দুবাই, 16 নভেম্বর : 2024-2031 সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের সকল আয়োজন দেশের নাম ঘোষণা করল ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ যেখানে মোট 14 দেশের নাম রয়েছে ৷ যার মধ্যে 2025 সালে ফের একবার ক্রিকেটের মূল সূচিতে ফিরিয়ে আনা হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ৷ আর এই টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে বাছা হয়েছে পাকিস্তানকে ৷ আইসিসি’র মোট 11টি পূর্ণ সময়ের সদস্য দেশ এবং 3টি অ্যাসোসিয়েট মেম্বারকে টুর্নামেন্ট আয়োজনের জন্য বাছা হয়েছে ৷ যেখানে পুরুষদের দু’টি বিশ্বকাপ, 4টি টি-20 বিশ্বকাপ এবং দু’টি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ৷
যেখানে প্রথমবার অ্যাসোসিয়েট দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে এর আগে আইসিসি’র বড় টুর্নামেন্টের আয়োজন করেছিল ৷ আগামী দশকেও এই দেশগুলি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে থাকবে ৷
আয়োজক দেশ নির্বাচন করা হয়েছে প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে ৷ যার তত্ত্বাবোধানের দায়িত্বে ছিলেন আইসিসি’র বোর্ড সাব-কমিটির সদস্য মার্টিন স্নেডেন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি স্কেরিট ৷ আইসিসি বোর্ডের তরফে সাব কমিটির দেওয়া প্রস্তাবিত দেশের নামগুলিকে গ্রহণ করা হয়েছে ৷ যে নামগুলি বিডের মাধ্যমে এবং আইসিসি’র ম্যানেজমেন্টের তত্ত্বাবোধানে বাছা হয়েছে ৷ একইভাবে আগামী বছরের শুরুর দিকে আইসিসি মহিলা বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক দেশের নাম বাছাই করা হবে ৷
আরও পড়ুন : Hardik Pandya : বিমানবন্দরে 5 কোটির ঘড়ি বাজেয়াপ্ত, গুজব বলে অভিযোগ ওড়ালেন পান্ডিয়া
এ নিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘‘আইসিসি ইভেন্টের জন্য প্রথমবার আয়োজিত প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছি ৷ যেখানে 14টি সদস্য দেশ মোট 8টি ইভেন্টের আয়োজন করবে ৷ যা আমাদের এই খেলার বৈশ্বিক ব্যাপ্তির উদাহরণ ৷ আমি আমাদের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই বিডে অংশ নেওয়ার জন্য এবং সফল বিডারদের শুভেচ্ছা জানাই ৷"