থেকে ৷ 4 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট নিলেন ওয়াশিনটন সুন্দর ৷ 4 ওভারে 12 রান দিয়ে একটি উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চহাল ৷ অনান্য বোলাররাও দুরন্ত বোলিং করলেন ৷  

এদিকে ব্যাঙ্গালোরের ইনিংসে ব্যাটে ঝড় তোলেন এবি ডেভিলিয়ার্স ৷ 33 বলে তাঁর অবদান অপরাজিত 73 রান ৷ তাঁকে যোগ্য সংগত দিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি করতলেন অপরাজিত 33 রান ৷ টস জেতার পর দুই ওপেনার দেবদূত পাড়িক্কল ও অ্যারোন ফিঞ্চ ইনিংসের দুরন্ত শুরু করেন ৷ ব্যক্তিগত 32 রানে রাসেলের দুরন্ত বলে ক্লিন বোল্ড হন পাড়িক্কল ৷ অন্যদিকে বড় রান গড়ার পথে 47 রানে ফিরতে হয় অ্যারোন ফিঞ্চকে ৷ এক্ষেত্রে নাইটদের ত্রাতা প্রসিদ্ধ কৃষ্ণা ৷ এদিন দুরন্ত রোকর্ড গড়লেন বিরাট ও এবি ডেভিলিয়ার্স ৷ জুটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 3000 রানের পার্টনারশিপ গড়ে ফেললেন ৷  

কলকাতার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিলেন রাসেল ও প্রসিদ্ধ কৃষ্ণ ৷ বাকি আর কেউ দাগ কাটতে পারলেন না ৷ প্যাট ক্যামিন্স 4 ওভারে খরচ করলেন 38 রান ৷ তবে উইকেট না পেলেও RCB-র রান কিছুটা আটকে রাখলেন বরুন চক্রবর্তী ৷ 4 ওভারে তিনি দিলেন 25 রান ৷ জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন 195 রান ৷ 

Last Updated : Oct 13, 2020, 12:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.