মুম্বই, 4 মার্চ : চার ম্যাচ পর প্রথম হার চেন্নাই সুপার কিংসের। ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে 37 রানে হারল ধোনির দল। প্রথম ব্যাট করে মুম্বই নির্ধারিত 20 ওভারে 170 রান তোলে। জবাবে চেন্নাই 133 রান তুলতে সক্ষম হয়।
মুম্বইয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। ফের ব্যর্থ ডি'কক (4) ও রোহিত শর্মা (13)। 45 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজ়ে আসেন যুবরাজ সিং। তিনিও 4 রান করে ফিরে যান। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডিয়া। যাদব করেন 59। পান্ডিয়া 42 রানে আউট হন। শেষ দু'ওভারে ধুমধাড়াক্কা ব্যাটিং করে যান হার্দিক পান্ডিয়া (অপরাজিত 25) ও পোলার্ড (অপরাজিত 17)। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে 170 রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অম্বতি রায়ডুর উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। 6 রানের মাথায় আউট হন শেন ওয়াটসন। সুরেশ রায়না (16) কিছুটা ধরে খেলার চেষ্টা করছিলেন। দলীয় 33 রানের মাথায় তিনিও আউট হন। কেদার যাদব দায়িত্বশীল ইনিংস খেলেন। 54 বলে 58 রান করেন। ধোনির স্ট্রাইক রেট অবশ্য খুব বেশি নয়। তিনি 21 বলে 12 করেন। দু'জন ফিরে যাওয়ার পর চেন্নাইয়ের পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হয়নি। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে 133 রান তোলে তারা।
মুম্বইয়ের পক্ষে পান্ডিয়া ও মালিঙ্গা 3টি করে উইকেট নেন। জেসন বেহরেনড্রফ নেন 2টি উইকেট।