কলম্বো, 19 ফেব্রুয়ারি : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার মিডিয়াম পেসার ধামিকা প্রসাদ ৷ 37 বছরের এই ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন ৷
প্রসঙ্গত, তারপরেই কাঁধের চোটে তাঁর ক্রিকেট কেরিয়ারে বড় ধাক্কা লাগে ৷ ফলে, আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা হয়নি তাঁর ৷ তবে, প্রথম শ্রেণির ক্রিকেট নিয়মিত খেলতেন তিনি ৷ চোট লাগার আগে শ্রীলঙ্কান দলের অন্যতম ভরসা ছিলেন ধামিকা প্রসাদ ৷ 2014 সালে ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ সেই সিরিজে একটি ম্যাচে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেওয়া শ্রীলঙ্কার কাছে ম্যাচ জয়ের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল ৷
আরও পড়ুন : ভারতের পর বাংলাদেশ, বাতিল শ্রীলঙ্কা সফর
টেস্ট ক্রিকেটে 75 উইকেট নিয়েছেন ধামিকা প্রসাদ ৷ ওয়ান’ডে ক্রিকেটে 24 ম্যাচে 32 উইকেট নিয়েছেন তিনি ৷ ইংল্যান্ডে সিরিজ জয়ের মুহূর্তে ধামিকার ভূমিকা নিয়ে এদিন স্মৃতিচারণা করেন প্রাক্তন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ ৷ তিনি সংবাদমাধ্যমে জানান, ‘‘আমরা কখনও ইংল্য়ান্ডে টেস্ট সিরিজ জিতিনি ৷ কিন্তু, লিডসের মাঠে চতুর্থদিনে যখন ধামিকা উইকেট নিল, তখনই আমাদের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল ও ৷ সেটা মনে রাখার মতো মুহূর্ত ছিল ৷’’