ETV Bharat / sports

India vs South Africa : চোটের জন্য নেই রোহিত, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের নেতা রাহুল

চোটের জন্য ওয়ান ডে সিরিজেও খেলতে পারছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা (injured Rohit Sharma misses out) ৷

IND vs SA
বিশ্রামে রোহিত, দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে'র নেতা রাহুল
author img

By

Published : Dec 31, 2021, 9:37 PM IST

Updated : Jan 1, 2022, 7:49 AM IST

মুম্বই, 31 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul to lead team India in one day series against South Africa) ৷সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘোষণা করেছে ৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আগামী 19 থেকে 23 জানুয়ারি সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে 'মেন ইন ব্লু'৷ এই সিরিজের জন্য এদিন 18 সদস্যের ভারতীয় দলের নামও ঘোষণা করেছে বিসিসিআই ৷ চোটের জন্য টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজে খেলতে পারছেন না রোহিত শর্মা ৷

  • #TeamIndia for three ODI series against South Africa announced.

    The All-India Senior Selection Committee has named Mr KL Rahul as Captain for the ODI series as Mr Rohit Sharma is ruled out owing to an injury.

    WATCH the PC live here - https://t.co/IVYMIoWXkq

    — BCCI (@BCCI) December 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোহিতের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল ৷ তাঁর শতরানে ভর করে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত ৷ এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ওয়ান ডে সিরিজে নেতৃত্বের ব্যাটন হাতে পেলেন টিম ইন্ডিয়ার এই ধ্রুপদি ব্যাটার ৷ চোট না-সারায় ওয়ান ডে সিরিজেও রোহিতকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা ৷ ফলে নেতা হিসেবে বেছে নেন রাহুলকে ৷ তাঁর ডেপুটির দায়িত্ব পালন করবেন ডানহাতি পেসার বুমরা ৷ তবে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টে বল হাতে নায়ক মহম্মদ শামিকে ৷ আর চোটের কারণে দলে জায়গা হয়নি অক্ষর প্যাটেল ও রবীন্দ্র ডজাদেজার ৷ তবে ফের ভারতীয় দলে ফিরলেন বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান ৷

  • TEAM : KL Rahul (Capt), Shikhar Dhawan, Ruturaj Gaekwad, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Venkatesh Iyer, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, R Ashwin, W Sundar, J Bumrah (VC), Bhuvneshwar Kumar,Deepak Chahar, Prasidh Krishna, Shardul Thakur, Mohd. Siraj

    — BCCI (@BCCI) December 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ান ডে সিরিজে ভারতীয় দল : লোকেশ রাহুল (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্ত, ইশান কিষান, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ ৷

মুম্বই, 31 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul to lead team India in one day series against South Africa) ৷সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে ৷ শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘোষণা করেছে ৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আগামী 19 থেকে 23 জানুয়ারি সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে 'মেন ইন ব্লু'৷ এই সিরিজের জন্য এদিন 18 সদস্যের ভারতীয় দলের নামও ঘোষণা করেছে বিসিসিআই ৷ চোটের জন্য টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজে খেলতে পারছেন না রোহিত শর্মা ৷

  • #TeamIndia for three ODI series against South Africa announced.

    The All-India Senior Selection Committee has named Mr KL Rahul as Captain for the ODI series as Mr Rohit Sharma is ruled out owing to an injury.

    WATCH the PC live here - https://t.co/IVYMIoWXkq

    — BCCI (@BCCI) December 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোহিতের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল ৷ তাঁর শতরানে ভর করে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত ৷ এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ওয়ান ডে সিরিজে নেতৃত্বের ব্যাটন হাতে পেলেন টিম ইন্ডিয়ার এই ধ্রুপদি ব্যাটার ৷ চোট না-সারায় ওয়ান ডে সিরিজেও রোহিতকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা ৷ ফলে নেতা হিসেবে বেছে নেন রাহুলকে ৷ তাঁর ডেপুটির দায়িত্ব পালন করবেন ডানহাতি পেসার বুমরা ৷ তবে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টে বল হাতে নায়ক মহম্মদ শামিকে ৷ আর চোটের কারণে দলে জায়গা হয়নি অক্ষর প্যাটেল ও রবীন্দ্র ডজাদেজার ৷ তবে ফের ভারতীয় দলে ফিরলেন বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান ৷

  • TEAM : KL Rahul (Capt), Shikhar Dhawan, Ruturaj Gaekwad, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Venkatesh Iyer, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, R Ashwin, W Sundar, J Bumrah (VC), Bhuvneshwar Kumar,Deepak Chahar, Prasidh Krishna, Shardul Thakur, Mohd. Siraj

    — BCCI (@BCCI) December 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ান ডে সিরিজে ভারতীয় দল : লোকেশ রাহুল (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্ত, ইশান কিষান, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ ৷

Last Updated : Jan 1, 2022, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.