কলকাতা, 22 নভেম্বর: সংযুক্ত আরব আমিরশাহীতে টি-20 বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করেছে ভারতীয় দল ৷ নতুন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং টি-20’র নতুন অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে ক্রিকেটের ছোট ফরম্যাটে দারুন শুরু করেছে তারুণ্যে ভরা ভারতীয় দল (Rohit Sharma on Team Mentality) ৷ রবিবার ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে 3-0 সিরিজ জিতে তাই দলের পারফর্মেন্সে খুশি ভারতের নতুন টি-20 অধিনায়ক রোহিত শর্মা ৷ আর যেখানে দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতিতে বল হাতে বোলারদের পারফর্মেন্স খুশি তিনি ৷ সেই সঙ্গে দলের ব্যাটিং গভীরতাও অনেকটাই স্বস্তি দিচ্ছে তাঁকে ৷
জয়পুর, রাঁচির পর কলকাতাতেও রোহিত শর্মার নেতৃত্বে কিউইদের দাপটের সঙ্গে হারিয়ে টি-20 সিরিজে ক্লিন সুইপ করেছে তারুণ্যে ভরা ভারতীয় দল ৷ যে দল অভিজ্ঞতার নিরিখে অনেকটাই দুর্বল ৷ তা সত্ত্বেও তরুণ ক্রিকেটার যে মানসিক কাঠিন্যের পরিচয় দিয়েছেন, (Rohit Sharma on Team Character) তাতে খুশি অধিনায়ক রোহিত ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে সেটাই জানালেন তিনি ৷ বিশেষ করে কঠিন পরিস্থিতিতে রান ডিফেন্ড করার ক্ষেত্রে ছেলেদের মানসিকতা তাঁকে বেশি খুশি করেছে (Rohit Sharma Happy with Team Performance)৷
রোহিত জানালেন, শিশিরের কারণে টস জিতে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা অনেক সহজ ৷ কিন্তু, সবসময় টস জেতার সুবিধা যে দল পাবেই, তা নয় ৷ তাই সিরিজ জয়ের পর রান ডিফেন্ড করার চ্যালেঞ্জ ছেলেরা কীভাবে নেয় ? সেটাই দেখতে চেয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত ৷ বিশেষ করে যেখানে আগামী বছর অস্ট্রেলিয়ার কঠিন পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ (T20 World Cup 2022 is Team Indias Goal) খেলবে ভারত ৷ তাই রবিবারের ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ আর টিম ম্যানেজমেন্টের তরফে দেওয়া সেই চ্যালেঞ্জ লেটার মার্কস নিয়ে পাশ করেছেন ভারতীয় বোলাররা ৷
আরও পড়ুন : Rohit breaks Kohli's record : প্রিয় ইডেনে কোহলির নজির ভাঙলেন রোহিত
তবে, মিডল অর্ডারের পারফর্মেন্সে খুশি নন রোহিত ৷ অন্তত এই সিরিজে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের সামনে মিডল অর্ডারের ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে রোহিতের ৷ যা তিনি স্বীকারও করে নিয়েছেন ৷ আর আগামী একবছরের মধ্যে সেই সমস্যা সমাধানই আসল কাজ হবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, দলের ব্যাটিংয়ে যে গভীরতা বেড়েছে তা দেখে খুশি রোহিত ৷ ম্যাচ শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সে কথা বলতেও শোনা গিয়েছে রোহিতকে ৷
আরও পড়ুন : IND beats NZ at Eden : সৌরভের শহরে রোহিত-দ্রাবিড়ের মহারাজকীয় উত্থান
তাঁর কথায় বিশ্বের প্রায় সবক’টি ভাল দলের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে ৷ তাঁদের 8 ও 9নং ব্যাটসম্যানরাও বড় বড় হিট করতে পারেন ৷ যা রবিবারের ম্যাচে করে দেখিয়েছেন হর্ষল প্যাটেল এবং দীপক চহার ৷ বিশেষ করে মাত্র 140 রানে যখন দলের প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ সেই সময় কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 খেলা মিডিয়াম পেসার হর্ষল এবং দীপক ব্যাটহাতে ভারতকে 184 রান করতে সাহায্য করেন ৷
আরও পড়ুন : Sourav Ganguly Rings Eden Bell : ইডেনে প্রথমবার বেল বাজিয়ে ম্য়াচের সূচনা করলেন মহারাজ
তবে, আগামী দিনে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা দলে ফিরবেন ৷ সেই সময় ফের ভারতের ব্যাটিংয়ে স্থিরতা আসবে বলে মনে করেন রোহিত ৷ সেই সঙ্গে বুমরা, শামিরা ফিরলে বোলিং বিভাগও শক্তিশালী হয়ে উঠবে ৷ তবে, ভারতীয় দলে ক্রিকেটারদের জন্য সুরক্ষিত একটা পরিবেশ তৈরি করাই নতুন টিম ম্যানেজমেন্টের লক্ষ্য হবে বলে জানিয়েছেন তিনি ৷ যাতে খেলোয়াড়রা আরও বেশি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন ৷ আর তাই তরুণ ক্রিকেটারদের (Rohit Sharma on Young Crickters) বেশি করে সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি ৷ আর একই সুর শোনা গিয়েছে কোচ দ্রাবিড়ের কথাতেও ৷