ETV Bharat / sports

14 বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা - first time in 14 years

2টি টেস্ট ম্য়াচ এবং তিনটি টি-20 ম্য়াচ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৷ করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্য়াচ খেলা হবে ৷ তিনটি টি-20 ম্য়াচ খেলা হবে লাহোরে ৷

sa-to-tour-pakistan-first-time-in-14-years-for-two-tests-and-three-t20is
14 বছর পর পাকিস্তানে ক্রিকেট সফরে দক্ষিণ আফ্রিকা
author img

By

Published : Dec 9, 2020, 8:41 PM IST

করাচি, 9 ডিসেম্বর : আগামী বছর জানুয়ারিতে 14 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ৷ বুধবার একথা জানাল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ সফরে 2টি টেস্ট ম্য়াচ এবং তিনটি টি-20 ম্য়াচ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৷ করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্য়াচ খেলা হবে ৷ তিনটি টি-20 ম্য়াচ খেলা হবে লাহোরে ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, 16 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান পৌঁছাবে ৷ 26-30 জানুয়ারি করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে ৷

দ্বিতীয় টেস্ট শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডির গদ্দাফি স্টেডিয়ামে ৷ এরপর লাহোরে 11, 13 ও 14 ফেব্রুয়ারি তিন ম্য়াচের টি-20 সিরিজ় আয়োজিত হবে ৷ করাচি পৌঁছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কোয়ারানটিনে থাকবেন ৷ পরে প্র্য়াকটিসে যোগ দেবেন এবং নিজেদের মধ্য়েই প্র্য়াকটিস ম্য়াচ খেলবে ৷ এমনটাই পিসিবির তরফে জানানো হয়েছে ৷ শেষ 2007 সালে পাকিস্তান সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ৷ সেই বছর করাচি টেস্ট 160 রানে জিতে 1-0-তে সিরিজ় জিতেছিল প্রোটিয়াসরা ৷ এরপর 2010 ও 2013 সালে দু’দেশের মধ্য়ে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানে তরফে সিরিজ়ের আয়োজন করা হয়েছিল ৷

আরও পডুন : কোরোনা আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দলের 8 সদস্য

1995 সাল থেকে দু’দেশের মধ্য়ে মোট 11টি টেস্ট সিরিজ় খেলা হয়েছে ৷ যার মধ্য়ে দক্ষিণ আফ্রিকা 7টি সিরিজ় জিতেছে এবং 2003 সালে পাকিস্তান মাত্র একটি সিরিজ় জিতছে ৷

করাচি, 9 ডিসেম্বর : আগামী বছর জানুয়ারিতে 14 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ৷ বুধবার একথা জানাল পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ সফরে 2টি টেস্ট ম্য়াচ এবং তিনটি টি-20 ম্য়াচ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৷ করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্য়াচ খেলা হবে ৷ তিনটি টি-20 ম্য়াচ খেলা হবে লাহোরে ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, 16 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তান পৌঁছাবে ৷ 26-30 জানুয়ারি করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্য়াচ খেলা হবে ৷

দ্বিতীয় টেস্ট শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডির গদ্দাফি স্টেডিয়ামে ৷ এরপর লাহোরে 11, 13 ও 14 ফেব্রুয়ারি তিন ম্য়াচের টি-20 সিরিজ় আয়োজিত হবে ৷ করাচি পৌঁছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কোয়ারানটিনে থাকবেন ৷ পরে প্র্য়াকটিসে যোগ দেবেন এবং নিজেদের মধ্য়েই প্র্য়াকটিস ম্য়াচ খেলবে ৷ এমনটাই পিসিবির তরফে জানানো হয়েছে ৷ শেষ 2007 সালে পাকিস্তান সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ৷ সেই বছর করাচি টেস্ট 160 রানে জিতে 1-0-তে সিরিজ় জিতেছিল প্রোটিয়াসরা ৷ এরপর 2010 ও 2013 সালে দু’দেশের মধ্য়ে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানে তরফে সিরিজ়ের আয়োজন করা হয়েছিল ৷

আরও পডুন : কোরোনা আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দলের 8 সদস্য

1995 সাল থেকে দু’দেশের মধ্য়ে মোট 11টি টেস্ট সিরিজ় খেলা হয়েছে ৷ যার মধ্য়ে দক্ষিণ আফ্রিকা 7টি সিরিজ় জিতেছে এবং 2003 সালে পাকিস্তান মাত্র একটি সিরিজ় জিতছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.