ETV Bharat / sports

হায়দরাবাদকে হারিয়ে প্রথমবার IPL ফাইনালে দিল্লি - দিল্লি ক্যাপিটালস

প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় রানে হারে দিল্লি ক্যাপিটালস ৷ অন্যদিকে RCB -র বিরুদ্ধে বড় জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের দল ৷ তাই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল SRH ৷ তবে দলের চোট আঘাত সমস্যায় ফেলে ওয়ার্নারদের ৷ ওপেনিংয়ে দুরন্ত খেলা ঋদ্ধিমান সাহার সার্ভিস পায়নি দল ৷

দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস
author img

By

Published : Nov 9, 2020, 1:32 AM IST

আবু ধাবি, 8 নভেম্বর : ফাইনালে দিল্লি ক্যাপিটালস ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদকে 17 রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি শ্রেয়সের দিল্লি ৷ একই সঙ্গে IPL-এ প্রথমবার ফাইনাল খেলবে তারা ৷ গতবছর IPL-এ প্লে অফে খেললেও ফাইনালে যাওয়া হয়নি ৷

প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় রানে হারে দিল্লি ক্যাপিটালস ৷ অন্যদিকে RCB -র বিরুদ্ধে বড় জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের দল ৷ তাই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল SRH ৷ তবে দলের চোট আঘাত সমস্যায় ফেলে ওয়ার্নারদের ৷ ওপেনিংয়ে দুরন্ত খেলা ঋদ্ধিমান সাহার সার্ভিস পায়নি দল ৷

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ শুরুতেই চমক দেয় তারা ৷ রাহানে প্রথম একাদশে থাকলেও ওপেনিং করতে আসেন মার্কাস স্টইনিস ৷ কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের এই চাল দারুন কাজ দেয় ৷ ওপেনিং জুটিতে ওঠে 86 রান ৷ তাও মাত্র 8 ওভারেই ৷

তবে আজ অন্যমেজাজে ছিলেন শিখর ধাওয়ান ৷ 38 রান করে স্টইনিস ফিরলেও অন্যপ্রান্তে দাপট দেখাতে থাকেন দিল্লির গব্বর ৷ প্রথমে শ্রেয়স আইয়ার ও পরে শিমরন হেটমেয়ারকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিনি ৷ 50 বলে যখন 78 করে আউট হলেন তখন দলের রান 180-র দোরগোড়ায় ৷

আজ ব্যর্থ অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 20 বলে তাঁর সংগ্রহ 21 রান ৷ অন্যদিকে হেটমায়ার ক্যামিও খেললেন ৷ 22 বলে 42 রান করে অপরাজিত থাকলেন তিনি ৷

190 রানের টার্গেট নিয়ে শুরুতেই উইকেট হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ মাত্র 12 রানেই প্রথম উইকেট পড়ে ৷ ডেভিড ওয়ার্নার আজ মাত্র 2 রান করেই ফিরলেন ৷ আজ ওপেনিংয়ে বদল হয় সানরাইজ়ার্স দলেও ৷ আজ ওপেনিং করতে নামলেন প্রিয়ম গর্গ ৷ তবে সফল হলেন না তিনি ৷ 12 বলে 17 রান করে ফিরলেন ৷ মণীশ পাণ্ডের সংগ্রহ 14 বলে 21 রান ৷

তবে এরপর দুরন্ত ব্যাটিং করলেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ প্রথমে জেসন হোল্ডার ও পরে আবদুল সামাদকে নিয়ে ইনিংস গড়লেন তিনি ৷

কিন্তু, হায়দরাবাদ যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই আঘাত হানলেন স্টইনিস । আউট করলেন উইলিয়ামসনকে । 45 বলে 67 রান করেন তিনি । এরপর 19 তম ওভারে বল করতে এসে হায়দরাবাদের জয়ের স্বপ্ন ধুলিসাৎ করে দেন রাবাদা । ওই ওভারে নেন তিন উইকেট । শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে হায়দরাবাদ । 17 রানে জিতে প্রথমবার IPL ফাইনালে উঠল দিল্লি । ব্যাটে, বলে দুরন্ত অবদান রেখে ম্যাচের সেরা হলেন স্টইনিস ।

আবু ধাবি, 8 নভেম্বর : ফাইনালে দিল্লি ক্যাপিটালস ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদকে 17 রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি শ্রেয়সের দিল্লি ৷ একই সঙ্গে IPL-এ প্রথমবার ফাইনাল খেলবে তারা ৷ গতবছর IPL-এ প্লে অফে খেললেও ফাইনালে যাওয়া হয়নি ৷

প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় রানে হারে দিল্লি ক্যাপিটালস ৷ অন্যদিকে RCB -র বিরুদ্ধে বড় জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের দল ৷ তাই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল SRH ৷ তবে দলের চোট আঘাত সমস্যায় ফেলে ওয়ার্নারদের ৷ ওপেনিংয়ে দুরন্ত খেলা ঋদ্ধিমান সাহার সার্ভিস পায়নি দল ৷

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ শুরুতেই চমক দেয় তারা ৷ রাহানে প্রথম একাদশে থাকলেও ওপেনিং করতে আসেন মার্কাস স্টইনিস ৷ কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের এই চাল দারুন কাজ দেয় ৷ ওপেনিং জুটিতে ওঠে 86 রান ৷ তাও মাত্র 8 ওভারেই ৷

তবে আজ অন্যমেজাজে ছিলেন শিখর ধাওয়ান ৷ 38 রান করে স্টইনিস ফিরলেও অন্যপ্রান্তে দাপট দেখাতে থাকেন দিল্লির গব্বর ৷ প্রথমে শ্রেয়স আইয়ার ও পরে শিমরন হেটমেয়ারকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিনি ৷ 50 বলে যখন 78 করে আউট হলেন তখন দলের রান 180-র দোরগোড়ায় ৷

আজ ব্যর্থ অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 20 বলে তাঁর সংগ্রহ 21 রান ৷ অন্যদিকে হেটমায়ার ক্যামিও খেললেন ৷ 22 বলে 42 রান করে অপরাজিত থাকলেন তিনি ৷

190 রানের টার্গেট নিয়ে শুরুতেই উইকেট হারায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ মাত্র 12 রানেই প্রথম উইকেট পড়ে ৷ ডেভিড ওয়ার্নার আজ মাত্র 2 রান করেই ফিরলেন ৷ আজ ওপেনিংয়ে বদল হয় সানরাইজ়ার্স দলেও ৷ আজ ওপেনিং করতে নামলেন প্রিয়ম গর্গ ৷ তবে সফল হলেন না তিনি ৷ 12 বলে 17 রান করে ফিরলেন ৷ মণীশ পাণ্ডের সংগ্রহ 14 বলে 21 রান ৷

তবে এরপর দুরন্ত ব্যাটিং করলেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ প্রথমে জেসন হোল্ডার ও পরে আবদুল সামাদকে নিয়ে ইনিংস গড়লেন তিনি ৷

কিন্তু, হায়দরাবাদ যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই আঘাত হানলেন স্টইনিস । আউট করলেন উইলিয়ামসনকে । 45 বলে 67 রান করেন তিনি । এরপর 19 তম ওভারে বল করতে এসে হায়দরাবাদের জয়ের স্বপ্ন ধুলিসাৎ করে দেন রাবাদা । ওই ওভারে নেন তিন উইকেট । শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান করে হায়দরাবাদ । 17 রানে জিতে প্রথমবার IPL ফাইনালে উঠল দিল্লি । ব্যাটে, বলে দুরন্ত অবদান রেখে ম্যাচের সেরা হলেন স্টইনিস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.