ETV Bharat / sports

3rd Test :দুই ওপেনারের সৌজন্যে প্রথম ইনিংসে ভাল শুরু করল ইংল্যান্ড - third Test

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে প্রথমদিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শুর থেকেই ব্রিটিশ বোলিংয়ের আক্রমণের শিকার কোহলি ব্রিগেড ৷ তবে দুই ওপেনার ভালো শুরু করলেন ৷

India Vs England Test
এবারও আন্ডারসনের শিকার কোহলি, 4 উইকেট হারিয়ে বেকায়দায় ভারত
author img

By

Published : Aug 25, 2021, 3:55 PM IST

Updated : Aug 25, 2021, 11:06 PM IST

লন্ডন, 25 অগস্ট : ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হল আজ থেকে ৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দু'দলই অপরিবর্তিত রয়েছে ৷ ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ চার বল খেলে শূন্য রানে জেমস আন্ডারসনের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান কে এল রাহুল ৷ তারপর আউট হন চেতেশ্বর পূজারাও ৷ দুটি উইকেট নেন জেমস আন্ডারসন ৷

শুরুতেই রাহুল এবং পূজারার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ ৷ আন্ডারসনের বোলিং আক্রমণের সামনে অসহায় দেখায় ভারতীয় ব্যাটসম্যানদের ৷ এবারও আন্ডারসনের শিকার হলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ মাত্র 17 বল খেলে 7 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে ৷ মধ্যাহ্নভোজের আগে 4 উইকেট হারিয়ে ভারত করে 56 রান ৷

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম

লাঞ্চের পর শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারিয়ে আরও চাপে পড়ে ভারত ৷ তারপর রবীন্দ্র জাডেজা ও রোহিত দলের হাল ধরার চেষ্টা করেন ৷ কিন্তু, ক্রেগ ওভারটন পরপর 2 বলে রোহিত এবং মহম্মদ শামিকে ফেরান ৷ সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই স্যাম কুরান পরপর 2 বলে তুলে নেন 2 উইকেট ৷ আর ভারতের শেষ উইকেট নেন সেই ওভারটনই ৷ ভারতের ইনিংস শেষ হয় 78 রানে ৷ তবে ভারতের তুলনায় অনেকটাই ভালো শুরু করল ইংল্যান্ড ৷ সৌজন্যে দু্​ই ওপেনার হাসিম হাবিদ ও রোরি বার্নস ৷ তাদের ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে জো রুটের দল ৷ দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ 120 রান বিনা উইকেটের বিনিময়ে ৷ হাসিম হাবিদ করেন 58 রান এবং রোরি বার্নস করেন 52 রান ৷ 42 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে আত্মবিশ্বাসী ভারতীয় দল ৷ তৃতীয় টেস্টে ব্রিটিশদের চেপে ধরতে চাইছে ভারত (India) ৷ আগের ম্যাচগুলিতে তেমন বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে ৷ শেষ সেঞ্চুরি এসেছিল 2019 সালে ৷ তবে তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁর দীর্ঘ সময় ধরে চলা খারাপ সময় থেকেও বেরিয়ে আসবেন বলে আশাবাদী ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তবে এবারও হতাশ করলেন কোহলি ৷

লন্ডন, 25 অগস্ট : ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হল আজ থেকে ৷ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দু'দলই অপরিবর্তিত রয়েছে ৷ ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং কেএল রাহুল ৷ চার বল খেলে শূন্য রানে জেমস আন্ডারসনের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান কে এল রাহুল ৷ তারপর আউট হন চেতেশ্বর পূজারাও ৷ দুটি উইকেট নেন জেমস আন্ডারসন ৷

শুরুতেই রাহুল এবং পূজারার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ ৷ আন্ডারসনের বোলিং আক্রমণের সামনে অসহায় দেখায় ভারতীয় ব্যাটসম্যানদের ৷ এবারও আন্ডারসনের শিকার হলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ মাত্র 17 বল খেলে 7 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে ৷ মধ্যাহ্নভোজের আগে 4 উইকেট হারিয়ে ভারত করে 56 রান ৷

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে ভারতের চিন্তায় কোহলির ফর্ম

লাঞ্চের পর শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারিয়ে আরও চাপে পড়ে ভারত ৷ তারপর রবীন্দ্র জাডেজা ও রোহিত দলের হাল ধরার চেষ্টা করেন ৷ কিন্তু, ক্রেগ ওভারটন পরপর 2 বলে রোহিত এবং মহম্মদ শামিকে ফেরান ৷ সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই স্যাম কুরান পরপর 2 বলে তুলে নেন 2 উইকেট ৷ আর ভারতের শেষ উইকেট নেন সেই ওভারটনই ৷ ভারতের ইনিংস শেষ হয় 78 রানে ৷ তবে ভারতের তুলনায় অনেকটাই ভালো শুরু করল ইংল্যান্ড ৷ সৌজন্যে দু্​ই ওপেনার হাসিম হাবিদ ও রোরি বার্নস ৷ তাদের ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে জো রুটের দল ৷ দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ 120 রান বিনা উইকেটের বিনিময়ে ৷ হাসিম হাবিদ করেন 58 রান এবং রোরি বার্নস করেন 52 রান ৷ 42 রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে আত্মবিশ্বাসী ভারতীয় দল ৷ তৃতীয় টেস্টে ব্রিটিশদের চেপে ধরতে চাইছে ভারত (India) ৷ আগের ম্যাচগুলিতে তেমন বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে ৷ শেষ সেঞ্চুরি এসেছিল 2019 সালে ৷ তবে তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁর দীর্ঘ সময় ধরে চলা খারাপ সময় থেকেও বেরিয়ে আসবেন বলে আশাবাদী ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তবে এবারও হতাশ করলেন কোহলি ৷

Last Updated : Aug 25, 2021, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.