ম্যানচেস্টার, 10 সেপ্টেম্বর : ভারতীয় শিবিরে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় বাতিল করা হয়েছে ম্যানচেস্টারে আয়োজিত ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ৷ আজ থেকে এই টেস্ট শুরু হওয়ার কথা ছিল ৷ কোচ রবি শাস্ত্রী সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের মধ্যে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ গতকাল ভারতীয় ক্রিকেটারদের রিপোর্টও নেগেটিভ এসেছে ৷ কিন্তু, দলের ভিতরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা এবং বিসিসিআই সভাপতি, সচিব-সহ অন্যান্যরা একসঙ্গে এনিয়ে আলোচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে, পঞ্চম টেস্ট পুরোপুরি বাতিল করা হবে না বলে দাবি করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷
সংবাদ সংস্থা এএনআইকে রাজীব শুক্লা বলেন, ‘‘বিসিসিআই সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, আমি এবং যুগ্মসচিবের সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সিইও’র দীর্ঘ আলোচনা হয়েছে ৷ যেখানে দুই দলের অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন ৷ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ম্যানচেস্টারে আয়োজিত এই টেস্ট ম্যাচ বাতিল করা হচ্ছে ৷’’ কিন্তু, ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এই টেস্ট ম্যাচ করাতে ইচ্ছুক বলে জানিয়েছেন শুক্লা ৷ তিনি বলেন, ‘‘আরও একটি বিষয়ে আপনারা জানেন, ইসিবি’র সঙ্গে অন্যান্য সব বিষয়গুলির সমাধান সূত্র বের করতে আলোচনা চলছে ৷ এখানে ম্যাচ বাতিল করার কোনও প্রশ্নই ওঠে না, এটা শুধুমাত্র স্থগিত করা হয়েছে ৷’’
আরও পড়ুন : ind vs eng : করোনার জেরে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, সিরিজ় জিতল ভারত
প্রসঙ্গত, আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে তাদের অফিসিয়াল টুইটারে জানানো হয়, সম্প্রতি বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার পর ইসিবি নিশ্চিত করছে যে, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে আজ শুরু হতে চলা পঞ্চম টেস্ট বাতিল করা হচ্ছে ৷ গতকালই ভারতীয় দলের আরেক ফিজিও যোগেশ পারমারের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে ৷ এর আগে চতুর্থ টেস্ট চলাকালীন কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং আরেক ফিজিও নীতিন প্যাটেল করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ এবার দলের আরেক ফিজিও করোনা আক্রান্ত হওয়ায় ক্রিকেটাররা নিজেরাই টেস্ট খেলা থেকে পিছিয়ে আসেন ৷ তাঁরা বোর্ডের কাছে ম্যাচ বাতিলের আবেদন জানান ৷
আরও পড়ুন : Mahendra Singh Dhoni : মেন্টর ধোনি আসলে ভবিষ্যতের কোচ তৈরির প্রস্তুতি, বলছেন কেশব বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, আগামী 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল’র দ্বিতীয় ধাপের ম্যাচ শুরু হতে যাচ্ছে ৷ তার আগে ভারতীয় শিবিরে করোনা থাবা বসিয়েছে ৷ তাই ক্রিকেটারদের আর বিপদের মধ্যে ফেলতে নারাজ অধিনায়ক বিরাট কোহলি ৷ এমনকি অক্টোবরে টি-20 বিশ্বকাপ রয়েছে ৷ তাই কোনওভাবেই আর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ৷
আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান