ETV Bharat / sports

অশ্বিনের রান আউটে কোনও ভুল নেই : MCC - Mankad Controversy

রবিচন্দ্রন অশ্বিনের ম্যাঁকড় রান আউট নিয়ে বিতর্কের শেষ নেই। যদিও অশ্বিনের পাশেই দাঁড়াল MCC।

রবিচন্দ্রন অশ্বিন (ফোটো সৌজন্য IPL)
author img

By

Published : Mar 27, 2019, 10:28 AM IST

মোহালি, ২৭ মার্চ : রবিচন্দ্রন অশ্বিনের 'ম্যাঁকড়' রান আউট নিয়ে বিতর্ক চলছেই। শুধু রাজস্থান রয়্যালস নয়, অন্যান্য দলের খেলোয়াড়রাও একে স্পোর্টসম্যানশিপের পরিপন্থী হিসেবে দেখছেন। তবে, অশ্বিন নিজে এবিষয়ে কোনও ভুল খুঁজে পাননি। এক মত কিংস ইলেভেন পঞ্জাব কর্তৃপক্ষের। এবার অশ্বিনের পক্ষেই মত দিল মারিলবোন ক্রিকেট ক্লাব (MCC)। MCC-ই ক্রিকেটের আইনকানুন তৈরি করে।

ম্যাঁকড় রানআউট নিয়ে বিতর্কের পর তারা একটি বিজ্ঞপ্তি জারি করে। জানায়, এই আউট বিধিসম্মত। এবং জরুরি। নাহলে নন-স্ট্রাইকার স্বাধীনতা পেয়ে যাবেন। ক্রিজ় ছেড়ে মাঝপথেও চলে যেতে পারেন। এই ঘটনা রুখতে আইন অবশ্যই প্রয়োজন।

বিতর্কের সূত্রপাত কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। ৬৯ রানে ব্যাট করছিলেন রাজস্থানের জস বাটলার। নন স্ট্রাইকার এন্ডে ছিলেন তিনি। বোলিং করছিলেন অশ্বিন। বোলিংয়ের সময় তিনি দেখেন, বাটলার ক্রিজ়ের বাইরে চলে গেছেন। সতর্ক না করেই বল দিয়ে উইকেটের বেল ফেলে দেন অশ্বিন। থার্ড আম্পায়র আউট দিয়ে দেন। এরপরই বিতর্কের ঝড় ওঠে। অনেকে অশ্বিনের বিরুদ্ধে তোপ দাগেন। যদিও সব বিতর্ক ঝেড়ে ফেলে অশ্বিন বলেন, "আমি ক্রিকেটের রুল মেনে যা করার করেছি।"

ম্যাঁকড় রান আউট কী ?

ফিরে যেতে হবে ১৯৪৭-এ। অস্ট্রেলিয়া সফরে গেছিল ভারতীয় দল। সেসময় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিল ব্রাউনকে একই ভঙ্গিমায় রান আউট করেছিলেন ভারতের অলরাউন্ডার বিনু ম্যাঁকড়। সেই থেকে এই রান আউটের নাম ম্যাঁকড় রান আউট।

মোহালি, ২৭ মার্চ : রবিচন্দ্রন অশ্বিনের 'ম্যাঁকড়' রান আউট নিয়ে বিতর্ক চলছেই। শুধু রাজস্থান রয়্যালস নয়, অন্যান্য দলের খেলোয়াড়রাও একে স্পোর্টসম্যানশিপের পরিপন্থী হিসেবে দেখছেন। তবে, অশ্বিন নিজে এবিষয়ে কোনও ভুল খুঁজে পাননি। এক মত কিংস ইলেভেন পঞ্জাব কর্তৃপক্ষের। এবার অশ্বিনের পক্ষেই মত দিল মারিলবোন ক্রিকেট ক্লাব (MCC)। MCC-ই ক্রিকেটের আইনকানুন তৈরি করে।

ম্যাঁকড় রানআউট নিয়ে বিতর্কের পর তারা একটি বিজ্ঞপ্তি জারি করে। জানায়, এই আউট বিধিসম্মত। এবং জরুরি। নাহলে নন-স্ট্রাইকার স্বাধীনতা পেয়ে যাবেন। ক্রিজ় ছেড়ে মাঝপথেও চলে যেতে পারেন। এই ঘটনা রুখতে আইন অবশ্যই প্রয়োজন।

বিতর্কের সূত্রপাত কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। ৬৯ রানে ব্যাট করছিলেন রাজস্থানের জস বাটলার। নন স্ট্রাইকার এন্ডে ছিলেন তিনি। বোলিং করছিলেন অশ্বিন। বোলিংয়ের সময় তিনি দেখেন, বাটলার ক্রিজ়ের বাইরে চলে গেছেন। সতর্ক না করেই বল দিয়ে উইকেটের বেল ফেলে দেন অশ্বিন। থার্ড আম্পায়র আউট দিয়ে দেন। এরপরই বিতর্কের ঝড় ওঠে। অনেকে অশ্বিনের বিরুদ্ধে তোপ দাগেন। যদিও সব বিতর্ক ঝেড়ে ফেলে অশ্বিন বলেন, "আমি ক্রিকেটের রুল মেনে যা করার করেছি।"

ম্যাঁকড় রান আউট কী ?

ফিরে যেতে হবে ১৯৪৭-এ। অস্ট্রেলিয়া সফরে গেছিল ভারতীয় দল। সেসময় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিল ব্রাউনকে একই ভঙ্গিমায় রান আউট করেছিলেন ভারতের অলরাউন্ডার বিনু ম্যাঁকড়। সেই থেকে এই রান আউটের নাম ম্যাঁকড় রান আউট।

New Delhi, Mar 26 (ANI): Bharatiya Janata Party (BJP) has fielded veteran actress Jaya Prada to contest Lok Sabha elections from Uttar Pradesh's Rampur. While speaking to ANI, newly-inducted Bharatiya Janata Party (BJP) leader Jaya Prada said, "I'm feeling happy, I'm thankful to Amit Shah and PM Modi for having the confidence in me and giving me this seat. Rampur has always given me love and affection, the people love me with all their hearts, It feels like I'm going back home." She will be battle against Samajwadi Party strongman Azam Khan on the seat.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.