কাবুল, 2 সেপ্টেম্বর : আফগান ক্রিকেটকে টেস্ট খেলার ছাড়পত্র দিল তালিবান ৷ অন্যান্য আন্তর্জাতিক দলের বিরুদ্ধে আফগানিস্তান ক্রিকেট খেলতে পারবে বলে জানিয়েছে তালিবান ৷ আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সেদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷ তালিবানের দখলদারির পর প্রথমবার খেলাধুলো নিয়ে ইতিবাচক মনোভাব দেখা গেল তালিবানের তরফে ৷ ফলে আশার আলো জেগেছে অন্যান্য খেলাধূলার সঙ্গে যুক্তদের মধ্যেও যে, সন্ত্রাসবাদী এই সংগঠনের শাসনেও আফগানিস্তানে খেলাধূলা চলবে ৷ প্রসঙ্গত, এর আগে তালিবান রাজে খেলাধূলা সম্পূর্ণভাবে বন্ধ ছিল ৷
এসবিএস পাস্তো-র তরফে করা প্রশ্নে তালিবানের সাংস্কৃতিক কমিশনের সহকারী প্রধান আহমদুল্লাহ ওয়াসিম সেই ইঙ্গিত দিয়েছেন ৷ ওই তালিবান নেতা জানিয়েছেন, ‘‘আগের আয়োজন করা সব ম্যাচ কোনওরকম বাধা বিপত্তি ছাড়াই খেলতে পারবে আফগানিস্তান ৷ সেই সঙ্গে তারা (আফগান ক্রিকেট দল) অন্যান্য আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলতে পারবে ৷’’ আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ওই জঙ্গি নেতা জানিয়েছেন, ‘‘ভবিষ্যতে আমরা সব দেশের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে চাই ৷ সব দেশের সঙ্গে যখন ভাল সম্পর্ক গড়ে উঠবে তখন, আফগান প্লেয়াররা অস্ট্রেলিয়া যেতে পারবেন এবং তাঁরাও আসতে পারবেন ৷" সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের ৷ শ্রীলঙ্কায় সেই সিরিজ আয়োজনের কথা ছিল ৷ বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ বাতিল হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন : IND VS ENG : ওভালের বাইশ গজের চরিত্রে দাঁড়িয়ে অশ্বিনের ভাগ্য
গত 15 অগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানীর দখল নেয় ৷ যার পর থেকে সেদেশের আইন শৃঙ্খলার অবনতি হয় ৷ গণতান্ত্রিক সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে দেয় বিশ্বের অধিকাংশ দেশ ৷ যার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক মুখপাত্র জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলা নিয়ে কথা এগোতে চাইছে ৷ যে ম্যাচ আগামী 27 নভেম্বর থেকে হোবার্টে শুরু হওয়ার কথা ৷ অস্ট্রেলিয়ার ওই মুখপাত্র জানিয়েছেন, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে ভাল সম্পর্কের জেরে দুই দেশে মধ্যে ম্য়াচ হতে পারে ৷ যা সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইসিসি টি-20 বিশ্বকাপের পরেই হওয়ার কথা ৷ যেখানে আফগানিস্তান দলও অংশ নেবে ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এ নিয়ে লাগাতার অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ান সরকারের সঙ্গে কথা বলছে ৷ যাতে আফগানিস্তান দল এ বছরের শেষে অস্ট্রেলিয়া পৌঁছতে পারে ৷’’