দুবাই, 16 অক্টোবর : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু ৷ তারপর দুটি ম্যাচে জয় পেলেও পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ফের হারে KKR ৷ তার পরই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বে বদলের দাবি তোলে সমর্থকরা ৷ শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর চাপ আরও বাড়তে থাকে অধিনায়ক দীনেশ কার্তিকের উপর ৷ সেই চাপের মুখেই শেষ পর্যন্ত মরশুমের মাঝপথে অধিনায়কের দায়িত্ব ছাড়লেন কার্তিক ৷ পরিবর্তে অধিনায়ক হলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ শুক্রবার কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একথা ঘোষণা করে ৷
কলকাতা ম্যানেজমেন্টের তরফে কার্তিককে ধন্যবাদ জানানো হয়েছে ৷ একই সঙ্গে মরগ্যানকে শুভেচ্ছা জানানো হয়েছে ৷ প্রায় আড়াই বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন কার্তিক ৷ শুক্রবারই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নতুন অধিনায়কের অধীনে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷
কলকাতার CEO ভেঙ্কি মাইসোরের একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে KKR এর ওয়েবসাইটে ৷ সেখানে তিনি বলেন, ‘‘ আমরা ভাগ্যবান, কার্তিকের মতো অধিনায়ক পেয়েছিলাম ৷ কার্তিক সর্বদা দলের স্বার্থ এগিয়ে রেখেছেন ৷ মরশুমের মাঝ পথে এই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সাহসের দরকার ৷ আমরা ওঁর সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলাম ৷ একই সঙ্গে ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাই ৷ আমরা আরও ভাগ্যবান যে 2019 সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দলের দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন ৷’’
-
📰 "DK and Eoin have worked brilliantly together during this tournament and although Eoin takes over as captain, this is effectively a role swap," says CEO and MD @VenkyMysore #IPL2020 #KKR https://t.co/6dwX45FNg5
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📰 "DK and Eoin have worked brilliantly together during this tournament and although Eoin takes over as captain, this is effectively a role swap," says CEO and MD @VenkyMysore #IPL2020 #KKR https://t.co/6dwX45FNg5
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020📰 "DK and Eoin have worked brilliantly together during this tournament and although Eoin takes over as captain, this is effectively a role swap," says CEO and MD @VenkyMysore #IPL2020 #KKR https://t.co/6dwX45FNg5
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020
তবে অধিনায়কত্ব হাতে পেয়েই কঠিন পরীক্ষার মুখোমুখি ইয়ন মরগ্যান ৷ ফর্মে থাকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজই তাঁকে মাঠে নামতে হচ্ছে ৷ এখনও পর্যন্ত মোটামুটি মরশুম কাটিয়েছে কলকাতা ৷ 7 ম্যাচের 4টি জয় তুলে নিয়েছে ৷ মরগ্যানের কাঁধে তাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ৷
অধিনায়কত্বের পাশাপাশি টুর্নামেন্টেও নিজের ফর্ম খুঁজছেন কার্তিক ৷ একমাত্র KXIP-এর বিরুদ্ধে 58 রানের ইনিংস খেলেছিলেন ৷ তাছাড়া বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে ৷ 7 ম্যাচে এখনও পর্যন্ত 15.42 গড়ে 108 রান করেছেন কার্তিক ৷ অন্যদিকে ব্যাটিং পজিশনে বারংবার পরিবর্তন হওয়া সত্বেও টুর্নামেন্টে এখনও পর্যন্ত 175 রান করেছেন ৷ তাঁর গড় 35 ৷