কলকাতা, 13 এপ্রিল : জয়পুরে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচের শেষ ওভারে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্ক করায় বিতর্কে জড়িয়েছেন ক্যাপ্টেন কুল ধোনি। অবশ্য কলকাতার বিরুদ্ধে ইডেনে ম্যাচ জেতার পর দিল্লির মেন্টর সৌরভ গঙ্গুলি জানিয়ে দিলেন বিষয়টি নিয়ে তিনি ধোনির পাশে। সৌরভ বলেন, "খেলোয়াড়রা তো সকলেই মানুষ। ধোনিও তো মানুষই। তবে আমার ধোনির এই প্রতিযোগিতামূলক মানসিকতাটা বেশ লেগেছে।"
IPL-এ ক্যাপ্টেন হিসেবে ১০০ তম ম্যাচে জয়ের দিন নো বলের সিদ্ধান্ত CSK-র পক্ষে না যাওয়ায় আম্পায়ার উলহাস গান্ধে এবং ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। IPL কোড অফ কন্ডাক্ট-এর ২.২০ ধারা লঙ্ঘন করায় ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা হয়েছে CSK অধিনায়কের। পাশাপাশি ক্রিকেট মহলে ঘটনাটি আলোচিত হচ্ছে।
এবারের IPL-এ নো বল বিতর্ক দেখা গেছিল মুম্বই-বেঙ্গালুরু ম্যাচেও। সেই ম্যাচে লাসিথ মালিঙ্গার শেষ বলটি নো বল ছিল। অবশ্য তা আম্পায়ারের দৃষ্টি এড়িয়ে যায়। সেদিন অবশ্য RCB অধিনায়ক গোটা বিষয়টি নিয়ে মাঠের বাইরেই মেজাজ হারিয়েছিলেন। ধোনির মতো মাঠে ঢুকে পড়েননি। প্রযুক্তি থাকা সত্ত্বেও এই ধরনের ভুল কী করে হয় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোহলি।