দুবাই, 8 অক্টোবর : ব্যাটিং ও বোলিং, দু'টি বিভাগেই ভালো পারফরম্যান্স । কিংস ইলেভেন পঞ্জাবকে 69 রানে হারাল সানরাইজ়ার্স হায়দরাবাদ ।
আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজ়ার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ আর ওপেনিং জুটিতে 160 রান তোলেন ওয়ার্নার ও বেয়ারস্টো ৷ 40 বলে 52 রান করেন ওয়ার্নার ৷ মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া করেন বেয়ারস্টো । 55 বলে বিধ্বংসী 97 রান করেন তিনি ৷ তবে হায়দরাবাদের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ না হলে রান আরও বাড়তে পারত । শেষে 10 বলে 20 রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন ৷
![জনি বেয়ারস্ট্রো](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9104665_wb_001.jpg)
কিংস ইলেভেন পঞ্জাবের বোলারদের মধ্যে সফল রবি বিষ্ণোই ও বাংলার আকাশদীপ সিং ৷ তরুণ লেগ স্পিনার বিষ্ণোই নেন 3টি উইকেট ৷ আকাশদীপ নেন 2টি উইকেট ৷
কিংস ইলেভেনের ব্যাটসম্যানদের মধ্যে নিকোলাস পুরান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি । 37 বলে 77 রান করেন পুরান । হায়দরাবাদের হয়ে রশিদ খান 12 রান দিয়ে 3 উইকেট নেন । খলিল আহমেদ ও নটরাজন নেন দু'টি করে উইকেট ।