ETV Bharat / sports

Ind vs Eng : রাহানের ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ - ওভাল টেস্ট

ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ৷ জানালেন, সব ক্রিকেটারের জীবনেই একটা খারাপ সময় আসে ৷ তাই রাহানের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়ার সময় আসেনি বলে জানালেন রাঠৌর ৷

we-havent-arrived-at-that-point-when-his-form-becomes-a-concern-vikram-rathour-on-ajinkya-rahane
চিন্তিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, রাহানের ব্যাটিং নিয়ে মত বিক্রম রাঠৌরের
author img

By

Published : Sep 6, 2021, 2:20 PM IST

লন্ডন, 6 সেপ্টেম্বর : ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ৷ জানিয়ে দিলেন, অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়ার কিছু হয়নি ৷ তাঁর মতে, রাহানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ আর তাঁর বিশ্বাস ম্যানচেস্টারে পরের ম্যাচে দারুণভাবে ভারতের সহ অধিনায়ক রানে ফিরবেন ৷ প্রসঙ্গত, লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে দলের কঠিন সময়ে রাহানে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৷ সেখানে অর্ধ শতরান করেছিলেন রাহানে (61 রান) ৷ তাই একটা ম্যাচে রান করতে না পারা নিয়ে ভাবতে রাজি নন বিক্রম রাঠৌর ৷

এ নিয়ে রাঠৌর বলেন, ‘‘যখন আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেন, তখন একটা সময় আসে যখন আপনি রান করতে পারেন না ৷ আর তখনই দল হিসেবে আমাদের কাজ তাঁদের সমর্থন করা এবং যতটা সম্ভব সাহায্য করা ৷’’ রাঠৌর এ ক্ষেত্রে চেতেশ্বর পূজারার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘আমরা এটা পূজারার সঙ্গেও এটা হতে দেখেছি ৷ তাঁকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি দুর্দান্তভাবে ফিরে এসে আমাদের হয়ে দারুণ কয়েকটি ইনিংস খেলেছেন ৷ আর তাই আমরা আশা করছি অজিঙ্ক খুব দ্রুত তাঁর ফর্মে ফিরবেন এবং তিনি অবশ্যই ভারতীয় দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷ তাই আমি মনে করি না, এখনই সেই সময় আসেনি, যেখানে আমাদের চিন্তিত হয়ে পড়তে হবে ৷’’

আরও পড়ুন : India vs Nepal : 75তম আন্তর্জাতিক গোল সুনীলের, নেপালের বিরুদ্ধে জয়ে ফিরল ভারত

চতুর্থদিনের ম্যাচ শেষে ভারতের ব্যাটিং কোচকে রাহানের ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন করা হয় ৷ যেখানে বলা হয়, রাহানের ব্যাটিং কৌশলে কোনও ঘাটতি রয়েছে কি ? যার জবাবে রাঠৌর বলেন, ‘‘যখন আপনি এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজ খেলেন ৷ যেখানে আপনি খেলছেন, সেখানকার ব্যাট করা খুবই কঠিন ৷ আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলছি যাঁদের বোলিং আক্রমণ খুবই নিয়ন্ত্রিত এবং তাঁরা খুব ভাল বল করছেন ৷ আর সেখানে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবার আগে ব্যাটিং কৌশল নিয়ে ভাবতে হয় ৷’’

আরও পড়ুন : Brazil Vs Argentina : কোভিডবিধি মানেনি আর্জেন্টিনার একাধিক ফুটবলার, মাঝপথে বন্ধ মেসি-নেমারদের ম্যাচ

পাশাপাশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছেন, চতুর্থদিনের খেলা শুরুর আগে গোটা দল সামান্য হলেও মনোসংযোগ হারিয়ে ফেলেছিল ৷ কারণ কোচ রবি শাস্ত্রীর করোনা ধরার পড়ে গোটা দলের মানসিকতায় সামান্য হলেও ধাক্কা লেগেছে ৷ কিন্তু, মাঠে তার প্রভাব ভারতীয় ব্যাটসম্যানরা পড়তে দেননি ৷ যার প্রশংসা করেছেন রাঠৌর ৷ এই মুহূর্তে বিসিসিআই’র মেডিক্যাল টিম কোচ রবি শাস্ত্রীকে আইসোলেশনে রেখেছে ৷ আর তাঁর সংস্পর্শে আসার কারণে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিও নীতিন প্যাটেলকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁদের সবার আরটি-পিসিআর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷

আরও পড়ুন : India vs England : দ্বিতীয় ইনিংসেও দুরন্ত শার্দুল, চারশোর গণ্ডি টপকাল ভারত

আজ ওভাল টেস্টের পঞ্চমদিনে ভারতীয় দলকে জিততে হলে ইংল্যান্ডের 10টি উইকেট নিতে হবে ৷ অন্যদিকে, জো রুটদের সামনেও ম্যাচ জেতার সুযোগ রয়েছে ৷ 268 রানের লক্ষ্যমাত্রা থাকলেও, এই মুহূর্তে বিনা উইকেটে ইংল্যান্ড 77 রান করে ফেলেছে ৷ ফলে শেষদিনে 90 ওভারে 291 রান করতে হবে ব্রিটিশ লায়নদের ৷ এই পরিস্থিতিতে ওভালের পঞ্চমদিনের পাটা উইকেটে ভারতীয় বোলারদের কাজটা খুবই কঠিন হতে চলেছে ৷ তবে, পেসারদের ফুট মার্কে তৈরি হওয়া গর্ত সাহায্য করতে পারে স্পিনার রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, সেক্ষেত্রে জাদেজাকে আরও নিখুঁত হতে হবে ৷ আর এখানেই পঞ্চমদিনে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অভাব টের পাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি ৷

লন্ডন, 6 সেপ্টেম্বর : ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ৷ জানিয়ে দিলেন, অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়ার কিছু হয়নি ৷ তাঁর মতে, রাহানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ আর তাঁর বিশ্বাস ম্যানচেস্টারে পরের ম্যাচে দারুণভাবে ভারতের সহ অধিনায়ক রানে ফিরবেন ৷ প্রসঙ্গত, লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে দলের কঠিন সময়ে রাহানে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৷ সেখানে অর্ধ শতরান করেছিলেন রাহানে (61 রান) ৷ তাই একটা ম্যাচে রান করতে না পারা নিয়ে ভাবতে রাজি নন বিক্রম রাঠৌর ৷

এ নিয়ে রাঠৌর বলেন, ‘‘যখন আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেন, তখন একটা সময় আসে যখন আপনি রান করতে পারেন না ৷ আর তখনই দল হিসেবে আমাদের কাজ তাঁদের সমর্থন করা এবং যতটা সম্ভব সাহায্য করা ৷’’ রাঠৌর এ ক্ষেত্রে চেতেশ্বর পূজারার উদাহরণ তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘আমরা এটা পূজারার সঙ্গেও এটা হতে দেখেছি ৷ তাঁকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি দুর্দান্তভাবে ফিরে এসে আমাদের হয়ে দারুণ কয়েকটি ইনিংস খেলেছেন ৷ আর তাই আমরা আশা করছি অজিঙ্ক খুব দ্রুত তাঁর ফর্মে ফিরবেন এবং তিনি অবশ্যই ভারতীয় দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷ তাই আমি মনে করি না, এখনই সেই সময় আসেনি, যেখানে আমাদের চিন্তিত হয়ে পড়তে হবে ৷’’

আরও পড়ুন : India vs Nepal : 75তম আন্তর্জাতিক গোল সুনীলের, নেপালের বিরুদ্ধে জয়ে ফিরল ভারত

চতুর্থদিনের ম্যাচ শেষে ভারতের ব্যাটিং কোচকে রাহানের ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন করা হয় ৷ যেখানে বলা হয়, রাহানের ব্যাটিং কৌশলে কোনও ঘাটতি রয়েছে কি ? যার জবাবে রাঠৌর বলেন, ‘‘যখন আপনি এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজ খেলেন ৷ যেখানে আপনি খেলছেন, সেখানকার ব্যাট করা খুবই কঠিন ৷ আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলছি যাঁদের বোলিং আক্রমণ খুবই নিয়ন্ত্রিত এবং তাঁরা খুব ভাল বল করছেন ৷ আর সেখানে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবার আগে ব্যাটিং কৌশল নিয়ে ভাবতে হয় ৷’’

আরও পড়ুন : Brazil Vs Argentina : কোভিডবিধি মানেনি আর্জেন্টিনার একাধিক ফুটবলার, মাঝপথে বন্ধ মেসি-নেমারদের ম্যাচ

পাশাপাশি ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছেন, চতুর্থদিনের খেলা শুরুর আগে গোটা দল সামান্য হলেও মনোসংযোগ হারিয়ে ফেলেছিল ৷ কারণ কোচ রবি শাস্ত্রীর করোনা ধরার পড়ে গোটা দলের মানসিকতায় সামান্য হলেও ধাক্কা লেগেছে ৷ কিন্তু, মাঠে তার প্রভাব ভারতীয় ব্যাটসম্যানরা পড়তে দেননি ৷ যার প্রশংসা করেছেন রাঠৌর ৷ এই মুহূর্তে বিসিসিআই’র মেডিক্যাল টিম কোচ রবি শাস্ত্রীকে আইসোলেশনে রেখেছে ৷ আর তাঁর সংস্পর্শে আসার কারণে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিও নীতিন প্যাটেলকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁদের সবার আরটি-পিসিআর রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷

আরও পড়ুন : India vs England : দ্বিতীয় ইনিংসেও দুরন্ত শার্দুল, চারশোর গণ্ডি টপকাল ভারত

আজ ওভাল টেস্টের পঞ্চমদিনে ভারতীয় দলকে জিততে হলে ইংল্যান্ডের 10টি উইকেট নিতে হবে ৷ অন্যদিকে, জো রুটদের সামনেও ম্যাচ জেতার সুযোগ রয়েছে ৷ 268 রানের লক্ষ্যমাত্রা থাকলেও, এই মুহূর্তে বিনা উইকেটে ইংল্যান্ড 77 রান করে ফেলেছে ৷ ফলে শেষদিনে 90 ওভারে 291 রান করতে হবে ব্রিটিশ লায়নদের ৷ এই পরিস্থিতিতে ওভালের পঞ্চমদিনের পাটা উইকেটে ভারতীয় বোলারদের কাজটা খুবই কঠিন হতে চলেছে ৷ তবে, পেসারদের ফুট মার্কে তৈরি হওয়া গর্ত সাহায্য করতে পারে স্পিনার রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, সেক্ষেত্রে জাদেজাকে আরও নিখুঁত হতে হবে ৷ আর এখানেই পঞ্চমদিনে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অভাব টের পাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.