ব্রিসবেন, 7 ডিসেম্বর: জেমস অ্যান্ডারসনের কোনও চোট নেই ৷ অ্যাডিলেড ওভালের দ্বিতীয় তথা পিঙ্ক বল টেস্টের জন্য তরতাজা রাখতে অ্যাসেজর প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে জিমিকে (James Anderson Not Carrying Any Injury) ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলি এদিন জানায়, কাফ মাসলে টান লাগায় ব্রিসবেনে অ্যাসেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ব্রিটিশ সুইং মাস্টার ৷ এই খবর প্রকাশ হওয়ার পর তড়িঘড়ি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে একটি বিবৃতি দেওয়া হয় ৷
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জিমি খেলার জন্য পুরোপুরি সুস্থ রয়েছেন এবং তিনি কোনও চোট পাননি (James Anderson Fit for Ashes) ৷ ছয় সপ্তাহে পাঁচ টেস্ট খেলা হবে ৷ তাই পরিকল্পনা অনুযায়ী, তাঁকে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের জন্য তৈরি করা হচ্ছে ৷ এই সফরে এখনও পর্যন্ত আমাদের শক্তি সীমিত ৷ 2019 সালে এজবাস্টনে যা হয়েছিল, তার পর টিম ম্যানেজমেন্ট তাঁকে এবং জিমি নিজে সব ম্যাচে খেলার ঝুঁকি নিতে রাজি নন ৷’’
আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : মুম্বই টেস্টে রেকর্ডের ছড়াছড়ি, সব ফরম্যাটে 50 ম্যাচ জয় কোহলির
ওই বিবৃতিতে এও বলা হয়েছে, গতকাল ব্রিসবেনে (Ashes 2021-22 Brisbane Test) জেমস অ্যান্ডারসন তাঁর পূর্ণ শক্তি ব্যবহার করে নেটে বোলিং করেছেন ৷ এক ঘণ্টার ওই বোলিং অনুশীলনে জিমি শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ৷ এমনকি মঙ্গলবারের অনুশীলনেও একইভাবে এক ঘণ্টা বল করেন তিনি ৷ আর জেমস অ্যান্ডারসন গাব্বার মাঠে টেস্ট দলের সঙ্গেই থাকবেন ৷ তবে, মাঠে লায়নদের হয়ে খেলার বদলে কোচিং স্টাফদের সঙ্গে কাজ করবেন অ্যান্ডারসন ৷
তবে, করোনা সংক্রমণ এবং সুরক্ষা জনিত বিধিনিষেধের কারণে অ্যাসেজ টুর্নামেন্টের পঞ্চম টেস্ট পার্থের ওয়াকা স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখবর সুনিশ্চিত করা হয়েছে ৷ তবে, এই কঠিন পরিস্থিতিতে ওস্টেটার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমির পাশে থাকার বার্তাও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ অ্যাসেজের পঞ্চম তথা শেষ টেস্ট কোথায় হবে, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি ৷