ETV Bharat / sports

Sourav Ganguly: কন্যাকে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে খোশ মেজাজে মহারাজ - Dona Gangul

লন্ডন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে, ছুটি কাটাতে যাননি মহারাজ ৷ মেয়ে সানাকে গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি করাতে গিয়েছেন সৌরভ এবং ডোনা ৷ অর্থনীতি নিয়ে লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি করানোর পর সানা, ডোনার সঙ্গে লন্ডনে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে ৷

sourav-ganguly-spent-a-lovly-moment-with-family-in-london
কন্যাকে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে খোশ মেজাজে মহারাজ
author img

By

Published : Sep 30, 2021, 5:03 PM IST

লন্ডন, 30 সেপ্টেম্বর : কলকাতার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ভালবাসার শহর লন্ডন ৷ সেই লন্ডনেই উচ্চশিক্ষার জন্য গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ৷ বর্তমানে স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে নিয়ে সেখানেই রয়েছেন বিসিসিআই সভাপতি ৷ অর্থনীতি নিয়ে লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সানা ৷ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভর্তি করার পর লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে সৌরভকে ৷

প্রসঙ্গত, একদিন আগেই লন্ডনের রাস্তায় প্রাতঃভ্রমণের ছবি পোস্ট করেছিলেন সৌরভ ৷ সেদিনই লন্ডনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে সূর্যাস্তের ছবি পোস্ট করেন সৌরভ ৷ যেখান থেকে লন্ডন আই দেখা যাচ্ছিল ৷ প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের আগে লন্ডনের এই ফ্ল্যাট কিনেছেন সৌরভ ৷ সেই সময় জানা গিয়েছিল, মেয়ে সানার উচ্চশিক্ষার জন্য এই বিলাস বহুল ফ্ল্যাটটি কিনেছেন তিনি ৷ সেই সময় ফ্ল্যাটের ইনটিরিয়রের কাজের ছবিও পোস্ট করেছিলেন সৌরভ ৷

আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হয়েছে ৷ সেই সময় দুবাইতে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মেয়েকে লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য সেখান থেকেই পরিবারের সঙ্গে লন্ডন যান তিনি ৷ আইপিএল এখনও শেষ হয়নি ৷ আগামী মাসের 14 তারিখ আইপিএল’র ফাইনাল ৷ তার পরেই মরুশহরে বিসিসিআই’র তত্ত্বাবধানে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ ফলে দীর্ঘ কর্মব্যস্ততায় রয়েছেন বিসিসিআই সভাপতি ৷ আর সেই ব্যস্ততার মধ্যেই মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর পর, পরিবারের সঙ্গে সময় কাটালেন তিনি ৷ হালকা মেজাজে বিশ্ববিদ্যালয় চত্বরে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরছেন দাদা ৷ স্ত্রী এবং মেয়ের সঙ্গে সেলফিও তুলছেন ৷

আরও পড়ুন : IPL 2021: ভারতীয় দলের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কাজ করছে আইপিএল : জয় শাহ

লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম সৌরভের অন্যতম প্রিয় জায়গা ৷ 26 বছর আগে এই শহরেই টেস্ট ক্রিকেটে মহারাজকীয় অভিষেক হয়েছিল তাঁর ৷ লর্ডসেই ন্যাটওয়েস্ট ট্রফি জয় করেছিলেন অধিনায়ক হিসেবে ৷ ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে টিশার্ট ওড়ানোর স্মৃতি রয়েছে বাংলার মহারাজের ৷ সেই শীতল সুন্দর লন্ডনের সকাল উপভোগ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিদেশে থাকলেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সংযমের ঘেরাটোপে রেখেছেন নিজেকে ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলেছেন সৌরভ ৷ তাই বিদেশেও শরীরচর্চা জারি রয়েছে তাঁর ৷

লন্ডন, 30 সেপ্টেম্বর : কলকাতার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ভালবাসার শহর লন্ডন ৷ সেই লন্ডনেই উচ্চশিক্ষার জন্য গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ৷ বর্তমানে স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে নিয়ে সেখানেই রয়েছেন বিসিসিআই সভাপতি ৷ অর্থনীতি নিয়ে লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সানা ৷ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভর্তি করার পর লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে সৌরভকে ৷

প্রসঙ্গত, একদিন আগেই লন্ডনের রাস্তায় প্রাতঃভ্রমণের ছবি পোস্ট করেছিলেন সৌরভ ৷ সেদিনই লন্ডনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে সূর্যাস্তের ছবি পোস্ট করেন সৌরভ ৷ যেখান থেকে লন্ডন আই দেখা যাচ্ছিল ৷ প্রসঙ্গত, 2019 বিশ্বকাপের আগে লন্ডনের এই ফ্ল্যাট কিনেছেন সৌরভ ৷ সেই সময় জানা গিয়েছিল, মেয়ে সানার উচ্চশিক্ষার জন্য এই বিলাস বহুল ফ্ল্যাটটি কিনেছেন তিনি ৷ সেই সময় ফ্ল্যাটের ইনটিরিয়রের কাজের ছবিও পোস্ট করেছিলেন সৌরভ ৷

আরও পড়ুন : RCB Win: ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে 7 উইকেটে হারাল ব্যাঙ্গালোর

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হয়েছে ৷ সেই সময় দুবাইতে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মেয়েকে লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য সেখান থেকেই পরিবারের সঙ্গে লন্ডন যান তিনি ৷ আইপিএল এখনও শেষ হয়নি ৷ আগামী মাসের 14 তারিখ আইপিএল’র ফাইনাল ৷ তার পরেই মরুশহরে বিসিসিআই’র তত্ত্বাবধানে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ ফলে দীর্ঘ কর্মব্যস্ততায় রয়েছেন বিসিসিআই সভাপতি ৷ আর সেই ব্যস্ততার মধ্যেই মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর পর, পরিবারের সঙ্গে সময় কাটালেন তিনি ৷ হালকা মেজাজে বিশ্ববিদ্যালয় চত্বরে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরছেন দাদা ৷ স্ত্রী এবং মেয়ের সঙ্গে সেলফিও তুলছেন ৷

আরও পড়ুন : IPL 2021: ভারতীয় দলের টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কাজ করছে আইপিএল : জয় শাহ

লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম সৌরভের অন্যতম প্রিয় জায়গা ৷ 26 বছর আগে এই শহরেই টেস্ট ক্রিকেটে মহারাজকীয় অভিষেক হয়েছিল তাঁর ৷ লর্ডসেই ন্যাটওয়েস্ট ট্রফি জয় করেছিলেন অধিনায়ক হিসেবে ৷ ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে টিশার্ট ওড়ানোর স্মৃতি রয়েছে বাংলার মহারাজের ৷ সেই শীতল সুন্দর লন্ডনের সকাল উপভোগ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিদেশে থাকলেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সংযমের ঘেরাটোপে রেখেছেন নিজেকে ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজেকে নিয়মের মধ্যে বেঁধে ফেলেছেন সৌরভ ৷ তাই বিদেশেও শরীরচর্চা জারি রয়েছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.