ETV Bharat / sports

বিরাটের সাহসে গর্বিত মাস্টার ব্লাস্টার - বিরাট কোহলির সাহসের প্রশংসা

প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মার্ক নিকলাসের অনুষ্ঠানে 2014 সালে ইংল্যান্ড সফরে নিজের অবসাদগ্রস্ত হয়ে পড়ার কথা বলেন ভারত অধিনায়ক ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, সেই কঠিন সময় থেকে বিরাটকে বেরিয়ে আসলতে সাহায্য করেছিলেন সচিন ৷ বিরাটের এই জনসমক্ষে নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথা বলার সাহস দেখে মাস্টার ব্লাস্টার তাঁর উপর গর্বিত ৷

Sachin Tendulkar took to Twitter to commend Indian skipper Virat Kohli for sharing such personal experiences with everyone
বিরাটের সাহসে গর্বিত মাস্টার ব্লাস্টার
author img

By

Published : Feb 20, 2021, 8:25 PM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি : বিরাট কোহলির সাহসের প্রশংসা করে টুইট করলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ নিজের মানসিক অবসাদ নিয়ে জনসমক্ষে কথা বলার সাহসের প্রশংসা করেন সচিন ৷ যেখানে তিনি উল্লেখ করেন, বিরাটের সাফল্য এবং তাঁর ব্যক্তিগত কঠিন সময়ের কথা বলার সাহসে তিনি গর্বতি ৷

প্রসঙ্গত, প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মার্ক নিকলাসের অনুষ্ঠানে 2014 সালে ইংল্যান্ড সফরে নিজের অবসাদগ্রস্ত হয়ে পড়ার কথা বলেন ভারত অধিনায়ক ৷ সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি কোনও রান করতে পারেননি ৷ এমনকী ভারতকে সেই টেস্ট সিরিজ 4-0 হেরে ফিরতে হয়েছিল ৷ সেই সময় বিরাটের খেলা নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ এমনকী বিরাট নিজে রান করতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, সেই কঠিন সময় থেকে বিরাটকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন সচিন ৷

আরও পড়ুন :ভারতীয় দলের কঠিন চরিত্র, বিরাট কোহলির আমদানি : নাসের

বিরাটের জনসমক্ষে নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথা বলার সাহস দেখে মাস্টার ব্লাস্টার তাঁর উপর গর্বিত ৷ এনিয়ে একটি টুইট করে তিনি লেখেন, ‘‘বিরাট কোহলি আমি তোমার সাফল্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে আনার সাহসে গর্ববোধ করছি ৷ এই বয়সে সোশাল মিডিয়ায় তরুণদের ক্রমাগত বিচার করা হয় ৷ হাজার হাজার মানুষ তাঁদের নিয়ে কথা বলে, কিন্তু, তাঁদের হয়ে কেউ কথা বলে না ৷ আমাদের তাঁদের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার সমাধানে সাহায্য করতে হবে ৷’’

  • .@imVkohli, proud of your success & decision to share such personal experiences.

    These days youngsters are constantly judged on social media. Thousands speak about them but not to them.

    We need to be able to listen to them and help them flourish. https://t.co/xsBThtzOTx

    — Sachin Tendulkar (@sachin_rt) February 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 20 ফেব্রুয়ারি : বিরাট কোহলির সাহসের প্রশংসা করে টুইট করলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ নিজের মানসিক অবসাদ নিয়ে জনসমক্ষে কথা বলার সাহসের প্রশংসা করেন সচিন ৷ যেখানে তিনি উল্লেখ করেন, বিরাটের সাফল্য এবং তাঁর ব্যক্তিগত কঠিন সময়ের কথা বলার সাহসে তিনি গর্বতি ৷

প্রসঙ্গত, প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মার্ক নিকলাসের অনুষ্ঠানে 2014 সালে ইংল্যান্ড সফরে নিজের অবসাদগ্রস্ত হয়ে পড়ার কথা বলেন ভারত অধিনায়ক ৷ সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি কোনও রান করতে পারেননি ৷ এমনকী ভারতকে সেই টেস্ট সিরিজ 4-0 হেরে ফিরতে হয়েছিল ৷ সেই সময় বিরাটের খেলা নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ এমনকী বিরাট নিজে রান করতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, সেই কঠিন সময় থেকে বিরাটকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন সচিন ৷

আরও পড়ুন :ভারতীয় দলের কঠিন চরিত্র, বিরাট কোহলির আমদানি : নাসের

বিরাটের জনসমক্ষে নিজের একান্ত ব্যক্তিগত সমস্যার কথা বলার সাহস দেখে মাস্টার ব্লাস্টার তাঁর উপর গর্বিত ৷ এনিয়ে একটি টুইট করে তিনি লেখেন, ‘‘বিরাট কোহলি আমি তোমার সাফল্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে আনার সাহসে গর্ববোধ করছি ৷ এই বয়সে সোশাল মিডিয়ায় তরুণদের ক্রমাগত বিচার করা হয় ৷ হাজার হাজার মানুষ তাঁদের নিয়ে কথা বলে, কিন্তু, তাঁদের হয়ে কেউ কথা বলে না ৷ আমাদের তাঁদের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার সমাধানে সাহায্য করতে হবে ৷’’

  • .@imVkohli, proud of your success & decision to share such personal experiences.

    These days youngsters are constantly judged on social media. Thousands speak about them but not to them.

    We need to be able to listen to them and help them flourish. https://t.co/xsBThtzOTx

    — Sachin Tendulkar (@sachin_rt) February 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.