দুবাই, 20 সেপ্টেম্বর : শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷ প্রথম ম্যাচেই অভিজ্ঞতা টেক্কা দিয়েছে তারুণ্যকে ৷ তাই দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং মনে করছেন তরুণ দিল্লি দলে আজিঙ্কা রাহানের অভিজ্ঞতা ক্যাপিটালসদের শক্তি বাড়াবে ৷ তাঁর মতে রাহানের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ের গভীরতা বাড়াবে । কিন্তু তিনি এটাও মনে করিয়ে দিতে চান, রাহানের আগমনে দলের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে ।
গতবছর প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস । আজ তারা 2020 সালের টুর্নামেন্ট শুরু করছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে । তার আগে কোচ পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলছেন, রাহানে ও অশ্বিন তরুণ দলে অভিজ্ঞতার সঞ্চার করেছেন ।
তবে রাহানের প্রশংসা করলেও প্রথম এগারোয় তাঁর সুযোগ পাওয়া নিয়ে মুখ খোলেননি পন্টিং । সম্ভবত প্রথম ম্যাচে দলের বাইরেই থাকতে হতে পারে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ককে । কারণ দিল্লির প্রথম পাঁচ ব্যাটসম্যান প্রায় পাকা । ওপেন করবেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ । তিনে শ্রেয়স, চারে পান্থ ও পাঁচে শিমরান হেটমায়ার । এছাড়া দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্স ক্যারিও পন্টিংয়ের চিন্তাভাবনার মধ্যে আছেন ।
আরও পড়ুন :IPL 2020 : তারুণ্যের বিরুদ্ধে অভিজ্ঞতার জয় এল কোন পথে ?
রাহানের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়ে পন্টিং বলেন , " প্রত্যেকের মতো শিখরের শেষ মরশুমটা দারুণ কেটেছে। পৃথ্বী ট্রেনিংয়ে দুরন্ত ফর্ম দেখিয়েছে । শেষ 12 মাস ভারতের জাতীয় দলে শ্রেয়স দারুণ পারফর্ম করেছে । এছাড়া আমাদের কাছে পন্থ, হেটমেয়ার ও অ্যালেক্স ক্যারি আছে । তাই আমাদের দলে ডানহাতি ও বাঁ হাতির একটা দারুন মিশ্রণ আছে । আমাদের সমস্ত দিক তৈরি ।"
পন্টিং আরও মনে করেন, উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ গত সপ্তাহ থেকে ভালো শেপে আছে । তিনি এই বাঁ হাতি ব্যাটসম্যানের থেকে আরও একটা ভালো মরশুমের অপেক্ষায় আছেন ।
পন্টিং বলেন, " দিল্লি ক্যাপিটালসে আমরা একটা কোচিং গ্রুপ হিসেবে ক্রিকেটারদের উপর বাড়তি চাপ দিই না । আমরা তাদের থেকে যতটা পারি চাপ কমানোর চেষ্টা করি । আমরা কখনও তাদের থেকে সেটা দাবি করি না যেটা তারা নিজেরাও ভাবে পারবে না ।" মোট 60 টি ম্যাচের 24 টি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়ার কথা । তাই পন্টিং নিশ্চিত, শেষের দিকে পিচ স্লো হয়ে যাবে । তখন স্পিনাররা সুবিধা পাবে ।