ETV Bharat / sports

Sarandeep On Pujara : রান না করলে শীঘ্রই বাদ পড়বেন পূজারা, মত প্রাক্তন জাতীয় নির্বাচকের - Sarandeep Singh Remarks on Cheteshwar Pujara

চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার পক্ষে প্রাক্তন জাতীয় নির্বাচক সরণদীপ সিং (Sarandeep Singh Remarks on Cheteshwar Pujara) ৷ তাঁর মতে, রান না করতে পারলে অল্প সময়ের মধ্যেই প্রথম একাদশে জায়গা হারাবেন পূজারা ৷ বিশেষ করে যখন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার সেঞ্চুরি করে স্কোয়াডে থেকেও বাইরে বসে রয়েছেন (Sarandeep On Indian Middle Order) ৷

Sarandeep Singh Remarks on Off Form of Cheteshwar Pujara
Sarandeep Singh Remarks on Off Form of Cheteshwar Pujara
author img

By

Published : Jan 2, 2022, 10:55 AM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি : রান করতে না পারলে খুব শীঘ্রই চেতেশ্বর পূজারা প্রথম একাদশ থেকে বাদ পড়বেন ৷ এমনই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক সরণদীপ সিং ৷ সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডার একেবারেই রান পাচ্ছে না (Sarandeep On Indian Middle Order) ৷ যেখানে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের মত তিন অভিজ্ঞ ক্রিকেটার গত কয়েকটি সিরিজে সম্পূর্ণভাবে ব্যর্থ ৷ বিশেষ করে চেতেশ্বর পূজারা একেবারেই ছন্দে নেই বলে মন্তব্য করেন সরণদীপ সিং (Sarandeep Singh Remarks on Cheteshwar Pujara) ৷

তবে, সেঞ্চুরিয়নে প্রথমবার কোনও এশিয় দল হিসেবে টেস্ট জেতায় ভারতীয় দলের প্রশংসা করেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির সদস্য সরণদীপ সিং ৷ তবে, সেখানে দুই ওপেনারের ব্যাটে ভর করে ভারত ম্যাচ জিতেছে বলে জানান তিনি ৷ বিশেষ করে কে এল রাহুলের কথা উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর মতে, একমাত্র কে এল রাহুলের উপর ভরসাকে ভারত বিদেশের মাটিতে ম্যাচ কখনই জিততে পারবে না ৷ কারণ সব ম্যাচে তিনি রান করবেন, এমনটা হতে পারে না ৷ ফলে বিরাট, পূজারা এবং রাহানের মত সিনিয়র ক্রিকেটারকে নিজেদের ফর্ম দেখাতে হবে ৷ আর তা না হলে খুব শ্রীঘ্রই তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথম একাদশ থেকে জায়গা হারাতে হবে ৷ বিশেষ করে যখন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার সেঞ্চুরি করে স্কোয়াডে থেকেও বাইরে বসে রয়েছেন ৷

আরও পড়ুন : India Tour Of SA : সিরিজ জয়ের লক্ষ্যে বছরের প্রথমদিন ওয়ান্ডারার্সে গা-ঘামালেন কোহলিরা

এ ক্ষেত্রে অধিনায়ক হিসেবে কোহলি দলে থাকলেও, পূজারার বাদ পড়ার সম্ভাবনা বেশি ৷ আর যেহেতু বিদেশের মাটিতে রাহানের পারফর্মেন্স ভাল ৷ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে রাহুলের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন ৷ সেই ইনিংসের সুবাদে তাঁকে হয়ত আরও কয়েকটি ম্যাচ সুযোগ দেওয়া হতে পারে ৷

আরও পড়ুন : Team India New Year Celebration : ঐতিহাসিক জয়ের পর রেনবো নেশনে চুটিয়ে বর্ষবরণ বিরাটদের

পাশাপাশি ভারতের প্রথমবার সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ জেতা নিয়ে সরণদীপ সিং বলেন, দলগতভাবে ভারত অত্যন্ত ভাল খেলছে ৷ আর তিনি বিশ্বাস করেন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফিরবে ৷ তবে, দক্ষিণ আফ্রিকার দল অত্যন্ত দুর্বল বলে মনে করেন সরণদীপ সিং ৷ তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা দল ঘরের মাঠে সিরিজ নির্বাসন কাটিয়ে ফেরার জন্য খেলছে, জেতার জন্য নয় ৷ তাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই অত্যন্ত দুর্বল বলে জানান তিনি ৷ পাশাপাশি প্রথম টেস্টের পর অবসর নিয়েছে কুইন্টন ডি’কক ৷ তাঁকে ছাড়ায় এবার মাঠে নামতে হবে প্রোটিয়াদের ৷ ফলে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ আরও দুর্বল হয়ে পড়েছে বলে জানান সরণদীপ সিং ৷ তবে, ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 2 জানুয়ারি : রান করতে না পারলে খুব শীঘ্রই চেতেশ্বর পূজারা প্রথম একাদশ থেকে বাদ পড়বেন ৷ এমনই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক সরণদীপ সিং ৷ সংবাদ সংস্থা এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডার একেবারেই রান পাচ্ছে না (Sarandeep On Indian Middle Order) ৷ যেখানে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের মত তিন অভিজ্ঞ ক্রিকেটার গত কয়েকটি সিরিজে সম্পূর্ণভাবে ব্যর্থ ৷ বিশেষ করে চেতেশ্বর পূজারা একেবারেই ছন্দে নেই বলে মন্তব্য করেন সরণদীপ সিং (Sarandeep Singh Remarks on Cheteshwar Pujara) ৷

তবে, সেঞ্চুরিয়নে প্রথমবার কোনও এশিয় দল হিসেবে টেস্ট জেতায় ভারতীয় দলের প্রশংসা করেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির সদস্য সরণদীপ সিং ৷ তবে, সেখানে দুই ওপেনারের ব্যাটে ভর করে ভারত ম্যাচ জিতেছে বলে জানান তিনি ৷ বিশেষ করে কে এল রাহুলের কথা উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর মতে, একমাত্র কে এল রাহুলের উপর ভরসাকে ভারত বিদেশের মাটিতে ম্যাচ কখনই জিততে পারবে না ৷ কারণ সব ম্যাচে তিনি রান করবেন, এমনটা হতে পারে না ৷ ফলে বিরাট, পূজারা এবং রাহানের মত সিনিয়র ক্রিকেটারকে নিজেদের ফর্ম দেখাতে হবে ৷ আর তা না হলে খুব শ্রীঘ্রই তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথম একাদশ থেকে জায়গা হারাতে হবে ৷ বিশেষ করে যখন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার সেঞ্চুরি করে স্কোয়াডে থেকেও বাইরে বসে রয়েছেন ৷

আরও পড়ুন : India Tour Of SA : সিরিজ জয়ের লক্ষ্যে বছরের প্রথমদিন ওয়ান্ডারার্সে গা-ঘামালেন কোহলিরা

এ ক্ষেত্রে অধিনায়ক হিসেবে কোহলি দলে থাকলেও, পূজারার বাদ পড়ার সম্ভাবনা বেশি ৷ আর যেহেতু বিদেশের মাটিতে রাহানের পারফর্মেন্স ভাল ৷ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে রাহুলের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন ৷ সেই ইনিংসের সুবাদে তাঁকে হয়ত আরও কয়েকটি ম্যাচ সুযোগ দেওয়া হতে পারে ৷

আরও পড়ুন : Team India New Year Celebration : ঐতিহাসিক জয়ের পর রেনবো নেশনে চুটিয়ে বর্ষবরণ বিরাটদের

পাশাপাশি ভারতের প্রথমবার সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ জেতা নিয়ে সরণদীপ সিং বলেন, দলগতভাবে ভারত অত্যন্ত ভাল খেলছে ৷ আর তিনি বিশ্বাস করেন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফিরবে ৷ তবে, দক্ষিণ আফ্রিকার দল অত্যন্ত দুর্বল বলে মনে করেন সরণদীপ সিং ৷ তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা দল ঘরের মাঠে সিরিজ নির্বাসন কাটিয়ে ফেরার জন্য খেলছে, জেতার জন্য নয় ৷ তাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই অত্যন্ত দুর্বল বলে জানান তিনি ৷ পাশাপাশি প্রথম টেস্টের পর অবসর নিয়েছে কুইন্টন ডি’কক ৷ তাঁকে ছাড়ায় এবার মাঠে নামতে হবে প্রোটিয়াদের ৷ ফলে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ আরও দুর্বল হয়ে পড়েছে বলে জানান সরণদীপ সিং ৷ তবে, ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.