ETV Bharat / sports

আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে ফের প্রথম পাঁচে বিরাট

আন্তর্জাতিক টি-20 ব্য়াটসম্যানদের তালিকায় আবারও প্রথম সারিতে উঠে এলেন বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত দু’টি ইংনিস খেলার পর 5 নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক ৷

virat-kohli-among-top-5-batsmen-in-icc-t20i-rankings
আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে ফের প্রথম পাঁচে বিরাট কোহলি
author img

By

Published : Mar 17, 2021, 8:39 PM IST

দুবাই, 17 মার্চ : আইসিসি-র টি-20 ব়্যাঙ্কিংয়ে আবার প্রথম সারিতে উঠে এলেনে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজ়ে তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এই উন্নতি ৷ 744 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন বিরাট ৷ সেই সঙ্গে ওয়ান’ডের ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট ৷ ইংল্যান্ডে বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে 73 রান এবং 77 রানের ইনিংস খেলেন কোহলি ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে এই মুহূর্তে 1-2 ফলে পিছিয়ে রয়েছে ভারত ৷ তবে, ব্যক্তিগত পারফর্মেন্সের ক্ষেত্রে অন্যদেক থেকে অনেকটাই এগিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 73 ও 77 রানের ইনিংসে খেলেন তিনি ৷ আর এই দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কারও পেলেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠে 5 নম্বরে চেল এলেন তিনি ৷ অন্যদিকে, পরপর দুটি টি-20 ম্যাচে ব্যর্থ হওয়ায় এক ধাপ নেমে 4নং রয়েছেন কে এল রাহুল ৷ কোহলির পাশাপাশি টি-20 ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ৷ শ্রেয়স 32 ধাপ উঠে 31 নম্বরে রয়েছেন এবং ঋষভ 30 ধাপ উঠে এসে 80 নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন : প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান বিরাটের

ভারতীয় ব্যাটসম্য়ানদের পাশাপাশি বোলাররাও এদিনের প্রকাশিত টি-20 তালিকায় উন্নতি করেছেন ৷ অলরাউন্ডার তথা অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দু’ধাপ উঠে 11নং স্থানে রয়েছেন ৷ অন্যদিকে শার্দুল ঠাকুর চোদ্দো ধাপ উঠে 27 নম্বর স্থানে উঠে এসেছেন ৷ পাশাপাশি বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর ভুবনেশ্বর কুমার সাত ধাপ উঠে 45 নম্বর স্থানে রয়েছেন ৷ অন্যদিকে, ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটসম্যান ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্সের পর ফের একবার প্রথম 20 জন ব্যাটসম্যানের মধ্যে চলে এসেছেন ৷ ভারতের বিরুদ্ধে মঙ্গলবার 83 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি ৷ বর্তমানে 19 নম্বরে রয়েছেন জস বাটলার ৷

দুবাই, 17 মার্চ : আইসিসি-র টি-20 ব়্যাঙ্কিংয়ে আবার প্রথম সারিতে উঠে এলেনে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজ়ে তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এই উন্নতি ৷ 744 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন বিরাট ৷ সেই সঙ্গে ওয়ান’ডের ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট ৷ ইংল্যান্ডে বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে 73 রান এবং 77 রানের ইনিংস খেলেন কোহলি ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে এই মুহূর্তে 1-2 ফলে পিছিয়ে রয়েছে ভারত ৷ তবে, ব্যক্তিগত পারফর্মেন্সের ক্ষেত্রে অন্যদেক থেকে অনেকটাই এগিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ 73 ও 77 রানের ইনিংসে খেলেন তিনি ৷ আর এই দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কারও পেলেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠে 5 নম্বরে চেল এলেন তিনি ৷ অন্যদিকে, পরপর দুটি টি-20 ম্যাচে ব্যর্থ হওয়ায় এক ধাপ নেমে 4নং রয়েছেন কে এল রাহুল ৷ কোহলির পাশাপাশি টি-20 ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ ৷ শ্রেয়স 32 ধাপ উঠে 31 নম্বরে রয়েছেন এবং ঋষভ 30 ধাপ উঠে এসে 80 নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন : প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান বিরাটের

ভারতীয় ব্যাটসম্য়ানদের পাশাপাশি বোলাররাও এদিনের প্রকাশিত টি-20 তালিকায় উন্নতি করেছেন ৷ অলরাউন্ডার তথা অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দু’ধাপ উঠে 11নং স্থানে রয়েছেন ৷ অন্যদিকে শার্দুল ঠাকুর চোদ্দো ধাপ উঠে 27 নম্বর স্থানে উঠে এসেছেন ৷ পাশাপাশি বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর ভুবনেশ্বর কুমার সাত ধাপ উঠে 45 নম্বর স্থানে রয়েছেন ৷ অন্যদিকে, ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটসম্যান ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মেন্সের পর ফের একবার প্রথম 20 জন ব্যাটসম্যানের মধ্যে চলে এসেছেন ৷ ভারতের বিরুদ্ধে মঙ্গলবার 83 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি ৷ বর্তমানে 19 নম্বরে রয়েছেন জস বাটলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.