ETV Bharat / sports

Unmukt Chand : আমেরিকার হয়ে ক্রিকেট খেলা লক্ষ্য উন্মুক্তের - ভারতীয় ব্যাটসম্যান

ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন 2012 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চন্দ ৷ ভারতে কাটানো তাঁর সময় নিয়ে সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন 28 বছরের এই ক্রিকেটার ৷

looking-to-play-for-usa-in-a-couple-of-years-says-unmukt-chand
কয়েকবছরের মধ্যে আমেরিকার হয়ে ক্রিকেট খেলা লক্ষ্য উন্মুক্তের
author img

By

Published : Aug 19, 2021, 10:03 PM IST

নয়াদিল্লি, 19 অগস্ট : ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চন্দ, 2012 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তরুণ এই প্রতিভা ৷ আশা করা হয়েছিল বিরাট কোহলির পর তিনি ভারতের পরবর্তী তারকা ব্য়াটসম্যান হিসেবে উঠে আসবেন ৷ আর তার পিছনে অন্যতম কারণ ছিল, উন্মুক্ত চন্দের ব্য়াটিং প্রতিভা ৷ কিন্তু, কেরিয়ারে ওঠা পড়া তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা কঠিন করে দেয় ৷ এরই মধ্যে একাধিক তরুণ প্রতিভা জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার হয়ে ওঠেন ৷ ফলে জাতীয় দলে আর তাঁর শিঁকে ছেড়েনি ৷ তাই সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি পাড়ি দিয়েছেন সূদূর আমেরিকায় ৷ আমেরিকার জাতীয় দলের হয়ে খেলবে বলে 28 বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যে সেখানকার মাইনর লিগ ক্রিকেট খেলতে শুরু করেছেন ৷ সেখান থেকেই সংবাদ সংস্থা আইএনএস-কে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকার দিলেন উন্মুক্ত চন্দ ৷

ভারতে আপনার কেরিয়ারকে কীভাবে দেখবেন ?

ভারতে আমার সময়টা খুব ভাল ছিল ৷ একটা স্তর থেকে উঠে এসে প্রথমে, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 এর দিনগুলি এবং সেখান থেকে রঞ্জি ট্রফি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়া এ খেলা ৷ আমি বলতে চাইছি, এটা খুব ভাল একটা অভিজ্ঞতা ছিল ৷ এটা আমার খুব ভাল লেগেছে ৷ যখন আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন আমি ভাবতেও পারিনি আমার এই সফরটা এভাবে শেষ হবে ৷ আমি খুব ভাগ্যবান এমন গৌরবময় মুহূর্তগুলোকে উপভোগ করেছি ৷ সেই সঙ্গে অনেক খারাপ সময়ও কাটিয়েছি ৷ যে সময় একজন ক্রিকেটারের জীবনে আসে ৷ এই জীবনটা বাঁচতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে ৷ যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি ৷ ভারতে অনেকটা সময় কাটাতে পেরে আমি নিজেকে খুব ভাগ্য়বান মনে করি ৷ যেখানে আমি তিন মাস আগেও ছিলাম ৷ আমি ক্রিকেট খেলা ছাড়া আর কিছু পারি না ৷ আমি খুবই ভাগ্যবান যে, ভারতে ক্রিকেট খেলতে পেরেছি এবং ভারতীয় ক্রিকেটে কিছুটা হলেও নিজের ছাপ রাখতে পেরেছি ৷ এবার আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে ভাবতে চাই ৷

2012 অনূর্ধ্ব বিশ্বকাপ জিতে যখন আপনি ফিরেছিলেন, তখন কি আপনি আশা করেছিলেন যে খুব দ্রুত ভারতের হয়ে খেলবেন ?

দেখুন, অবশ্য়ই, দেশের হয়ে খেলাটা সবার একটা স্বপ্ন ৷ যে কোনও অনূর্ধ্ব-19 ক্রিকেটার তাঁর দেশের হয়ে খেলতে চাইবেন ৷ সেটাই লক্ষ্য ৷ এটা আমার ক্ষেত্রে খুব চট করে হয়েছিল ৷ আমি এটার (জাতীয় দলে সুযোগ) খুব কাছে অনেকবার গিয়েছিলাম ৷ কিন্তু, প্রত্যেকবার কোনওভাবে সেটা হয়নি ৷ ক্রিকেটে ভাগ্য অনেক বড় ভূমিকা পালন করে ৷ আমরা সেটা সবাই জানি ৷ আমার সফর যেভাবে কেটেছে, সেটা নিয়ে আমি খুব শান্তিতে রয়েছি ৷

আরও পড়ুন : Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট

আপনি মনে করেন ভারতের সিনিয়রদের সঙ্গে খেলার সুযোগ প্রভাব ফেলে ?

যখন আপনি কেরিয়ারের পিছনে ফিরে তাকাবেন, তখন অবশ্যই মনে হবে, আপনি যদি কোনও একটা সফরে যেতেন এবং সিনিয়ররা আপনার পিঠ চাপড়ে দিত ৷ তাহলে সেটা অবশ্য়ই কিছুটা প্রভাব ফেলবে ৷

নয়াদিল্লি, 19 অগস্ট : ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চন্দ, 2012 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তরুণ এই প্রতিভা ৷ আশা করা হয়েছিল বিরাট কোহলির পর তিনি ভারতের পরবর্তী তারকা ব্য়াটসম্যান হিসেবে উঠে আসবেন ৷ আর তার পিছনে অন্যতম কারণ ছিল, উন্মুক্ত চন্দের ব্য়াটিং প্রতিভা ৷ কিন্তু, কেরিয়ারে ওঠা পড়া তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা কঠিন করে দেয় ৷ এরই মধ্যে একাধিক তরুণ প্রতিভা জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিদার হয়ে ওঠেন ৷ ফলে জাতীয় দলে আর তাঁর শিঁকে ছেড়েনি ৷ তাই সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি পাড়ি দিয়েছেন সূদূর আমেরিকায় ৷ আমেরিকার জাতীয় দলের হয়ে খেলবে বলে 28 বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যে সেখানকার মাইনর লিগ ক্রিকেট খেলতে শুরু করেছেন ৷ সেখান থেকেই সংবাদ সংস্থা আইএনএস-কে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকার দিলেন উন্মুক্ত চন্দ ৷

ভারতে আপনার কেরিয়ারকে কীভাবে দেখবেন ?

ভারতে আমার সময়টা খুব ভাল ছিল ৷ একটা স্তর থেকে উঠে এসে প্রথমে, অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 এর দিনগুলি এবং সেখান থেকে রঞ্জি ট্রফি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়া এ খেলা ৷ আমি বলতে চাইছি, এটা খুব ভাল একটা অভিজ্ঞতা ছিল ৷ এটা আমার খুব ভাল লেগেছে ৷ যখন আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন আমি ভাবতেও পারিনি আমার এই সফরটা এভাবে শেষ হবে ৷ আমি খুব ভাগ্যবান এমন গৌরবময় মুহূর্তগুলোকে উপভোগ করেছি ৷ সেই সঙ্গে অনেক খারাপ সময়ও কাটিয়েছি ৷ যে সময় একজন ক্রিকেটারের জীবনে আসে ৷ এই জীবনটা বাঁচতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে ৷ যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি ৷ ভারতে অনেকটা সময় কাটাতে পেরে আমি নিজেকে খুব ভাগ্য়বান মনে করি ৷ যেখানে আমি তিন মাস আগেও ছিলাম ৷ আমি ক্রিকেট খেলা ছাড়া আর কিছু পারি না ৷ আমি খুবই ভাগ্যবান যে, ভারতে ক্রিকেট খেলতে পেরেছি এবং ভারতীয় ক্রিকেটে কিছুটা হলেও নিজের ছাপ রাখতে পেরেছি ৷ এবার আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে ভাবতে চাই ৷

2012 অনূর্ধ্ব বিশ্বকাপ জিতে যখন আপনি ফিরেছিলেন, তখন কি আপনি আশা করেছিলেন যে খুব দ্রুত ভারতের হয়ে খেলবেন ?

দেখুন, অবশ্য়ই, দেশের হয়ে খেলাটা সবার একটা স্বপ্ন ৷ যে কোনও অনূর্ধ্ব-19 ক্রিকেটার তাঁর দেশের হয়ে খেলতে চাইবেন ৷ সেটাই লক্ষ্য ৷ এটা আমার ক্ষেত্রে খুব চট করে হয়েছিল ৷ আমি এটার (জাতীয় দলে সুযোগ) খুব কাছে অনেকবার গিয়েছিলাম ৷ কিন্তু, প্রত্যেকবার কোনওভাবে সেটা হয়নি ৷ ক্রিকেটে ভাগ্য অনেক বড় ভূমিকা পালন করে ৷ আমরা সেটা সবাই জানি ৷ আমার সফর যেভাবে কেটেছে, সেটা নিয়ে আমি খুব শান্তিতে রয়েছি ৷

আরও পড়ুন : Virat Kohli : কোহলির মুখের ভাষা খুব খারাপ ! ইংরেজ ক্রিকেটারের তোপের মুখে বিরাট

আপনি মনে করেন ভারতের সিনিয়রদের সঙ্গে খেলার সুযোগ প্রভাব ফেলে ?

যখন আপনি কেরিয়ারের পিছনে ফিরে তাকাবেন, তখন অবশ্যই মনে হবে, আপনি যদি কোনও একটা সফরে যেতেন এবং সিনিয়ররা আপনার পিঠ চাপড়ে দিত ৷ তাহলে সেটা অবশ্য়ই কিছুটা প্রভাব ফেলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.