ETV Bharat / sports

লর্ডসে অভিষেক টেস্টে সৌরভের রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে - নিউজিল্য়ান্ড

লর্ডসে ডেবিউ টেস্টে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের 25 বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে ৷ প্রাক্তন ভারত অধিনায়কের ডেবিউতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন এই কিউই ওপেনার ৷

it-is-surreal-new-zealand-opener-devon-conway-after-breaking-sourav-gangulys-record-in-lords
লর্ডসে ডেবিউতে সৌরভের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ডেভন কনওয়ে
author img

By

Published : Jun 3, 2021, 3:26 PM IST

লন্ডন, 3 জুন : বুধাবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট ম্যাচে ডেবিউ করলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি ওপেনার ডেভন কনওয়ে ৷ আর ডেবিউ ম্যাচেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 25 বছরের অক্ষত রেকর্ড ভাঙলেন তিনি ৷ এদিন ডেবিউ ম্যাচে লর্ডসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ 1996 সালের সেই ম্যাচে 131 রান করেছিলেন তিনি ৷ গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে 136 রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি ৷ প্রথমদিনের শেষে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে ৷

কনওয়ে এবং সৌরভ ছাড়া লর্ডসে ডেবিউতে সেঞ্চুরি করেছিলেন আরও চার ক্রিকেটার ৷ তাঁরা হলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম ৷ তিনি 1983 সালে 107 রান করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গতকাল ডেভন কনওয়ের আগে হ্যারি গ্রাহাম একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি লর্ডসে সেঞ্চুরি করেছিলেন ৷ এছাড়া বাকি তিন ক্রিকেটার যাঁরা লর্ডসে ডেবিউতে সেঞ্চুরি করেছিলেন তাঁরা হলেন, জন হামস্পশায়ার 107 রান, অ্যান্ড্রু স্ট্রাউস 112 এবং ম্যাট প্রায়র 126 রান ৷

আরও পড়ুন : কোনও চাপ নেই, ইংল্যান্ড রওনার আগে বলে দিলেন কোহলি

অন্যদিকে, গতকাল লর্ডসে টেস্ট ডেবিউতে সেঞ্চুরি করে ডেভন কনওয়ে বলেন, ‘‘আমি কয়েকদিন আগে কেন উইলিয়ামসনের সঙ্গে আলোচনা করছিলাম ৷ আজ তিনি প্রথম যে কথাটা আমাকে বললেন সেটা হল, অনার বোর্ডে নাম থাকলে কেমন লাগে, এখন সেটা তুমি বুঝতে পারবে ৷’’

লন্ডন, 3 জুন : বুধাবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট ম্যাচে ডেবিউ করলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি ওপেনার ডেভন কনওয়ে ৷ আর ডেবিউ ম্যাচেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 25 বছরের অক্ষত রেকর্ড ভাঙলেন তিনি ৷ এদিন ডেবিউ ম্যাচে লর্ডসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ 1996 সালের সেই ম্যাচে 131 রান করেছিলেন তিনি ৷ গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে 136 রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি ৷ প্রথমদিনের শেষে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে ৷

কনওয়ে এবং সৌরভ ছাড়া লর্ডসে ডেবিউতে সেঞ্চুরি করেছিলেন আরও চার ক্রিকেটার ৷ তাঁরা হলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম ৷ তিনি 1983 সালে 107 রান করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গতকাল ডেভন কনওয়ের আগে হ্যারি গ্রাহাম একমাত্র বিদেশি ক্রিকেটার যিনি লর্ডসে সেঞ্চুরি করেছিলেন ৷ এছাড়া বাকি তিন ক্রিকেটার যাঁরা লর্ডসে ডেবিউতে সেঞ্চুরি করেছিলেন তাঁরা হলেন, জন হামস্পশায়ার 107 রান, অ্যান্ড্রু স্ট্রাউস 112 এবং ম্যাট প্রায়র 126 রান ৷

আরও পড়ুন : কোনও চাপ নেই, ইংল্যান্ড রওনার আগে বলে দিলেন কোহলি

অন্যদিকে, গতকাল লর্ডসে টেস্ট ডেবিউতে সেঞ্চুরি করে ডেভন কনওয়ে বলেন, ‘‘আমি কয়েকদিন আগে কেন উইলিয়ামসনের সঙ্গে আলোচনা করছিলাম ৷ আজ তিনি প্রথম যে কথাটা আমাকে বললেন সেটা হল, অনার বোর্ডে নাম থাকলে কেমন লাগে, এখন সেটা তুমি বুঝতে পারবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.