কলকাতা, 30 এপ্রিল : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রাসেলকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো ছিল দলগত সিদ্ধান্ত । একথা বললেন KKR কোচ জ্যাক কালিস । ইনিংসের শুরুটা মজবুত হওয়াতেই রাসেলকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । সবশেষে পরিকল্পনা সফল হওয়াতেই নিশ্চিন্ত হয়েছেন জ্যাক কালিস ।
আইপিএলে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে KKR । এর ফলে প্লে অফের আশা কিছুটা হলেও এখনও বেঁচে রয়েছে । কিন্তু, দারুণ শুরু করেও কেন এরকম হল ? কালিস বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তাঁরা ভালো খেলতে পারেননি । টি টোয়েন্টি ম্যাচে একটি ওভারেই ম্যাচের পরিবর্তন হয়ে যায় । তবে এখনও অনেক দেরি হয়ে যায়নি বলে মনে করছেন তিনি । দলের খেলায় কিছুটা উন্নতি প্রয়োজন । গতবারের মত এবারও সুযোগ রয়েছে KKR-এর । বাকি দুটো ম্যাচে ভালো খেলতে পারলে প্লে অফে যাওয়ার আশা রয়েছে বলে মনে করেন তিনি । KKR-এর কোচ হিসেবে তিনি IPL-এ আট বছর কাটিয়ে দিলেন । গত আটবারের মধ্যে ছয়বার প্লে অফ খেলেছে কলকাতা নাইট রাইডার্স ।
কালিস মনে করেন, কলকাতার ফ্যানরা তাদের প্রিয় দলকে সফল দেখতে চায় । ঘরের মাঠে নাইটরা ইডেনের বাইশ গজ নিয়ে সবচেয়ে সমস্যায় পড়েছে । দলের স্পিনাররা প্রত্যাশিত সাহায্য পাচ্ছেন না । ইডেনের পিচের চরিত্র যে বদলে গিয়েছে তা মানছেন রাসেল । তবে কোনও অভিযোগ নেই । কারণ ইডেনের পিচে দুই দলই সমান সুযোগ পাচ্ছে । কলকাতার দল হয়েও বাংলার কোনও ক্রিকেটার নেই । এই নিয়ে প্রশ্ন উঠলেও কালিস তা নিয়ে বাড়তি মাথা ঘামাতে নারাজ । কারণ চেন্নাই ও বেঙ্গালুরুর দলেও স্থানীয় ক্রিকেটার নেই । তবে স্থানীয় প্রতিভাকে দলে সুযোগ দিতে তারা আগ্রহী বলে জানিয়েছেন KKR কোচ।