ETV Bharat / sports

’’তেন্ডুলকর ও কোহলির চেয়েও ধোনি বেশি জনপ্রিয়’’ - IPL 2020

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কয়েকদিন আগেই । সেই মহেন্দ্র সিং ধোনিকে তেন্ডুলকর ও কোহলির থেকে বেশি জনপ্রিয় বলে মনে করেন সুনীল গাভাসকারের ।

Mahendra Shingh Dhoni
Mahendra Shingh Dhoni
author img

By

Published : Sep 20, 2020, 12:00 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির থেকেও বেশি জনপ্রিয় মহেন্দ্র সিং ধোনি । মত সুনীল গাভাসকারের ।

তিনি বলেন, "মহেন্দ্র সিং ধোনি যেহেতু রাঁচি থেকে এসেছে যেখানে ক্রিকেট কালচার তেমন নেই তাই সমগ্র ভারত তাঁকে ভালোবাসে ৷ তেন্ডুলকরের জন্য মুম্বই ও কলকাতা রয়েছে , কোহলির জন্য দিল্লি ও বেঙ্গালুরু রয়েছে ৷ কিন্তু যখন ধোনির কথা বলা হয় তখন পুরো ভারতের কথাই উঠে আসে ৷ "

গতকাল থেকে আবু ধাবিতে শুরু হয়েছে এই বছরের IPL ৷ গতকাল প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপারকিংস ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় 436 দিন পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে গতকাল মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

আবু ধাবি, 20 সেপ্টেম্বর : সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির থেকেও বেশি জনপ্রিয় মহেন্দ্র সিং ধোনি । মত সুনীল গাভাসকারের ।

তিনি বলেন, "মহেন্দ্র সিং ধোনি যেহেতু রাঁচি থেকে এসেছে যেখানে ক্রিকেট কালচার তেমন নেই তাই সমগ্র ভারত তাঁকে ভালোবাসে ৷ তেন্ডুলকরের জন্য মুম্বই ও কলকাতা রয়েছে , কোহলির জন্য দিল্লি ও বেঙ্গালুরু রয়েছে ৷ কিন্তু যখন ধোনির কথা বলা হয় তখন পুরো ভারতের কথাই উঠে আসে ৷ "

গতকাল থেকে আবু ধাবিতে শুরু হয়েছে এই বছরের IPL ৷ গতকাল প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপারকিংস ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় 436 দিন পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে গতকাল মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.