ETV Bharat / sports

জিতল CSK, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল পঞ্জাব - কিংস ইলেভেন পঞ্জাব

আগেই প্লে অফের দৌড় শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ৷ IPL-2020 শেষ ম্যাচে প্লে অফের হিসেব পালটে দিল CSK ৷

CSK vs KXIP
CSK vs KXIP
author img

By

Published : Nov 1, 2020, 7:30 PM IST

আবু ধাবি, 1 নভেম্বর : জয় দিয়েই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করল চেন্নাই সুপার কিংস ৷ একই সঙ্গে ম্যাচ শুরুর আগে কিছুটা অক্সিজেন পেল কলকাতা নাইট রাইডার্স ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে 9 উইকেটে লোকেশ রাহুলদের হারাল CSK ৷ ম্যাচ জয়ের নায়ক রুতুরাজ গাইকোয়াড় ৷ আজ ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে থেকে গেল পঞ্জাবও ।

আগেই প্লে অফের দৌড় শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ৷ IPL-2020 শেষ ম্যাচে প্লে অফের হিসেব পালটে দিল CSK ৷ প্রথমে ভালো বোলিং ও রান তাড়া করতে মেনে দুরন্ত ব্যাটিং, পঞ্জাবের দুরন্ত দৌড়ের ইতি ঘোষণা করে দিল ৷

প্রথম দিকে বোলারদের দুরন্ত বোলিং লুঙ্গি এনগিডির ৷ একাই তুলে নিলেন 3টি উইকেট ৷ পঞ্জাবকে আটকে দিলেন 153 রানে ৷ জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ভালো ব্যাটিং ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ দুই ওপেনার 82 রানের পার্টনারশিপ গড়েন ৷ 48 রান করে ক্রিস জর্ডনের বলে আউট হয়ে ফিরতে হল ফাফ ডুপ্লেসিকে ৷ কিন্তু ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন রুতুরাজ ৷ 49 বলে 62 রান করে অপরাজিত থাকলেন তিনি ৷ অম্বাতি রায়ডু করলেন অপরাজিত 30 রান ৷ পঞ্জাবের হয়ে একটিমাত্র উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডন ৷

আজ পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল ভালো শুরু করেন ৷ দু’জন জুটিতে 48 রান করেন ৷ 15 বলে 26 রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হয়ে ফেরেন ময়ঙ্ক ৷ শেষ কয়েকটি ম্যাচে ভয়ংকর দেখাচ্ছিল ক্রিস গেইলকে ৷ শেষ ম্যাচেই এক রানের জন্য শতরান করতে পারেননি ইউনিভার্স বস ৷ কিন্তু আজ তাঁকে স্পিনের যাদুতে আটকে দিলেন অভিজ্ঞ ইমরান তাহির ৷ 19 বলে গেইলের সংগ্রহ 12 ৷

ময়ঙ্ক আউট হওয়ার পর সেই লুঙ্গি এনগিডির বলেই বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল ৷ আজ তিনি করেন 27 বলে 29 রান ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ নিকোলাস পুরাণও ৷ তাঁর সংগ্রহ 2 ৷ শার্দূল ঠাকুরের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ কলকাতা ম্যাচের হিরো ছিলেন মনদীপ সিং ৷ তবে আজ তিনিও ব্যর্থ ৷ করলেন 14 রান ৷

কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস টানেন দীপক হুড্ডা ৷ মাত্র 30 বলে খেললেন 62 রানের ইনিংস ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি ৷চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো বোলিং করলেন লুঙ্গি এনগিডি ৷ 4 ওভারে 39 রান দিয়ে 3 উইকেট তুলে নিলেন তিনি ৷ একটি করে উইকেট নিলেন শার্দূল ঠাকুর, ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজা ৷

আবু ধাবি, 1 নভেম্বর : জয় দিয়েই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করল চেন্নাই সুপার কিংস ৷ একই সঙ্গে ম্যাচ শুরুর আগে কিছুটা অক্সিজেন পেল কলকাতা নাইট রাইডার্স ৷ শেখ জায়েদ স্টেডিয়ামে 9 উইকেটে লোকেশ রাহুলদের হারাল CSK ৷ ম্যাচ জয়ের নায়ক রুতুরাজ গাইকোয়াড় ৷ আজ ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে থেকে গেল পঞ্জাবও ।

আগেই প্লে অফের দৌড় শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের ৷ IPL-2020 শেষ ম্যাচে প্লে অফের হিসেব পালটে দিল CSK ৷ প্রথমে ভালো বোলিং ও রান তাড়া করতে মেনে দুরন্ত ব্যাটিং, পঞ্জাবের দুরন্ত দৌড়ের ইতি ঘোষণা করে দিল ৷

প্রথম দিকে বোলারদের দুরন্ত বোলিং লুঙ্গি এনগিডির ৷ একাই তুলে নিলেন 3টি উইকেট ৷ পঞ্জাবকে আটকে দিলেন 153 রানে ৷ জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ভালো ব্যাটিং ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ দুই ওপেনার 82 রানের পার্টনারশিপ গড়েন ৷ 48 রান করে ক্রিস জর্ডনের বলে আউট হয়ে ফিরতে হল ফাফ ডুপ্লেসিকে ৷ কিন্তু ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন রুতুরাজ ৷ 49 বলে 62 রান করে অপরাজিত থাকলেন তিনি ৷ অম্বাতি রায়ডু করলেন অপরাজিত 30 রান ৷ পঞ্জাবের হয়ে একটিমাত্র উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডন ৷

আজ পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল ভালো শুরু করেন ৷ দু’জন জুটিতে 48 রান করেন ৷ 15 বলে 26 রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হয়ে ফেরেন ময়ঙ্ক ৷ শেষ কয়েকটি ম্যাচে ভয়ংকর দেখাচ্ছিল ক্রিস গেইলকে ৷ শেষ ম্যাচেই এক রানের জন্য শতরান করতে পারেননি ইউনিভার্স বস ৷ কিন্তু আজ তাঁকে স্পিনের যাদুতে আটকে দিলেন অভিজ্ঞ ইমরান তাহির ৷ 19 বলে গেইলের সংগ্রহ 12 ৷

ময়ঙ্ক আউট হওয়ার পর সেই লুঙ্গি এনগিডির বলেই বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল ৷ আজ তিনি করেন 27 বলে 29 রান ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ নিকোলাস পুরাণও ৷ তাঁর সংগ্রহ 2 ৷ শার্দূল ঠাকুরের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ কলকাতা ম্যাচের হিরো ছিলেন মনদীপ সিং ৷ তবে আজ তিনিও ব্যর্থ ৷ করলেন 14 রান ৷

কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস টানেন দীপক হুড্ডা ৷ মাত্র 30 বলে খেললেন 62 রানের ইনিংস ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি ৷চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো বোলিং করলেন লুঙ্গি এনগিডি ৷ 4 ওভারে 39 রান দিয়ে 3 উইকেট তুলে নিলেন তিনি ৷ একটি করে উইকেট নিলেন শার্দূল ঠাকুর, ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.