ETV Bharat / sports

Virat Kohli: সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট ? কী বলল বিসিসিআই

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে পারেন বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপের পরেই বিরাট নিজে এই ঘোষণা করবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, সীমিত ওভারে অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মাকে সঁপে দেবেন বিরাট ৷ যা নিয়ে ইতিমধ্যেই, রোহিত এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ যদিও এই জল্পনা অবাস্তব বলে খারিজ করেছেন বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

Virta Kohli Wants Relife from One day and T-20 Captaincy for his Batting
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অব্যহতি চান কোহলি!
author img

By

Published : Sep 13, 2021, 2:24 PM IST

Updated : Sep 13, 2021, 5:49 PM IST

মুম্বই, 13 সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট বড়সড় রদবদলের সম্ভাবনা ৷ বিসিসিআই সূত্রে খবর, টি-20 বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি ৷ এনিয়ে তিনি বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে ৷ গত কয়েক মাস ধরে এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা চলছে বিরাটের ৷ পাশাপাশি রোহিত শর্মার হাতে সীমিত ওভারে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে চেয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, রোহতি শর্মা দায়িত্ব নিতে রাজি হয়েছেন ৷ যদিও এই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

প্রসঙ্গত, 32 বছরের বিরাট এই মুহূর্তে ভারতীয় দলকে ক্রিকেটের সব ফরম্যাটেই নেতৃত্ব দেন এবং তিনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক ৷ বিরাট তাঁর ব্যাটিং পারফর্মেন্সে উন্নতি করতে চান বলেই ওয়ান’ডে এবং টি-20 তে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর ৷ যেমনটা জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরের পর থেকেই এ নিয়ে দলের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন বিরাট ৷ বিসিসিআই-এর ওই সূত্রের তরফে বলা হয়েছে, বিরাট কোহলি নিজে এই ঘোষণা করবেন ৷ তাঁর মনে হয়েছে, এবার তাঁর নিজের ব্যাটিংয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন ৷ আগের মতো বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা ফিরে পেতে চান বিরাট ৷

যদিও, এই খবরকে সম্পূর্ণভাবে অবাস্তব বলে দাবি করেছে বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, ‘‘এসব ফালতু খবর ৷ এরকম কিছুই হবে না ৷ এটা পুরোটাই হল, যা আপনারা (সংবাদমাধ্যম) বলছেন ৷ বিসিসিআই এ নিয়ে (অধিনায়কত্বের ভাগাভাগি) কোনওরকম আলোচনা বা বৈঠক করেনি ৷ বিরাট সব ফরম্যাটেই অধিনায়ক থাকছেন ৷’’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের শেষ সেঞ্চুরি এসেছে 2018 সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের খেলা প্রথম পিঙ্ক বল টেস্টে ৷ সেই ম্যাচের পর কোহলির ব্যাটে রানের খরা লেগেই রয়েছে ৷ বেশ কয়েকবার হাফ সেঞ্চুরি করলেও, তা বড় রানে পরিণত করতে পারেননি ৷ বিসিসিআইয়ের ওই সূত্রের তরফে এও বলা হয়েছে, এই পরিবর্তন ভবিষ্যতে কাজে দেবে ৷ আর এই দায়িত্ব পরিবর্তনের মধ্যে বিরাট ও কোহলি দু’জনের সম্মতি রয়েছে ৷ আর তাই এনিয়ে বিসিসিআই আগাম পরিকল্পনা শুরু করে দিয়েছে ৷

আরও পড়ুন : Manchester Test: ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক বলছেন জিমি

উল্লেখ্য, ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সীমিত ওভারে ভারতের সহ-অধিনায়ক রোহিতের মধ্যে একটা সময় সম্পর্ক খুব একটা মধুর ছিল না ৷ যার প্রভাব সরাসরি তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে দেখা গিয়েছিল ৷ যার প্রভাব কোথাও না কোথাও ম্যাচের মধ্যেও পড়ছিল ৷ কিন্তু, গত মার্চ মাস থেকে এই দুই তারকা ক্রিকেটারের সম্পর্কে নতুন সমীকরণ দেখা যায় ৷ মাঠে এবং মাঠের বাইরে দু’জনের মধ্যে বন্ধুত্ব ফের গড়ে ওঠে ৷ যার ঝলক দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ৷

আরও পড়ুন : Neeraj Chopra : কেবিসি-র হটসিটে এবার নীরজ, সঙ্গী শ্রীজেশও

কোহলি তাঁর এই অধিনায়কত্বের দায়িত্ব ভাগ করা নিয়ে টিম ম্যানেজমেন্টকে যা জানিয়েছেন, তা হল- সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের টি-20 বিশ্বকাপের পর, আগামী বছর 2022 সালে অস্ট্রেলিয়ায় ফের টি-20 বিশ্বকাপ রয়েছে ৷ যা করোনার কারণে 2020 সালে বাতিল হয়ে যায় ৷ এর পর 2023 সালে ফের ভারতে ওয়ান’ডে বিশ্বকাপ রয়েছে ৷ আইসিসির এই দুই বড় ইভেন্টে কোহলি নিজের সেরাটা দিতে চান ৷ সেই সঙ্গে টেস্ট ম্যাচেও নিজের পুরনো ছন্দ ফিরে পেতে চাইছেন ভারত অধিনায়ক ৷ কারণ একটা সময় ছিল, যখন টেস্টে কোহলির হাফ সেঞ্চুরি করা মানে সেঞ্চুরি পাকা ছিল ৷ কিন্তু, গত কয়েক বছরে হাফ সেঞ্চুরি করার পরেই আউট হয়ে যাচ্ছেন বিরাট ৷ যা স্পষ্টতই অধিনায়কত্বের চাপ থেকে হচ্ছে বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : US Open 2021 : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

মুম্বই, 13 সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট বড়সড় রদবদলের সম্ভাবনা ৷ বিসিসিআই সূত্রে খবর, টি-20 বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি ৷ এনিয়ে তিনি বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে ৷ গত কয়েক মাস ধরে এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা চলছে বিরাটের ৷ পাশাপাশি রোহিত শর্মার হাতে সীমিত ওভারে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে চেয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, রোহতি শর্মা দায়িত্ব নিতে রাজি হয়েছেন ৷ যদিও এই খবরকে ভুয়ো বলে দাবি করেছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

প্রসঙ্গত, 32 বছরের বিরাট এই মুহূর্তে ভারতীয় দলকে ক্রিকেটের সব ফরম্যাটেই নেতৃত্ব দেন এবং তিনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক ৷ বিরাট তাঁর ব্যাটিং পারফর্মেন্সে উন্নতি করতে চান বলেই ওয়ান’ডে এবং টি-20 তে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর ৷ যেমনটা জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরের পর থেকেই এ নিয়ে দলের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন বিরাট ৷ বিসিসিআই-এর ওই সূত্রের তরফে বলা হয়েছে, বিরাট কোহলি নিজে এই ঘোষণা করবেন ৷ তাঁর মনে হয়েছে, এবার তাঁর নিজের ব্যাটিংয়ের দিকে নজর দেওয়া প্রয়োজন ৷ আগের মতো বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা ফিরে পেতে চান বিরাট ৷

যদিও, এই খবরকে সম্পূর্ণভাবে অবাস্তব বলে দাবি করেছে বিসিসিআই ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, ‘‘এসব ফালতু খবর ৷ এরকম কিছুই হবে না ৷ এটা পুরোটাই হল, যা আপনারা (সংবাদমাধ্যম) বলছেন ৷ বিসিসিআই এ নিয়ে (অধিনায়কত্বের ভাগাভাগি) কোনওরকম আলোচনা বা বৈঠক করেনি ৷ বিরাট সব ফরম্যাটেই অধিনায়ক থাকছেন ৷’’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের শেষ সেঞ্চুরি এসেছে 2018 সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের খেলা প্রথম পিঙ্ক বল টেস্টে ৷ সেই ম্যাচের পর কোহলির ব্যাটে রানের খরা লেগেই রয়েছে ৷ বেশ কয়েকবার হাফ সেঞ্চুরি করলেও, তা বড় রানে পরিণত করতে পারেননি ৷ বিসিসিআইয়ের ওই সূত্রের তরফে এও বলা হয়েছে, এই পরিবর্তন ভবিষ্যতে কাজে দেবে ৷ আর এই দায়িত্ব পরিবর্তনের মধ্যে বিরাট ও কোহলি দু’জনের সম্মতি রয়েছে ৷ আর তাই এনিয়ে বিসিসিআই আগাম পরিকল্পনা শুরু করে দিয়েছে ৷

আরও পড়ুন : Manchester Test: ম্যাঞ্চেস্টার টেস্ট না-হওয়াকে লজ্জাজনক বলছেন জিমি

উল্লেখ্য, ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সীমিত ওভারে ভারতের সহ-অধিনায়ক রোহিতের মধ্যে একটা সময় সম্পর্ক খুব একটা মধুর ছিল না ৷ যার প্রভাব সরাসরি তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে দেখা গিয়েছিল ৷ যার প্রভাব কোথাও না কোথাও ম্যাচের মধ্যেও পড়ছিল ৷ কিন্তু, গত মার্চ মাস থেকে এই দুই তারকা ক্রিকেটারের সম্পর্কে নতুন সমীকরণ দেখা যায় ৷ মাঠে এবং মাঠের বাইরে দু’জনের মধ্যে বন্ধুত্ব ফের গড়ে ওঠে ৷ যার ঝলক দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ৷

আরও পড়ুন : Neeraj Chopra : কেবিসি-র হটসিটে এবার নীরজ, সঙ্গী শ্রীজেশও

কোহলি তাঁর এই অধিনায়কত্বের দায়িত্ব ভাগ করা নিয়ে টিম ম্যানেজমেন্টকে যা জানিয়েছেন, তা হল- সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের টি-20 বিশ্বকাপের পর, আগামী বছর 2022 সালে অস্ট্রেলিয়ায় ফের টি-20 বিশ্বকাপ রয়েছে ৷ যা করোনার কারণে 2020 সালে বাতিল হয়ে যায় ৷ এর পর 2023 সালে ফের ভারতে ওয়ান’ডে বিশ্বকাপ রয়েছে ৷ আইসিসির এই দুই বড় ইভেন্টে কোহলি নিজের সেরাটা দিতে চান ৷ সেই সঙ্গে টেস্ট ম্যাচেও নিজের পুরনো ছন্দ ফিরে পেতে চাইছেন ভারত অধিনায়ক ৷ কারণ একটা সময় ছিল, যখন টেস্টে কোহলির হাফ সেঞ্চুরি করা মানে সেঞ্চুরি পাকা ছিল ৷ কিন্তু, গত কয়েক বছরে হাফ সেঞ্চুরি করার পরেই আউট হয়ে যাচ্ছেন বিরাট ৷ যা স্পষ্টতই অধিনায়কত্বের চাপ থেকে হচ্ছে বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : US Open 2021 : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

Last Updated : Sep 13, 2021, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.