ETV Bharat / sports

IND vs NZ: তৃতীয় টি-20’র আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার - টিম সাউদি

ইডেনে তৃতীয় টি-20’র আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ করোনা পরিস্থিতিতে ম্যাচে সুরক্ষা ব্যবস্থা কেমন করা হয়েছে তা খতিয়ে দেখেন তিনি ৷ এদিন বিকেলে ইডেনে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁকে পিচ কিউরেটরের সঙ্গে কথা বলতে দেখা যায় ৷

ind-vs-nz-third-t20i-preparation-at-eden-garden-kolkata
তৃতীয় টি-20’র আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার
author img

By

Published : Nov 19, 2021, 8:49 PM IST

Updated : Nov 19, 2021, 9:17 PM IST

কলকাতা, 19 নভেম্বর : 21 নভেম্বর রবিবার ইডেনে তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড ৷ আজ রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলে আগামিকাল দুপুরে শহরে এসে পৌঁছবেন রোহিত শর্মা এবং টিম সাউদিরা ৷ করোনা পরিস্থিতির মধ্যেই 70 শতাংশ দর্শক নিয়ে ইডেনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ আয়োজন করা হচ্ছে ৷ তবে, মাঠে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে আসতে হবে ৷ থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থাও রাখা হচ্ছে স্টেডিয়ামে ৷ সেই সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের দু’টো করে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে ৷

এদিন ইডেনের ম্যাচের আয়োজনের ব্য়বস্থাপনা খতিয়ে দেখতে আসেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ সংক্রমণ রুখতে ম্যাচের সঙ্গে যুক্ত সবাইকে বায়ো বাবলের মধ্যে রাখা হয়েছে ৷ এমনকি মাঠ কর্মীদেরও বায়ো বাবলে রাখা হয়েছে ৷ ক্রিকেটারদের মাঠে প্রবেশের জন্য আলাদা টানেল তৈরি করা হয়েছে ৷ যাতে তাঁদের মধ্যে সংক্রমণ না ছড়ায় ৷ এ দিন কলকাতার পুলিশ কমিশনার ম্যাচের ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষপ্রকাশ করেছেন ৷ এদিন সিএবি’র কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি ৷

তৃতীয় টি-20’র আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার

আরও পড়ুন : Tim Paine: যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

আজ বিকেলে ইডেনে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বাইশ গজ পরীক্ষা করেন ৷ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে ৷ তৃতীয় টি-20 ম্যাচে ইডেনর উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে জানা যাচ্ছে ৷ যেখানে 180 থেকে 200 রান পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে নভেম্বরের শেষে শহরে শীতের আমেজ রয়েছে ৷ রাতের দিকে প্রায়ই কুয়াশা পড়ছে শহরে ৷ ম্যাচে রাতের দিকে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে ৷

কলকাতা, 19 নভেম্বর : 21 নভেম্বর রবিবার ইডেনে তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচ খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড ৷ আজ রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলে আগামিকাল দুপুরে শহরে এসে পৌঁছবেন রোহিত শর্মা এবং টিম সাউদিরা ৷ করোনা পরিস্থিতির মধ্যেই 70 শতাংশ দর্শক নিয়ে ইডেনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ আয়োজন করা হচ্ছে ৷ তবে, মাঠে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে আসতে হবে ৷ থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থাও রাখা হচ্ছে স্টেডিয়ামে ৷ সেই সঙ্গে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের দু’টো করে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে ৷

এদিন ইডেনের ম্যাচের আয়োজনের ব্য়বস্থাপনা খতিয়ে দেখতে আসেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷ সংক্রমণ রুখতে ম্যাচের সঙ্গে যুক্ত সবাইকে বায়ো বাবলের মধ্যে রাখা হয়েছে ৷ এমনকি মাঠ কর্মীদেরও বায়ো বাবলে রাখা হয়েছে ৷ ক্রিকেটারদের মাঠে প্রবেশের জন্য আলাদা টানেল তৈরি করা হয়েছে ৷ যাতে তাঁদের মধ্যে সংক্রমণ না ছড়ায় ৷ এ দিন কলকাতার পুলিশ কমিশনার ম্যাচের ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষপ্রকাশ করেছেন ৷ এদিন সিএবি’র কর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি ৷

তৃতীয় টি-20’র আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ইডেনে, পরিদর্শনে পুলিশ কমিশনার

আরও পড়ুন : Tim Paine: যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

আজ বিকেলে ইডেনে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বাইশ গজ পরীক্ষা করেন ৷ পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে ৷ তৃতীয় টি-20 ম্যাচে ইডেনর উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে জানা যাচ্ছে ৷ যেখানে 180 থেকে 200 রান পর্যন্ত উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে নভেম্বরের শেষে শহরে শীতের আমেজ রয়েছে ৷ রাতের দিকে প্রায়ই কুয়াশা পড়ছে শহরে ৷ ম্যাচে রাতের দিকে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে ৷

Last Updated : Nov 19, 2021, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.