লাহোর, 21 অক্টোবর: চলতি মাসেই ঘরের মাটিতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামবে পাকিস্তান ৷ খেলবে তিনটি করে একদিনের ও T20 ম্যাচ ৷ যদিও এই সিরিজ়ে পাকিস্তান দলের সঙ্গে ব্যাটিং কোচ ইউনিস খান ও স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে রাখা হবে না বলেই খবর ৷
শোয়েব মালিক, সরফরাজ় আহমেদ ও মহম্মদ আমিরকে বাইরে রেখে ইতিমধ্যেই জ়িম্বাবোয়ে সিরিজ়ের জন্য সম্ভাব্য 22 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ৷ তবে ক্রিকেট পাকিস্তানের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও ব্যাটিং কোচ ইউনিস খানের সঙ্গে চুক্তি সারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)৷ এর কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান বোর্ডের কর্তারা মনে করছেন, ওয়ানডে বা টি-20 ম্যাচের তুলনায় ইউনিস খানকে বেশি দরকার টেস্টে ৷ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে টেস্ট ম্যাচ নেই ৷ ফলে ইউনিস এই সিরিজ়ে না থাকলেও হেড কোচ মিসবা উল হক ব্যাটিং বিভাগটি সামলে নিতে পারবেন বলে মনে করছেন PCB কর্তারা৷
হেড কোচ মিসবা ছাড়াও পাকিস্তানের কোচিং ও সাপোর্ট স্টাফদের মধ্য়ে রয়েছেন টিম ম্যানেজার মনসুর রাণা, বোলিং কোচ ওয়াকার ইউনিস, ফিল্ডিং কোচ আবদুল মাজিদ, ফিজ়িও ক্লিফ ডেকান, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক, নিরাপত্তা বিষয়ক ম্যানেজার অবসরপ্রাপ্ত কর্নেল উসমান, মিডিয়া ম্যানেজার রাজা রশিদ ও ম্য়াসিওর মালাঙ্গ আলি ৷ ICC ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত ওয়ান ডে সিরিজ়ের ম্যাচগুলি হবে অক্টোবরের 30 এবং নভেম্বরের 1 ও 3 তারিখ রাওয়ালপিণ্ডিতে ৷ নভেম্বরের 7, 8 ও 10 তারিখ লাহোরে হবে টি-20 সিরিজ় ৷