ETV Bharat / sports

আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং-এ 1নং স্থান ধরে রাখল ভারত - ভারত

টেস্টে এক নম্বর স্থানে থেকে গেল ভারত ৷ আজ আইসিসি তাদের নতুন টেস্ট ব়্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ৷ যে তালিকায় 121 রেটিং এবং 2914 পয়েন্ট পেয়ে এক নম্বরে রয়েছে ভারত ৷

icc-test-team-rankings-india-remain-on-top
আইসিসি প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং-এ 1নং স্থান ধরে রাখল ভারত
author img

By

Published : May 13, 2021, 3:18 PM IST

দুবাই, 13 মে : আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখল ভারত ৷ 24 ম্যাচে 121 রেটিং এবং 2914 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বিরাট কোহলির ভারতীয় দল ৷ আর ভারতের থেকে একধাপ পিছনে 18 ম্যাচে 120 রেটিং এবং 2166 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ প্রসঙ্গত, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত ৷

আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?

অন্যদিকে, 109 রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড ৷ 108 রেটিং-এ চার নম্বরে অস্ট্রেলিয়া ৷ প্রসঙ্গত, এ বছর নভেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ৷ তবে, এর পর পাঁচ ও ছয় নম্বরে থাকা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বহু যোজন পিছনে রয়েছে ৷ পাকিস্তানের টেস্ট রেটিং মাত্র 94 এবং ওয়েস্ট ইন্ডিজ মাত্র 84 ৷ করোনা মহামারির মধ্যে সাউথাম্পটনে আগামী 18 জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ যে ম্যাচের দিকেই নজর রয়েছে বিশ্ব ক্রিকেটের ৷

দুবাই, 13 মে : আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখল ভারত ৷ 24 ম্যাচে 121 রেটিং এবং 2914 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বিরাট কোহলির ভারতীয় দল ৷ আর ভারতের থেকে একধাপ পিছনে 18 ম্যাচে 120 রেটিং এবং 2166 পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ প্রসঙ্গত, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত ৷

আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?

অন্যদিকে, 109 রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড ৷ 108 রেটিং-এ চার নম্বরে অস্ট্রেলিয়া ৷ প্রসঙ্গত, এ বছর নভেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ৷ তবে, এর পর পাঁচ ও ছয় নম্বরে থাকা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বহু যোজন পিছনে রয়েছে ৷ পাকিস্তানের টেস্ট রেটিং মাত্র 94 এবং ওয়েস্ট ইন্ডিজ মাত্র 84 ৷ করোনা মহামারির মধ্যে সাউথাম্পটনে আগামী 18 জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ যে ম্যাচের দিকেই নজর রয়েছে বিশ্ব ক্রিকেটের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.