কলকাতা, 8 ডিসেম্বর : আইসিসি’র অলরাউন্ডার টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Mens Test Player Ranking) দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাটে ও বলে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ব়্যাঙ্কিং তালিকায় এই উন্নতি ভারতীয় স্পিনিং অলরাউন্ডারের ৷ জাতীয় দলের সতীর্থ রবীন্দ্র জাদেজাকে সরিয়ে দু’নম্বরে উঠে এসেছেন তিনি ৷ তবে, জাদেজা দু’ধাপ নেমে 4 নম্বরে চলে গিয়েছেন ৷ এই মুহূর্তে 382 পয়েন্ট নিয়ে পয়লা নম্বর স্থানে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার ৷ অশ্বিনের পয়েন্ট 360 (Ravichandran Ashwin Becomes No 2 All Rounder of ICC Ranking) ৷ তাঁর পিছনে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস ৷ তাঁর পয়েন্ট 348 ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচে টেস্ট সিরিজে মোট 14 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সেই সঙ্গে ব্যাট হাতে মোট 70 রান করেছেন ভারতীয় এই বোলিং অলরাউন্ডার ৷ তবে, শুধু অশ্বিন নন ৷ ভারতীয় ব্যাটাররাও আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে দ্বিতীয় টেস্টের দুটি ইনিংসে দেড়শো এবং 62 রান করার সুবাদে আইসিসি’র ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে 30 ধাপ উপরে উঠে এসেছেন ময়ঙ্ক আগরওয়াল ৷ বর্তমানে ব্যাটারদের তালিকায় 11 নম্বরে রয়েছেন তিনি ৷ তাঁর রেটিং পয়েন্ট 712 ৷ প্রসঙ্গত, 2019 সালে ঘরের মাঠে দু’টো ডবল সেঞ্চুরি করার সুবাদে প্রথম দশজন ব্যাটারদের মধ্যে ছিলেন ময়ঙ্ক ৷
আরও পড়ুন : Ashes Series 2021-22 : অ্যাসেজের প্রথম ম্যাচে ক্যাঙ্গারুদের দাপট, 147 রানে অল আউট ইংল্যান্ড
ময়ঙ্ক ছাড়া ভারতের আরও এক ওপেনার রোহিত শর্মা 797 পয়েন্ট নিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ের 5 নম্বরে রয়েছেন ৷ তাঁর পরেই 6 নম্বরে রয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর রেটিং পয়েন্ট 756 ৷ অন্যদিকে, মুম্বই টেস্টে প্রথম ইনিংসে 10 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 4 উইকেট সুবাদে টেস্ট বোলারদের তালিকায় 38 ধাপ উঠে 23 নম্বরে উঠে এসেছেন ৷ ভারতের অক্ষর প্যাটেলও আইসিসি বোলিং ব়্য়াঙ্কিংয়ে তিন ধাপ উপরে উঠেছেন ৷