দুবাই, 6 নভেম্বর : বুমরা-বোল্ট জুটির দাপটে IPL 2020-র ফাইনালে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স । IPL-এর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 57 রানে জয় পায় তারা ।
যদিও আরও একটি সুযোগ পাবে দিল্লি ক্যাপিটালস । রবিবার কোয়ালিফায়ার টু-এ এলিমিনেটরের বিজয়ীদের বিরুদ্ধে মাঠে নামবে তারা । এদিকে এলিমিনেটরে আজ আবু ধাবিতে মুখোমুখি সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷
-
#TFW when you make it to two successive @IPL finals 💙#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #MIvDC @KieronPollard55 pic.twitter.com/dGgXHKMBBG
— Mumbai Indians (@mipaltan) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TFW when you make it to two successive @IPL finals 💙#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #MIvDC @KieronPollard55 pic.twitter.com/dGgXHKMBBG
— Mumbai Indians (@mipaltan) November 5, 2020#TFW when you make it to two successive @IPL finals 💙#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #MIvDC @KieronPollard55 pic.twitter.com/dGgXHKMBBG
— Mumbai Indians (@mipaltan) November 5, 2020
গতকাল নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 200 রান তোলে মুম্বই । জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 143 রানেই আটকে যায় দিল্লি । প্রথম দুই ওভারে কোনও রান তোলার আগেই দিল্লির তিন ব্যাটসম্যানকে আউট করেন মুম্বইয়ের দুই পেসার জশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট । ইনিংসের দ্বিতীয় বলেই দিল্লিকে বেকায়দায় ফেলে ওপেনার পৃথ্বী শ-কে আউট করেন বোল্ট এবং পঞ্চম বলে আউট হন অজিঙ্কা রাহানে ।
-
An all-round performance by #MumbaiIndians as they beat #DelhiCapitals by 57 runs and march into the #Dream11IPL final 🔝🔥👏#MIvDC pic.twitter.com/el0nvnT58A
— IndianPremierLeague (@IPL) November 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An all-round performance by #MumbaiIndians as they beat #DelhiCapitals by 57 runs and march into the #Dream11IPL final 🔝🔥👏#MIvDC pic.twitter.com/el0nvnT58A
— IndianPremierLeague (@IPL) November 5, 2020An all-round performance by #MumbaiIndians as they beat #DelhiCapitals by 57 runs and march into the #Dream11IPL final 🔝🔥👏#MIvDC pic.twitter.com/el0nvnT58A
— IndianPremierLeague (@IPL) November 5, 2020
14 রান দিয়ে 4 উইকেট নেন বুমরা । 9 রানে 2 উইকেট নেন বোল্ট । 1টি করে উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া ও পোলার্ড । ম্যাচের সেরা জশপ্রীত বুমরা । এদিকে এটিকে নিজেদের "সেরা পারফরম্যান্স" বললেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । তিনি বলেন, "প্রথমে রানের টার্গেট দিলে সবসময়ই বিপক্ষের উপর সেই টার্গেট পূরণ করার অতিরিক্ত চাপ থাকে এবং অবশ্যই টুর্নামেন্টে দুর্দান্ত জায়গায় রয়েছে আমাদের বোলিং ইউনিট । দলের পাররম্যান্স এবং আজ আমরা যেভাবে খেললাম তা একেবারে নিখুঁত ছিল । এটাই সম্ভবত মরশুমে আমাদের সেরা পারফরম্যান্স ।"