দিল্লি, 19 এপ্রিল : হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ইনিংস। আর বোলারদের দাপট। দিল্লিকে তাদের ঘরের মাঠেই 40 রানে হারাল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। 15 বলে 32 রান ও 2 ওভার বল করে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া।
আর এই জয়ের পর 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এল মুম্বই। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাব।
কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের মতোই যেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভূমিকা পালন করছেন হার্দিক পান্ডিয়া। শেষের কয়েক ওভার ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস। তারপর বল হাতে দলকে ভরসা দেওয়া। গতকালও সেই ভূমিকায় দেখা গেল তাঁকে।
দিল্লির ফিরোজ় শাহ কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম 6 ওভারে বিনা উইকেটে 57 রান তোলেন রোহিত ও কুইন্টন ডি কক। সপ্তম ওভারের প্রথম বলে আউট হন রোহিত। 16তম ওভারের প্রথম বলে সূর্যকুমার যাদব আউট হওয়ার পর নামেন হার্দিক। সেইসময় মুম্বই ইন্ডিয়ান্সের রান ছিল 104। ক্রিজে তখন হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া। হার্দিক ক্রিজে আসার পরই মুম্বইয়ের রানের গতি বাড়তে থাকে। মাত্র 15 বলে 2টি চার এবং 3টি ছয়ের সাহায্যে 32 রান করেন হার্দিক। শেষ ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হলেন তখন মুম্বইয়ের রান 158। শেষপর্যন্ত 168 রান তোলে তারা। ক্রনাল 26 বলে 37 রান করে অপরাজিত থাকেন।
169 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমে ভালোই শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু, দুই ওপেনার পৃথ্বী শা এবং শিখর ধাওয়ান ফিরে যেতেই রানের গতি কমতে থাকে দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যান। শেষপর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 128 রান তোলে তারা।
রাহুল চাহার চার ওভারে মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নেন। আর মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান বোলার জসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 18 রান দেন। তুলে নেন 2টি উইকেট। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 17 রান দিয়ে এক উইকেট নেন। ক্রনাল পান্ডিয়া ও লাসিথ মালিঙ্গা একটি করে উইকেট নেন।