ETV Bharat / sports

"2020 হোক তেওয়াটিয়ার মতো", টুইটারের বায়ো বদল রাজস্থানের - কিংস ইলেভেন পঞ্জাব

প্রথম দিকে ফর্ম খুঁজে বেড়াছিলেন তেওয়াটিয়া ৷ 19 বল খেলে করেছিলেন মাত্র 8 রান ৷ সেখান থেকেই পটপরিবর্তন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম অর্ধশতরান করে রাজস্থানকে ম্যাচ জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেন তিনি ৷

রাহুল তেওয়াটিয়া
রাহুল তেওয়াটিয়া
author img

By

Published : Sep 28, 2020, 7:10 PM IST

দুবাই, 28 সেপ্টেম্বর : রাহুল তেওয়াটিয়ার ম্যাচ জেতানো ইনিংসের সম্মান দিতে অভিনব ভাবনা রাজস্থান রয়্যালসের ৷ নিজেদের টুইটার হ্যান্ডেলের বায়ো পরিবর্তন করল রাজস্থানের এই দলটি ৷ 27 বছরের এই অলরাউন্ডার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ৷ শেলডন কাটরেলের এক ওভারে 5টি ছক্কা হাঁকিয়েছেন তিনি ৷

অথচ প্রথম দিকে ফর্ম খুঁজে বেড়াছিলেন তেওয়াটিয়া ৷ 19 বল খেলে করেছিলেন মাত্র 8 রান ৷ সেখান থেকেই পটপরিবর্তন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম অর্ধশতরান করে রাজস্থানকে ম্যাচ জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেন তিনি ৷ তাঁর ইনিংসের সৌজন্যেই 223 রান তাড়া করতে নেমে 3 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তোলে স্টিভ স্মিথের দল ৷

রাজস্থানের টুইটার বায়ো বদল করে লেখা হয়েছে , ‘‘আশা করি 2020 সাল রাহুল তেওয়াটিয়ার মতো হোক ৷’’ কোরোনার জেরে 2020 সালে বিধ্বস্ত বিশ্ব । এতদিন ভালো না গেলেও বছরের শেষটা তেওয়াটিয়ার মতো ঘুরে দাঁড়াবে বলে আশা ।

রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালসের টুইটার হ্যান্ডেল

223 রান তাড়া করতে নেমে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে চার উইকেটে হারায় রাজস্থান রয়্যালস। রয়্যালসের হয়ে সাঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ এবং রাহুল তেওয়াটিয়া 50 এর বেশি রান করেন ৷ তাদের ব্যাটিংয়ের সৌজন্যেই KXIPকে 4 উইকেটে হারায় রাজস্থান ৷

চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুর দিকে বলে টাইমিং করতে পারছিলেন না তেওয়াটিয়া ৷ যদিও শেলডন কাটরেলের 18 তম ওভারে 5টি ছক্কা হাঁকিয়ে নিজেদের দিকে ম্যাচ ঘুরিয়ে নেয় রাহুল ৷ নিজে করেন 53 রান ৷

RR তাদের দুটি ম্যাচেই 200 রানের গণ্ডি পার করেছে ৷ তাদের টুর্নামেন্ট শুরুর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 32 বলে 74 রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন ৷ দলকে নির্ধারিত 20 ওভারে 216 রান তুলতে সাহায্য করে ৷ রবিবার জয়ের জন্য রাজস্থানের 224 রান দরকার ছিল ৷ এখানেও 85 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে করা প্রথম শতরান বৃথা গেল ময়ঙ্ক আগরওয়ালের ৷ 50 বলে 106 রানের ইনিংস খেলে আগরওয়াল ৷ তার মধ্যে আছে 10 টি চার ও 7টি ছয় ৷

দুবাই, 28 সেপ্টেম্বর : রাহুল তেওয়াটিয়ার ম্যাচ জেতানো ইনিংসের সম্মান দিতে অভিনব ভাবনা রাজস্থান রয়্যালসের ৷ নিজেদের টুইটার হ্যান্ডেলের বায়ো পরিবর্তন করল রাজস্থানের এই দলটি ৷ 27 বছরের এই অলরাউন্ডার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ৷ শেলডন কাটরেলের এক ওভারে 5টি ছক্কা হাঁকিয়েছেন তিনি ৷

অথচ প্রথম দিকে ফর্ম খুঁজে বেড়াছিলেন তেওয়াটিয়া ৷ 19 বল খেলে করেছিলেন মাত্র 8 রান ৷ সেখান থেকেই পটপরিবর্তন ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম অর্ধশতরান করে রাজস্থানকে ম্যাচ জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেন তিনি ৷ তাঁর ইনিংসের সৌজন্যেই 223 রান তাড়া করতে নেমে 3 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তোলে স্টিভ স্মিথের দল ৷

রাজস্থানের টুইটার বায়ো বদল করে লেখা হয়েছে , ‘‘আশা করি 2020 সাল রাহুল তেওয়াটিয়ার মতো হোক ৷’’ কোরোনার জেরে 2020 সালে বিধ্বস্ত বিশ্ব । এতদিন ভালো না গেলেও বছরের শেষটা তেওয়াটিয়ার মতো ঘুরে দাঁড়াবে বলে আশা ।

রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালসের টুইটার হ্যান্ডেল

223 রান তাড়া করতে নেমে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে চার উইকেটে হারায় রাজস্থান রয়্যালস। রয়্যালসের হয়ে সাঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ এবং রাহুল তেওয়াটিয়া 50 এর বেশি রান করেন ৷ তাদের ব্যাটিংয়ের সৌজন্যেই KXIPকে 4 উইকেটে হারায় রাজস্থান ৷

চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুর দিকে বলে টাইমিং করতে পারছিলেন না তেওয়াটিয়া ৷ যদিও শেলডন কাটরেলের 18 তম ওভারে 5টি ছক্কা হাঁকিয়ে নিজেদের দিকে ম্যাচ ঘুরিয়ে নেয় রাহুল ৷ নিজে করেন 53 রান ৷

RR তাদের দুটি ম্যাচেই 200 রানের গণ্ডি পার করেছে ৷ তাদের টুর্নামেন্ট শুরুর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 32 বলে 74 রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন ৷ দলকে নির্ধারিত 20 ওভারে 216 রান তুলতে সাহায্য করে ৷ রবিবার জয়ের জন্য রাজস্থানের 224 রান দরকার ছিল ৷ এখানেও 85 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে করা প্রথম শতরান বৃথা গেল ময়ঙ্ক আগরওয়ালের ৷ 50 বলে 106 রানের ইনিংস খেলে আগরওয়াল ৷ তার মধ্যে আছে 10 টি চার ও 7টি ছয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.