ETV Bharat / sports

রোহিত আর মুম্বই বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ KKR-র - আইপিএল 2020

কলকাতা ইনিংসে অধিনায়ক দীনেশ কার্তিকের 30 ও প্যাট ক্যামিন্সের 12 বলে 33 রানের ক্যামিও ছাড়া আর বলার মতো কিছু ছিল না ৷ নীতিশ রানা করলেন 24 রান ৷ ইয়ন মরগ্যানের সংগ্রহ 16 ৷ আর যে ঝড়ের অপেক্ষা করেছিল নাইট ভক্তরা, সেই রাসেলের অবদান মাত্র 11 রান ৷

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স
author img

By

Published : Sep 23, 2020, 11:14 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

আবুধাবি, 23 সেপ্টেম্বর : মরুদেশে দেখা গেল না রাসেল ঝড় ৷ শান্ত নারাইনের ব্যাটও ৷ আবুধাবির শেখ জায়াদ স্টেডিয়ামে শুধুই দাপট দেখালেন মুম্বই বোলাররা ৷ শুরুতে রোহিত ও সূর্যকুমারের যুগলবন্দি ও বোলারদের দাপটে 49 রানে হারল কলকাতা নাইট রাইডার্সকে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের 195 রানের জবাবে নাইটদের সংগ্রহ 146 রান ৷

নড়বড়ে শুরু ৷ এককথায় কলকাতার ইনিংসে এই ভাবে বর্ণনা করা যায় ৷ মুম্বই ইন্ডিয়ান্সের পাহাড় প্রমাণ রানের সামনে শুরুতেই দুই ওপেনারকে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷ মাত্র 7 রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল ৷ অন্য ওপেনার সুনীল নারাইনের সংগ্রহ 9 রান ৷

রোহিত
আবুধাবিতে রোহিত ঝড়

গোটা কলকাতা ইনিংসে অধিনায়ক দীনেশ কার্তিকের 30 ও প্যাট ক্যামিন্সের 12 বলে 33 রানের ক্যামিও ছাড়া আর বলার মতো কিছু ছিল না ৷ নীতিশ রানা করলেন 24 রান ৷ ইয়ন মরগ্যানের সংগ্রহ 16 ৷ আর যে ঝড়ের অপেক্ষা করেছিল নাইট ভক্তরা, সেই রাসেলের অবদান মাত্র 11 রান ৷

দুরন্ত বোলিং মুম্বই পেসারদের ৷ ইনিংসের প্রথম ওভারেই মেডেন নেন ট্রেন্ট বোল্ট ৷ নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন শুভমন গিলের উইকেট ৷ অন্যদিকে জেমস প্যাটিনসন তুলে নেন সুনীল নারাইনকে ৷ বুমরাও আঁটসাট বোলিং করেন ৷ তিন পেসারই 2টি করে উইকেট নিলেন ৷

বুমরা
উইকেট নেওয়ার পর বুমরা

টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিং করতে ডাকেন দীনেশ কার্তিক ৷ কিন্তু তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বরাবরই ভয়ঙ্কর হিটম্যান ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷ যে স্টেডিয়ামে রাসেল ঝড় ওঠার আসা করেছিলেন নাইট ভক্তরা সেখানেই চলল হিটম্যান শো ৷ 54 বলে করলেন 80 রান ৷ সূর্যকুমারের সংগ্রহ 47 রান ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করেই কলকাতাকে 196 রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ৷

হারের দিনেও কলকাতার আশার আলো শিভম মাভি ৷ 4 ওভার বল করে 32 রান দিয়ে তুলে নিলেন দুটি উইকেট ৷ নাইটদের হয়ে একটি করে উইকেট নিলেন রাসেল ও নারাইন ৷ তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সুনীল নারাইন ৷

আবুধাবি, 23 সেপ্টেম্বর : মরুদেশে দেখা গেল না রাসেল ঝড় ৷ শান্ত নারাইনের ব্যাটও ৷ আবুধাবির শেখ জায়াদ স্টেডিয়ামে শুধুই দাপট দেখালেন মুম্বই বোলাররা ৷ শুরুতে রোহিত ও সূর্যকুমারের যুগলবন্দি ও বোলারদের দাপটে 49 রানে হারল কলকাতা নাইট রাইডার্সকে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের 195 রানের জবাবে নাইটদের সংগ্রহ 146 রান ৷

নড়বড়ে শুরু ৷ এককথায় কলকাতার ইনিংসে এই ভাবে বর্ণনা করা যায় ৷ মুম্বই ইন্ডিয়ান্সের পাহাড় প্রমাণ রানের সামনে শুরুতেই দুই ওপেনারকে হারায় কলকাতা নাইট রাইডার্স ৷ মাত্র 7 রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল ৷ অন্য ওপেনার সুনীল নারাইনের সংগ্রহ 9 রান ৷

রোহিত
আবুধাবিতে রোহিত ঝড়

গোটা কলকাতা ইনিংসে অধিনায়ক দীনেশ কার্তিকের 30 ও প্যাট ক্যামিন্সের 12 বলে 33 রানের ক্যামিও ছাড়া আর বলার মতো কিছু ছিল না ৷ নীতিশ রানা করলেন 24 রান ৷ ইয়ন মরগ্যানের সংগ্রহ 16 ৷ আর যে ঝড়ের অপেক্ষা করেছিল নাইট ভক্তরা, সেই রাসেলের অবদান মাত্র 11 রান ৷

দুরন্ত বোলিং মুম্বই পেসারদের ৷ ইনিংসের প্রথম ওভারেই মেডেন নেন ট্রেন্ট বোল্ট ৷ নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন শুভমন গিলের উইকেট ৷ অন্যদিকে জেমস প্যাটিনসন তুলে নেন সুনীল নারাইনকে ৷ বুমরাও আঁটসাট বোলিং করেন ৷ তিন পেসারই 2টি করে উইকেট নিলেন ৷

বুমরা
উইকেট নেওয়ার পর বুমরা

টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিং করতে ডাকেন দীনেশ কার্তিক ৷ কিন্তু তাঁর সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বরাবরই ভয়ঙ্কর হিটম্যান ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷ যে স্টেডিয়ামে রাসেল ঝড় ওঠার আসা করেছিলেন নাইট ভক্তরা সেখানেই চলল হিটম্যান শো ৷ 54 বলে করলেন 80 রান ৷ সূর্যকুমারের সংগ্রহ 47 রান ৷ মূলত এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করেই কলকাতাকে 196 রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ৷

হারের দিনেও কলকাতার আশার আলো শিভম মাভি ৷ 4 ওভার বল করে 32 রান দিয়ে তুলে নিলেন দুটি উইকেট ৷ নাইটদের হয়ে একটি করে উইকেট নিলেন রাসেল ও নারাইন ৷ তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সুনীল নারাইন ৷

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.