আবু ধাবি, 19 অক্টোবর : শুরুর ধস সামলে আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসকে 7 উইকেটে হারাল রাজস্থান রয়্যালস ৷ ব্যাট হাতে রয়্যালসদের জয়ের নায়ক জস বাটলার ৷ যোগ্য সহযোগিতা করলেন অধিনায়ক স্টিভ স্মিথ ৷
জয়ের জন্য দরকার ছিল মাত্র 126 রান ৷ টি-20 ক্রিকেটে যা অত্যন্তই কম ৷ কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস ৷ প্রথম উইকেট পড়ে 26 রানে ৷ ক্লিন বোল্ড করে বেন স্টোকসকে ফেরান দীপক চাহার ৷ 11 বলে 19 রান করলেন স্টোকস ৷ তারপরই প্যাভিলিয়নের রাস্তা ধরেন আর এক ওপেনার রবিন উথাপ্পা ৷ তাঁর সংগ্রহ মাত্র 4 রান ৷ এদিন খাতাই খুলতে পারলেন না রাজস্থানের অন্যতম ভরসা সঞ্জু স্যামসন ৷ তাঁকেও ফেরালেন চাহার ৷
তবে তারপর দায়িত্ব নিয়ে ম্যাচ ঘরে তুললেন স্টিভ স্মিথ ও জয় বাটলার ৷ দু’জনে গড়লেন অবিচ্ছিন্ন 98 রানের পার্টনারশিপ ৷ তবে তার মধ্যে অবদান বেশি জস বাটলারের ৷ 48 বলে ইংলিশ ব্যাটসম্যান করলেন অপরাজিত 70 রান ৷ স্মিথ করলেন অপরাজিত 26 রান ৷ ধোনির দলের হয়ে দীপক চাহার নিলেন 2টি উইকেট ৷ কিন্তু তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷
চলতি টুর্নামেন্টে 9 ম্যাচে মাত্র 3টিতে জয় ৷ পয়েন্ট টেবিলের বর্তমানে সপ্তম স্থানে চেন্নাই সুপার কিংস ৷ অন্যদিকে একই অবস্থা রাজস্থান রয়্যালসের ৷ 9 ম্যাচে তারাও জিতেছে 3টি ম্যাচ ৷ ফলে দুই দলের কাছেই কার্যত ডু অর ডাই ম্যাচ ৷ এমন পরিস্থিতিতে খেলতে নেমে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে ধোনি ব্রিগেডের সংগ্রহ মাত্র 125 রান ৷
আজও চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নামেন স্যাম কুরান ও ফাফ ডুপ্লেসি ৷ কিন্তু কোনও কিছুই যেন চলতি টুর্নামেন্টে ঠিক চলছে না চেন্নাইয়ের ৷ দলের রান যখন 13, আর্চারের বলে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ডুপ্লেসি ৷ মাঠে নামেন শেন ওয়াটসন ৷ তিনিও ব্যর্থ হন ৷ করেন মাত্র 8 রান ৷ শুরুটা 2টি চার দিয়ে করলেও কার্তিক ত্যাগীর তৃতীয় বলেই ফেরেন তিনি ৷
তারপর ইনিংস সামলানোর চেষ্টা করেন স্যাম কুরান ও আম্বাতি রায়ডু ৷ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের পার্টনারশিপ ৷ ব্যক্তিগত 22 রানে ফেরেন স্যাম কুরান ৷ দলের খাতায় আর 3 রান যোগ হওয়ার পরই ফিরতে হয় আম্বাতি রায়ডুকেও ৷ 19 বলে তাঁর সংগ্রহ 13 ৷
এরপর চেন্নাইয়ের ইনিংস কিছুটা হলেও সামলান মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা ৷ দু’জনে 51 রানের পার্টনারশিপ গড়েন ৷ কিন্তু ব্যক্তিগত 28 রানে আর্চার ও সঞ্জু স্যামসনের যুগলবন্দিতে রান আউট হয়ে ফেরেন মহেন্দ্র সিং ধোনি ৷ শেষ পর্যন্ত লড়াই করেন রবীন্দ্র জাদেজা ৷ 30 বলে 35 রান করে অপরাজিত থাকেন তিনি ৷
ভালো বোলিং করেন রাজস্থান বোলাররা ৷ আর্চার, ত্যাগী, গোপাল ও তেওয়াটিয়া একটি করে উইকেট নেন ৷ তবে সবাইকে ছাপিয়ে গেলেন শ্রেয়স গোপাল ৷ 4 ওভারে তিনি খরচ করলেন মাত্র 14 রান ৷