ETV Bharat / sports

ভারতীয় দলের সাইড-শো অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হারের কারণ : পেইন - টেস্ট সিরিজ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের দায়, ভারতীয় ক্রিকেটারদের উপরেই চাপালেন অজি অধিনায়ক টিম পেইন ৷ তাঁর মতে, ভারতীয় দলের সাইড শো-র কারণে ম্যাচ থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনোযোগ সরে গিয়েছিল ৷

side-show of the indian cricket team is the reason for Australias Test series loss says tim paine
ভারতীয় দলের ‘সাইড-শো’ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হারের কারণ : টিম পেইন
author img

By

Published : May 13, 2021, 10:09 PM IST

সিডনি, 13 মে : ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে 2-1 সিরিজ হারের দায় ভারতের উপরেই চাপালেন অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ৷ সিডনিতে চ্যাপেল ফাউনডেশনের এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন তিনি ৷ যেখানে পেইনের অভিযোগ, ভারতীয় ক্রিকেটারদের ‘সাইড-শো’ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনোসংযোগ নষ্ট করে দিয়েছিল ৷ আর সেই কারণেই বল থেকে ক্রিকেটারদের দৃষ্টি সরে গিয়েছিল ৷

টিম পেইনের এমন হাস্যকর অজুহাতে হতবাক ক্রিকেট বিশ্ব ৷ পেইন সিডনির ওই অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে খেললে সবচেয় বড় চ্যালেঞ্জ হল, তাঁরা আপনাকে খুব করে খোঁচাবে এবং ম্যাচ থেকে আপনার নজর সরিয়ে দেবে ৷ আর সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে যা আমাদের উপর প্রভাব ফেলেছিল ৷’’ উদাহরণ স্বরূপ টিম পেইন বলেন, ভারতীয় ক্রিকেটাররা গাব্বায় যেতে আপত্তি করেছিলেন ৷ তাঁর দাবি, ভারতের সেই সিদ্ধান্ত নাকি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দোটনায় ফেলে দিয়েছিল ৷ যা তাঁদের ম্যাচে প্রভাব ফেলেছিল ৷

আরও পড়ুন : আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং-এ 1নং স্থান ধরে রাখল ভারত

প্রসঙ্গত, ব্রিসবেনের হোটেলে পরিষেবা ভালো না থাকায় আপত্তি তুলেছিল ভারতীয় দল ৷ যা যে কোনও সফরকারী দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ এমনকি ভারতীয় দল তাঁদের একাধিক প্রথমসারির ক্রিকেটারকে ওই সিরিজে খুইয়েছিল চোটের কারণে ৷ কার্যত বি টিমকে নিয়ে পাওয়ার প্যাক অস্ট্রেলিয়াকে 2-1 ফলে সিরিজে হারিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

সিডনি, 13 মে : ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে 2-1 সিরিজ হারের দায় ভারতের উপরেই চাপালেন অস্ট্রেলিয়ান টেস্ট দলের অধিনায়ক টিম পেইন ৷ সিডনিতে চ্যাপেল ফাউনডেশনের এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন তিনি ৷ যেখানে পেইনের অভিযোগ, ভারতীয় ক্রিকেটারদের ‘সাইড-শো’ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনোসংযোগ নষ্ট করে দিয়েছিল ৷ আর সেই কারণেই বল থেকে ক্রিকেটারদের দৃষ্টি সরে গিয়েছিল ৷

টিম পেইনের এমন হাস্যকর অজুহাতে হতবাক ক্রিকেট বিশ্ব ৷ পেইন সিডনির ওই অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে খেললে সবচেয় বড় চ্যালেঞ্জ হল, তাঁরা আপনাকে খুব করে খোঁচাবে এবং ম্যাচ থেকে আপনার নজর সরিয়ে দেবে ৷ আর সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে যা আমাদের উপর প্রভাব ফেলেছিল ৷’’ উদাহরণ স্বরূপ টিম পেইন বলেন, ভারতীয় ক্রিকেটাররা গাব্বায় যেতে আপত্তি করেছিলেন ৷ তাঁর দাবি, ভারতের সেই সিদ্ধান্ত নাকি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দোটনায় ফেলে দিয়েছিল ৷ যা তাঁদের ম্যাচে প্রভাব ফেলেছিল ৷

আরও পড়ুন : আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং-এ 1নং স্থান ধরে রাখল ভারত

প্রসঙ্গত, ব্রিসবেনের হোটেলে পরিষেবা ভালো না থাকায় আপত্তি তুলেছিল ভারতীয় দল ৷ যা যে কোনও সফরকারী দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ এমনকি ভারতীয় দল তাঁদের একাধিক প্রথমসারির ক্রিকেটারকে ওই সিরিজে খুইয়েছিল চোটের কারণে ৷ কার্যত বি টিমকে নিয়ে পাওয়ার প্যাক অস্ট্রেলিয়াকে 2-1 ফলে সিরিজে হারিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.