দুবাই, 19 অক্টোবর : প্রথমে 20 ওভারে দু'দলের সমান রান । সুপার ওভারেও সেই একই ছবি । শেষপর্যন্ত ক্রিকেট ইতিহাসে প্রথমবার ম্যাচের ফয়সালা হল ডাবল সুপার ওভারে । আর নাটকীয়তায় মোড়া এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতল কিংস ইলেভেন পঞ্জাব । এই জয়ের ফলে প্রথম চারে থাকার স্বপ্ন জিইয়ে রাখল প্রীতি জিন্টার টিম ।
গতকাল পয়েন্ট টেবিলে দু'নম্বরে থাকা দলের সঙ্গে খেলা ছিল একেবারে শেষে থাকা দলের । স্বাভাবিকভাবেই, বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ মুম্বইকেই এগিয়ে রেখেছিলেন । কিন্তু, ম্যাচ যে এমন নাটকীয়তা মোড়া হবে, তা বোধহয় কেউ ভাবেননি ।
টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলে মুম্বই । কুইন্টন ডি কক অর্ধশতরান করেন । শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে 12 বলে 34 রান করেন কায়রন পোলার্ড ।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পঞ্জাব । 3.3 ওভারে ওপেনিং জুটি তোলে 33 রান । ময়ঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর গেইলকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল । গেইল সাজঘরে ফেরার পর নিকোলাস পুরান ঝোড়ো ইনিংস খেলে 12 বলে 24 রান করেন । পঞ্জাব সমর্থকরা যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন, তখন ধাক্কা দেন জসপ্রীত বুমরা । তাঁর বলে বোল্ড হয়ে যান রাহুল । 51 বলে 77 রান করেন তিনি । শেষপর্যন্ত পঞ্জাবও 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান তোলে ।
সুপার ওভারে বুমরার অসাধারণ বোলিংয়ে দিশেহারা দেখায় পঞ্জাবকে । মাত্র 5 রান দিয়ে পুরান ও রাহুলের উইকেট তুলে নেন তিনি ।
বুমরা যে কাজটা করেন মুম্বইয়ের হয়ে, পঞ্জাবের হয়ে তা করলেন তাঁর জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামি । সুপার ওভারে তাঁর বোলিংয়ে 5 রানই করতে পারল মুম্বই ।
নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ওভারে দু'দলের যে বোলার বল করবেন দ্বিতীয় সুপার ওভারে তিনি বল করতে পারবেন না । সেজন্য ডাবল সুপারে বুমরার হাতে বল তুলে দিতে পারেননি রোহিত । তেমনই পঞ্জাবের হয়ে বল করতে পারেননি শামি । আর প্রথম সুপার ওভারে দুই দলের যে ব্যাটসম্যান আউট হবেন দ্বিতীয় সুপার ওভারে তিনি ব্যাট করতে পারবেন না । তবে কোনও ব্যাটসম্যান আউট না হলে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারবেন ।
দ্বিতীয় সুপার ওভারে ক্রিস জর্ডনের বোলিংয়ে মুম্বই তোলে 11 রান । অবিশ্বাস্যভাবে শেষ বলে ছয় বাঁচান আগরওয়াল । না হলে স্কোরবোর্ডে আরও রান যোগ হত ।
জয়ের জন্য দ্বিতীয় সুপার ওভারে পঞ্জাবের দরকার ছিল 12 রান । ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ছয় মেরে সেই কাজটা সহজ করে দেন ক্রিস গেইল । পরের বলে একরান নেন । এরপর ময়ঙ্ক আগরওয়াল পরপর দুটি চার মেরে দলকে জেতান । 51 বলে 77 রান করে ম্যাচের সেরা হলেন রাহুল ।
এই ম্যাচে জয়ের পর 9 ম্যাচে 6 পয়েন্ট হল পঞ্জাবের । পয়েন্ট টেবিলে তারা 6 নম্বরে উঠে এল । আর 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল মুম্বই ।