ETV Bharat / sports

IPL 2020: দুরন্ত শামি, দিল্লির হিরো স্টইনিস - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

আজ ম্যাচের শুরুটা ছিল মহম্মদ শামির । অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুবাইয়ের 22 গজে আগুন ঝরালেন ভারতীয় পেসার । 15 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট ।

কিংস ইলেভেন পঞ্জাব
কিংস ইলেভেন পঞ্জাব
author img

By

Published : Sep 20, 2020, 9:28 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ । দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব । তবে দর্শকরা অপেক্ষা করেছিলেন গেইল বনাম রাবাডার দ্বৈরথ দেখার জন্য। কিন্তু দেখা গেল না ক্রিস গেইলকে । তবে টিভির পর্দায় ভক্তরা দেখলেন মহম্মদ শামির বিক্রম । টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে ডাকেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল । নির্ধারিত ওভারে দিল্লি করল 157 রান । জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন 158 রান ।

আজ ম্যাচের শুরুটা ছিল মহম্মদ শামির । অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুবাইয়ের 22 গজে আগুন ঝরালেন ভারতীয় পেসার । 15 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট । উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত যদি পঞ্জাব ফিল্ডাররা ক্যাচ না ফেলতেন । শুরু থেকেই শামির বল খেলতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা । খেলার রাশ হাতে নেওয়া দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেটও নিলেন বাংলার হয়ে খেলা এই পেসার ।

অন্যদিকে অভিজ্ঞ অজিঙ্কা রাহানে নয়, তরুণ পৃথ্বী শ-র উপর ভরসা রাখল দিল্লি । তার খেসারতও দিতে হল । শিখর ধাওয়ানের রান আউটেও রইল পৃথ্বীর ভূমিকা । 9 বল খেলে করলেন মাত্র 5 রান । বাকিরাও এল আর গেল । কিছুটা চেষ্টা করলেন শ্রেয়স আইয়ার আর ঋষভ পন্থ । কিন্তু বড় রান তোলার জন্য সেটা যথেষ্ট ছিল না । শেষ দিকে মার্কাস স্টইনিসের দুরন্ত ক্যামিও দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছাল ৷ 21 বলে করলেন 53 রান ৷ এখন দেখার এই রানের পুঁজি নিয়ে কীভাবে লড়াই করে দিল্লি ক্যাপিটালস ।

দুবাই, 20 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ । দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব । তবে দর্শকরা অপেক্ষা করেছিলেন গেইল বনাম রাবাডার দ্বৈরথ দেখার জন্য। কিন্তু দেখা গেল না ক্রিস গেইলকে । তবে টিভির পর্দায় ভক্তরা দেখলেন মহম্মদ শামির বিক্রম । টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে ডাকেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল । নির্ধারিত ওভারে দিল্লি করল 157 রান । জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন 158 রান ।

আজ ম্যাচের শুরুটা ছিল মহম্মদ শামির । অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুবাইয়ের 22 গজে আগুন ঝরালেন ভারতীয় পেসার । 15 রান দিয়ে তুলে নিলেন 3টি উইকেট । উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত যদি পঞ্জাব ফিল্ডাররা ক্যাচ না ফেলতেন । শুরু থেকেই শামির বল খেলতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা । খেলার রাশ হাতে নেওয়া দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেটও নিলেন বাংলার হয়ে খেলা এই পেসার ।

অন্যদিকে অভিজ্ঞ অজিঙ্কা রাহানে নয়, তরুণ পৃথ্বী শ-র উপর ভরসা রাখল দিল্লি । তার খেসারতও দিতে হল । শিখর ধাওয়ানের রান আউটেও রইল পৃথ্বীর ভূমিকা । 9 বল খেলে করলেন মাত্র 5 রান । বাকিরাও এল আর গেল । কিছুটা চেষ্টা করলেন শ্রেয়স আইয়ার আর ঋষভ পন্থ । কিন্তু বড় রান তোলার জন্য সেটা যথেষ্ট ছিল না । শেষ দিকে মার্কাস স্টইনিসের দুরন্ত ক্যামিও দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছাল ৷ 21 বলে করলেন 53 রান ৷ এখন দেখার এই রানের পুঁজি নিয়ে কীভাবে লড়াই করে দিল্লি ক্যাপিটালস ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.