ETV Bharat / sports

বিশেষ জার্সি পরে RCB-র বিরুদ্ধে নামল দিল্লি ক্যাপিট্যালস - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

দিল্লি ক্যাপিট্যালসের CEO ধীরজ মলহোত্রা বলেন, ‘‘শেষ কয়েক বছর ধরে JWS গ্রুপ ক্রীড়া ক্ষেত্রে উন্নতিতে যোগদান করেছে ৷ আমাদের দল গর্বের সঙ্গে JWS Paints-এর এই বিশেষ জার্সি পরে RCB-র বিরুদ্ধে মাঠে নেমেছে ৷ তবে এটা শুধুমাত্র দেশের ক্রীড়াক্ষেত্রে JWS গ্রুপের অবদান বোঝানোর জন্য নয়, এটি একতার বার্তাও দেয় ৷’’

DC new jersey
DC new jersey
author img

By

Published : Oct 5, 2020, 10:16 PM IST

দিল্লি, 5 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এক বিশেষ ধরনের জার্সি পরে মাঠে নামল দিল্লি ক্যাপিট্যালস ৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলছে শ্রেয়স আইয়ারের দল ৷

JWS গ্রুপের এক অংশীদার JWS Paints ৷ আর তারাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই ম্যাচটির অংশীদারও বটে ৷ তা প্রদর্শনের জন্যই দিল্লি ক্যাপিট্যালসের ক্রিকেটাররা JWS Paints-এর ই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে ৷

IPL ভারতের স্পোর্টস ইভেন্টগুলির মধ্যে বৃহত্তম ৷ এর বিশাল টিভি দর্শক ও ডিজিটাল দর্শক আছে ৷ JWS Paints এর ম্যানেজিং ডাইরেক্টর পার্থ জিন্দাল বলেন, ‘‘ JWS গ্রুপ নিজেদের ব্র্যান্ড JWS Paints কে জনসমক্ষে প্রদর্শন করার একটি বিশাল সুযোগ হিসেবে দেখে ৷ এটি আমাদের দেশের বিভিন্ন রঙের বৈচিত্রের প্রতীক ৷ সমগ্র ব্যান্ডের সঙ্গে এই নতুন ব্রান্ডের অন্তর্ভুক্তি আমাদের দেশের বৈচিত্রের কথাটি তুলে ধরে ৷ এটি আমাদের ‘‘হার রং হার কিসি কা’’ ক্যাম্পেনকেও সাহায্য করবে ৷’’

দিল্লি ক্যাপিট্যালসের CEO ধীরজ মলহোত্রা বলেন, ‘‘শেষ কয়েক বছর ধরে JWS গ্রুপ ক্রীড়া ক্ষেত্রে ভারতের উন্নতিতে যোগদান করেছে ৷ আমাদের দল গর্বের সঙ্গে JWS Paints-এর এই বিশেষ জার্সি পরে RCB-র বিরুদ্ধে মাঠে নেমেছে ৷ তবে এটা শুধুমাত্র দেশের ক্রীড়াক্ষেত্রে JWS গ্রুপের অবদান বোঝানোর জন্য নয়, এটি একতার বার্তাও দেয় ৷’’

দিল্লি, 5 অক্টোবর : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এক বিশেষ ধরনের জার্সি পরে মাঠে নামল দিল্লি ক্যাপিট্যালস ৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলছে শ্রেয়স আইয়ারের দল ৷

JWS গ্রুপের এক অংশীদার JWS Paints ৷ আর তারাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই ম্যাচটির অংশীদারও বটে ৷ তা প্রদর্শনের জন্যই দিল্লি ক্যাপিট্যালসের ক্রিকেটাররা JWS Paints-এর ই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে ৷

IPL ভারতের স্পোর্টস ইভেন্টগুলির মধ্যে বৃহত্তম ৷ এর বিশাল টিভি দর্শক ও ডিজিটাল দর্শক আছে ৷ JWS Paints এর ম্যানেজিং ডাইরেক্টর পার্থ জিন্দাল বলেন, ‘‘ JWS গ্রুপ নিজেদের ব্র্যান্ড JWS Paints কে জনসমক্ষে প্রদর্শন করার একটি বিশাল সুযোগ হিসেবে দেখে ৷ এটি আমাদের দেশের বিভিন্ন রঙের বৈচিত্রের প্রতীক ৷ সমগ্র ব্যান্ডের সঙ্গে এই নতুন ব্রান্ডের অন্তর্ভুক্তি আমাদের দেশের বৈচিত্রের কথাটি তুলে ধরে ৷ এটি আমাদের ‘‘হার রং হার কিসি কা’’ ক্যাম্পেনকেও সাহায্য করবে ৷’’

দিল্লি ক্যাপিট্যালসের CEO ধীরজ মলহোত্রা বলেন, ‘‘শেষ কয়েক বছর ধরে JWS গ্রুপ ক্রীড়া ক্ষেত্রে ভারতের উন্নতিতে যোগদান করেছে ৷ আমাদের দল গর্বের সঙ্গে JWS Paints-এর এই বিশেষ জার্সি পরে RCB-র বিরুদ্ধে মাঠে নেমেছে ৷ তবে এটা শুধুমাত্র দেশের ক্রীড়াক্ষেত্রে JWS গ্রুপের অবদান বোঝানোর জন্য নয়, এটি একতার বার্তাও দেয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.