ETV Bharat / sports

নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া - স্টিভ স্মিথ

স্যান্ড পেপার গেট নিয়ে ক্যামরন ব্যানক্রফ্টের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই নড়েচড়ে বসল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ বল বিকৃতিকাণ্ডে কোনও তথ্য কারও কাছে থাকলে, তা প্রকাশ্যে আনার আবেদন করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

sandpapergate-cricket-australia-open-to-reinvestigation-into-the-scandal
নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
author img

By

Published : May 16, 2021, 4:43 PM IST

সিডনি, 16 মে : স্যান্ড পেপার গেট নিয়ে ফের একবার তদন্ত শুরু করতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ 2018 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অজি ব্যাটসম্যান ক্যামরন ব্যানক্রফ্টের বিরুদ্ধে ৷ যে ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সম্পূর্ণ মদত ছিল ৷ যে ঘটনায় এবার বোলারদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে ৷ যে অভিযোগ সামনে এসেছে স্যান্ড পেপার গেটের অন্যতম অভিযুক্ত ক্যামরন ব্যানক্রফ্টের একটি সাক্ষাৎকারের বয়ান থেকে ৷

এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া সবরকম দিক খতিয়ে দেখবে ৷ যদি কারও কাছে 2018 সালের কেপ টাউন টেস্ট নিয়ে কোনও নতুন তথ্য থাকে, তবে তাঁরা সামনে এসে সেই তথ্য পেশ করুন ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সেই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সেই সময় বিস্তারিত এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছিল ৷ সেই সময় থেকে আর কেউ নতুন কোনও তথ্য পেশ করেনি, যা দেখে মনে হতে পারে তদন্তে গাফিলতি থেকে গিয়েছিল ৷

আরও পড়ুন : তাঁর বিরুদ্ধে নোংরা প্রচার হয়েছে, অভিযোগ রমনের

প্রসঙ্গত, দু’দিন আগে এক সাক্ষাৎকারে ক্যামরন ব্যানক্রফ্ট জানিয়েছিলেন, কেপ টাউনের সেই ম্যাচ কয়েকজন বোলার জানতেন যে, তাঁদের সুবিধা করতে বল বিকৃতি করা হবে ৷

সিডনি, 16 মে : স্যান্ড পেপার গেট নিয়ে ফের একবার তদন্ত শুরু করতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ 2018 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অজি ব্যাটসম্যান ক্যামরন ব্যানক্রফ্টের বিরুদ্ধে ৷ যে ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সম্পূর্ণ মদত ছিল ৷ যে ঘটনায় এবার বোলারদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে ৷ যে অভিযোগ সামনে এসেছে স্যান্ড পেপার গেটের অন্যতম অভিযুক্ত ক্যামরন ব্যানক্রফ্টের একটি সাক্ষাৎকারের বয়ান থেকে ৷

এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া সবরকম দিক খতিয়ে দেখবে ৷ যদি কারও কাছে 2018 সালের কেপ টাউন টেস্ট নিয়ে কোনও নতুন তথ্য থাকে, তবে তাঁরা সামনে এসে সেই তথ্য পেশ করুন ৷ পাশাপাশি এও জানানো হয়েছে, সেই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সেই সময় বিস্তারিত এবং পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছিল ৷ সেই সময় থেকে আর কেউ নতুন কোনও তথ্য পেশ করেনি, যা দেখে মনে হতে পারে তদন্তে গাফিলতি থেকে গিয়েছিল ৷

আরও পড়ুন : তাঁর বিরুদ্ধে নোংরা প্রচার হয়েছে, অভিযোগ রমনের

প্রসঙ্গত, দু’দিন আগে এক সাক্ষাৎকারে ক্যামরন ব্যানক্রফ্ট জানিয়েছিলেন, কেপ টাউনের সেই ম্যাচ কয়েকজন বোলার জানতেন যে, তাঁদের সুবিধা করতে বল বিকৃতি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.