ETV Bharat / sports

মরুদেশে রোহিত ঝড়, জয়ের জন্য KKR-র প্রয়োজন 196 - মুম্বই ইন্ডিয়ান্স

Kolkata Knight Riders vs Mumbai Indians
Kolkata Knight Riders vs Mumbai Indians
author img

By

Published : Sep 23, 2020, 7:05 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

18:37 September 23

আবুধাবি, 23 সেপ্টেম্বর : আবুধাবিতে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ঝোড়ো ইনিংস ৷ নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটে মুম্বইয়ের রান 195  ৷ সূর্যকুমার যাদব করলেন 28 বলে 47 রান ৷ রোহিতের সংগ্রহ 54 বলে 80 রান ৷ জয়ের জন্য কলকাতার প্রয়োজন 196 রান ৷

রো-হিট শো ৷ প্রথম ইনিংসে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের এটাই সুর ৷  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বিরুদ্ধে বরাবরই ভয়ংকর রোহিত শর্মা ৷ আজও সেই ধারা ধরে রাখলেন মুম্বইকর ৷ প্রথম দিকে একটু ধরে খেললেও যতই ওভার গড়াল দেখা গেল হিটম্যানের ঝলক ৷  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও দুরন্ত শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সের ৷ সূর্যকুমার যাদবকে সঙ্গী করে ব্যাট হাতে ফের দাপট দেখান রোহিত শর্মা ৷ তবে 11 তম ওভারে রান আউট হন সূর্যকুমার যাদব ৷  

আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের ৷ আর অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুরন্ত বোলিং তরুণ শিভম মাভির ৷ নিজের প্রথম ওভারেই মেডন সহ তুলে নেন কুইন্টন ডি ককের উইকেট ৷ তবে তারপর আর কোনও নাইট বোলারকে ছন্দে দেখা গেল না ৷  

শেষ দিকে কিছুটা ছন্দে ফিরলেন সুনীল নারাইন ৷ নিলেন সৌরভ তিওয়ারির উইকেট ৷  তবে ফর্মের ধারে কাছে ছিলেন না প্যাট ক্যামিন্স  ৷ তবে আশার আলো শিভম মাভি ৷ রোহিত শর্মাকে তিনিই আউট করলেন ৷  

মুম্বইয়ের এই পাহাড় প্রমাণ রানের বিরুদ্ধে লড়াই করার জন্য মরুদেশে রাসেল ঝড়ের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স ৷

18:37 September 23

আবুধাবি, 23 সেপ্টেম্বর : আবুধাবিতে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ঝোড়ো ইনিংস ৷ নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেটে মুম্বইয়ের রান 195  ৷ সূর্যকুমার যাদব করলেন 28 বলে 47 রান ৷ রোহিতের সংগ্রহ 54 বলে 80 রান ৷ জয়ের জন্য কলকাতার প্রয়োজন 196 রান ৷

রো-হিট শো ৷ প্রথম ইনিংসে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের এটাই সুর ৷  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বিরুদ্ধে বরাবরই ভয়ংকর রোহিত শর্মা ৷ আজও সেই ধারা ধরে রাখলেন মুম্বইকর ৷ প্রথম দিকে একটু ধরে খেললেও যতই ওভার গড়াল দেখা গেল হিটম্যানের ঝলক ৷  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও দুরন্ত শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সের ৷ সূর্যকুমার যাদবকে সঙ্গী করে ব্যাট হাতে ফের দাপট দেখান রোহিত শর্মা ৷ তবে 11 তম ওভারে রান আউট হন সূর্যকুমার যাদব ৷  

আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের ৷ আর অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে দুরন্ত বোলিং তরুণ শিভম মাভির ৷ নিজের প্রথম ওভারেই মেডন সহ তুলে নেন কুইন্টন ডি ককের উইকেট ৷ তবে তারপর আর কোনও নাইট বোলারকে ছন্দে দেখা গেল না ৷  

শেষ দিকে কিছুটা ছন্দে ফিরলেন সুনীল নারাইন ৷ নিলেন সৌরভ তিওয়ারির উইকেট ৷  তবে ফর্মের ধারে কাছে ছিলেন না প্যাট ক্যামিন্স  ৷ তবে আশার আলো শিভম মাভি ৷ রোহিত শর্মাকে তিনিই আউট করলেন ৷  

মুম্বইয়ের এই পাহাড় প্রমাণ রানের বিরুদ্ধে লড়াই করার জন্য মরুদেশে রাসেল ঝড়ের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স ৷

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.