ETV Bharat / sports

পঞ্জাবকে 10 উইকেটে হারাল CSK - আজকের পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচ

CSK-র দুই ওপেনার প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন । 17.4 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় CSK । ফর্মে ফিরলেন ওয়াটসন ।

IPL 2020
10 উইকেটে জিতল চেন্নাই
author img

By

Published : Oct 5, 2020, 7:06 AM IST

দুবাই, 5 অক্টোবর : একজনের প্রথম চার ম্যাচে মোট রান 52 । অন্যজন এবারের IPL-এ প্রথম থেকেই ছন্দে রয়েছেন । আর এই দু'জনের ব্যাটিংয়ে ভর করে পঞ্জাবকে 10 উইকেটে হারাল CSK । প্রথম জন শেন ওয়াটসন । দ্বিতীয় জন ফাফ ডুপ্লেসি । তাঁর উপর ভরসা রেখে দল যে ভুল করেনি, তা বোঝালেন ওয়াটসন । ফর্মে ফেরার ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচও তিনি । আর তিন ম্যাচ হারার পর জয়ের ট্র্যাকে ফিরে পয়েন্ট টেবিলে 2 ধাপ উপরে উঠল ধোনির দল । 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখন তারা 6 নম্বরে ।

প্রথম চার ম্যাচে ওয়াটসন করেছিলেন যথাক্রমে 4, 33, 14, 1 । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া 39 বছরের ওয়াটসনকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু, অজ়ি ওপেনারের উপর আস্থা হারাননি CSK অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । অধিনায়কের আস্থারই যেন কাল মর্যাদা দিলেন ওয়াটসন । আর এবারের IPL-এ প্রথম ম্যাচ থেকে CSK-র ভরসার পাত্র ডুপ্লেসি । প্রথম চার ম্যাচে করেছেন যথাক্রমে 58, 72, 43, 22।

গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের 178 রান তাড়া করতে নেমে CSK-র দুই ওপেনার প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন । একের পর এক বল বাউন্ডারির বাইরে আছড়ে পড়ে । মনে হচ্ছিল কে কত দ্রুত রান তুলতে পারে, তার প্রতিযোগিতায় নেমেছেন CSK-র দুই ওপেনার । শেষপর্যন্ত দু'জনেই 53 বল খেললেন । রানও করলেনে কাছাকাছি । ওয়াটসন করলেন 83 রান । আর ডুপ্লেসি অপরাজিত থাকলেন 87 রানে । 17.4 ওভারে 10 উইকেটে জিতে যায় CSK ।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল । পঞ্জাবের দুই ওপেনার রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল অন্য ম্যাচের মতো বিধ্বংসী ব্যাটিং করতে পারলেন না । প্রথম উইকেট পড়ল 8.1 ওভারে । কিন্তু, রান হল 61 । 19 বলে 26 রান করে আউট হন আগরওয়াল । আর 17.2 ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন রাহুল । খেললেন 52 বল । তবে অন্য দিনের মতো তাঁর ব্যাট জ্বলে উঠল না । করলেন 63 রান । শেষপর্যন্ত 4 উইকেটে 178 রান করে পঞ্জাব । তার মধ্যে নিকোলাস পুরানের 17 বলে 32 রানের ঝোড়ো ইনিংস রয়েছে ।

একদিকে 3 ম্যাচ হারের পর জিতল CSK । অন্যদিকে পরপর তিন ম্যাচ হারল পঞ্জাব । পয়েন্ট টেবিলেও যেখানে CSK দু'ধাপ উপরে উঠল । সেখানে 5 ম্যাচে একটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের শেষে গেল পঞ্জাব ।

দুবাই, 5 অক্টোবর : একজনের প্রথম চার ম্যাচে মোট রান 52 । অন্যজন এবারের IPL-এ প্রথম থেকেই ছন্দে রয়েছেন । আর এই দু'জনের ব্যাটিংয়ে ভর করে পঞ্জাবকে 10 উইকেটে হারাল CSK । প্রথম জন শেন ওয়াটসন । দ্বিতীয় জন ফাফ ডুপ্লেসি । তাঁর উপর ভরসা রেখে দল যে ভুল করেনি, তা বোঝালেন ওয়াটসন । ফর্মে ফেরার ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচও তিনি । আর তিন ম্যাচ হারার পর জয়ের ট্র্যাকে ফিরে পয়েন্ট টেবিলে 2 ধাপ উপরে উঠল ধোনির দল । 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখন তারা 6 নম্বরে ।

প্রথম চার ম্যাচে ওয়াটসন করেছিলেন যথাক্রমে 4, 33, 14, 1 । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া 39 বছরের ওয়াটসনকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু, অজ়ি ওপেনারের উপর আস্থা হারাননি CSK অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । অধিনায়কের আস্থারই যেন কাল মর্যাদা দিলেন ওয়াটসন । আর এবারের IPL-এ প্রথম ম্যাচ থেকে CSK-র ভরসার পাত্র ডুপ্লেসি । প্রথম চার ম্যাচে করেছেন যথাক্রমে 58, 72, 43, 22।

গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের 178 রান তাড়া করতে নেমে CSK-র দুই ওপেনার প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন । একের পর এক বল বাউন্ডারির বাইরে আছড়ে পড়ে । মনে হচ্ছিল কে কত দ্রুত রান তুলতে পারে, তার প্রতিযোগিতায় নেমেছেন CSK-র দুই ওপেনার । শেষপর্যন্ত দু'জনেই 53 বল খেললেন । রানও করলেনে কাছাকাছি । ওয়াটসন করলেন 83 রান । আর ডুপ্লেসি অপরাজিত থাকলেন 87 রানে । 17.4 ওভারে 10 উইকেটে জিতে যায় CSK ।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল । পঞ্জাবের দুই ওপেনার রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল অন্য ম্যাচের মতো বিধ্বংসী ব্যাটিং করতে পারলেন না । প্রথম উইকেট পড়ল 8.1 ওভারে । কিন্তু, রান হল 61 । 19 বলে 26 রান করে আউট হন আগরওয়াল । আর 17.2 ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন রাহুল । খেললেন 52 বল । তবে অন্য দিনের মতো তাঁর ব্যাট জ্বলে উঠল না । করলেন 63 রান । শেষপর্যন্ত 4 উইকেটে 178 রান করে পঞ্জাব । তার মধ্যে নিকোলাস পুরানের 17 বলে 32 রানের ঝোড়ো ইনিংস রয়েছে ।

একদিকে 3 ম্যাচ হারের পর জিতল CSK । অন্যদিকে পরপর তিন ম্যাচ হারল পঞ্জাব । পয়েন্ট টেবিলেও যেখানে CSK দু'ধাপ উপরে উঠল । সেখানে 5 ম্যাচে একটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের শেষে গেল পঞ্জাব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.